নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ:Jai Lava Kusa(Hindi Dubbed)

২০ শে মে, ২০১৮ রাত ১১:২৪

তামিল/তেলেগু ছবি।
অনেক আগেই রিলিজ হয়ছে।এতদিন ডাবিংের জন্য বসে ছিলাম।
মাত্র কয়েকদিন আগে হিন্দী ডাবড ভার্শন বের হয়েছে।
NTR Rama Rao JR অসাধারন অভিনয় করেছেন।
সত্যি বললে পুরা ছবি এনটিআরময়।

জয়,লাভ এবং কুশ তিন ভাই(এনটিআর),যময।
জয় সবচেয়ে বড়।
এবং তোতলা।
এই কারণেই সবজায়গায় অবহেলার স্বীকার হয়।ভাইরা ও তাকে নিয়ে মজা করে।
এই অভহেলা,টিটকারি তার ভালবাসাকে ঘৃণায় রুপান্তর করে।
তার ফলস্বরুপ এক দুর্ঘটনায় তারা তিন ভাই আলাদা হয়ে যায়।
কুশ হয়ে যায় চোর,লাভ ভাল মানুশের হাতে পড়ে হয় ভদ্র,দয়াবান,সহজ সরল একজন ব্যাংকার।

কিন্তু জয় ভিতরকার জমে থাকা রাগ তাকে বানিয়ে দেয় রাবণমহারাজ,ছবির ভিলেন ই বলা যায়।

বড় হওয়ার পর এক্সিডেন্টলি পুনরায় তাদের দেখা হয়।
জয় নিজের সুবিধার্থে তার ভাইদের ব্যাবহার করে।
এবং ব্যবহার শেষে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়।

ছবি দেখে আমার সবচাইতে বেশী পছন্দ হয়েছে এই রাবণ মহারাজ জয় কে।
কেন সেটা বোঝার জন্য আপনাকে ছবি দেখতে হবে।

পরিচালক এখানে অসাধারণ একটা ছবির মাধ্যমে নিস্পাপ শিশুরাই কিভাবে পরবর্তীতে ঘৃণিত অপরাধী হয়ে উটে সে বিষয়ে সুন্দর বার্তা দিতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.