নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
আরো একটি ট্রিপল এক্টিং মুভি।
তবে এবার বাপ আর ভাই।
নায়েকের ভুমিকায় বিজয় থালাপাত্তি অভিনয় করেছেন।তামিল/তেলেগু তে ছবিটির নাম 'Adrinidhi'।
হিন্দি ডাবিং-এ মার্শাল।
বিজয়ের সাথে সাথে কাজল আগারওয়াল,সামান্থা রুথ প্রভু এবং নিত্থিয়া মেননের অভিনয় ও প্রশংসার দাবিদার।
Vetri ও Maran দুই ভাই(বিজয়)।
প্রথমজন ম্যাজিশিয়ান,দ্বিতীয়জন ডাক্তার।জাদুকরের নিজের শৈশব মনে থাকলে ও ডাক্তার তার শৈশবের কোন কিছু খুব একটা মনে করতে পারেনা।
ছবির শুরু থেকেই দেখায়,Dr. Maran একজন ডাক্তার যে শুধু পাচ রুপি নেয় ফিস হিসেবে।এবং সাথে সাথে সে একজন জাদুকর ও।ছবির শুরু থেকেই সে তার সহযোগী/বন্ধুর মাধ্যমে ২/৩জন লোককে গায়েব করে দেয় যারা হাসপাতালের সাথে জড়িত।অনেক কাটখড় পুড়ানো শেষে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।তারপর সে কেন খুনগুলা করেছে সেটা ব্যাখ্যা দেয়।
এই জায়গায় মুভির মাঝামাঝি এসে দর্শক জানতে পারে যে,জাদুকর ও ডাক্তার দুজন আলাদা মানুষ।এবং মানুষগুলাকে কিডন্যাপড করছিল জাদুকর অর্থাৎ Vetri।Maran এই সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানত না।
ছবির প্রায় শেষের দিকে আমরা জানতে পারি,Vetri এবং Maran Vetrimaran নামে এক গ্রাম্য রেসলারের ছেলে,যাকে ধোকার মাধ্যমে হত্যা করা হয়েছে।
এই ছবিতে ভারতে চিকিৎসাব্যবস্থার দুর্নীতিটুকো যটেষ্ট ভালভাবে ফুটিয়ে তুলা হয়েছে।
দুর্ভাগ্যের বিষয় এই যে,আমাদের বাংলাদেশের ও সেইম অবস্থা।
যদি সময় হয় তাহলে ছবিটি দেখবেন।
আসলেই দেখার মত একটা ছবি।
©somewhere in net ltd.