নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশেষ কেউ বা কিছু না। যা মনে আসে যেভাবে মনে আসে তাই লিখি।
প্রিয় সিঙ্গারা,
করোনার এই দিনে সকল কিছু পাওয়া গেলেও তোমাকে কোথাও কোন ভাবেই পাওয়া যাচ্ছেনা। তুমিই একমাত্র ছিলে আম বাঙ্গালীর সুখ,দুঃখ ও বিলাসিতার সঙ্গি হিসেবে। আশা করছি এই সংকট কাটিয়ে খুব তারাতারি তোমাকে ফিরে পাবো এবং তোমার সাথে বিলাসিতাই গা ভাসাবো।
ইতি
তোমার অন্ধ ভক্ত
২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৮
আমি রানা বলেছেন: ভাই আমি একা আর এই যন্ত্রনা নিতে পারছিলাম না।
২| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: ঘরেই তো সিঙ্গারা বানানো যায়।
সেদিন সুরভি বানালো। সবার জন্য চার পিস করে। আমার বাসার সদস্য সংখ্যা ১২ জন।
২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১
আমি রানা বলেছেন: মামার দোকানের সিঙ্গারা আহা...........
আমাদের এখনো বউ ভাগ্য হয়নি রাজিব ভাই।
৩| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭
সাইন বোর্ড বলেছেন: বাসায় বানানোর চেষ্টা করুন, তেমন কঠিন কিছু না ।
২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩২
আমি রানা বলেছেন: করা যায় চেষ্টা কিন্তু মামার হাতের সেই যাদুর সিঙ্গারা কি আর হবে????
৪| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬
নেওয়াজ আলি বলেছেন: ভালোই
৫| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬
মেটালক্সাইড বলেছেন: ২৬শে মার্চ সেই যে সিঙ্গারা খেয়েছিলাম আজ ২২শে এপ্রিল দোকান থেকে ২টা সিঙ্গারা কিনে খেলাম। আহা হা!! সিঙ্গারা তোমাকে খাওয়ার মজাই আলাদা তাও এতদিন পর
২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪
আমি রানা বলেছেন: পেয়েছেন
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: রানা ভাই, কেন মনে করাইয়া দিলেন ??? কেন কেন কেন???