নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
সাগর-রুনি হত্যা মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল ব্লগ-ফেসবুকে।তাদের হত্যার বিচার চেয়ে
রীতিমত কাপিয়ে দিয়েছিল ভার্চুয়াল জগতকে।
তারপর আসলো তনু।
তনু হত্যা নিয়ে দুদিন খুব আলোচনা সমালোচনা হয়েছিল।সপ্তাহ খানেক চলার পরে কোথায় তনু,কোথায় কী!!!
একজন শিক্ষককে ধর্মীয় অবনামনার অভিযোগ এনে কানে ধরানো নিয়ে ও অনেক কিছু দেখলাম।কান ধরে ছবি তুলে Profile Pic এ upload ও দিতে দেখলাম অনেক জনকে।আস্তে আস্তে সেটা ও সবাই ভুলে গেছে।
কিন্তু সম্মানিত শিক্ষক মহোদয় তার আগের সম্মান ফিরে পেয়েছেন কিনা সন্দেহ আছে।যেমন সন্দেহ আছে তনুর পরিবার ন্যায় বিচার পাবে কিনা।সাগর-রুনির কথা তো শুরুতেই বাদ দিতে হয়।
মাঝখানে সন্ত্রাসী-জংগী-প্রাইভেট ভার্সিটি নিয়ে সেই চিল্লাচিল্লি।২দিন পর সব চুপ।আবার নতুন টপিক ধর্ষন।এবার সবাই সেটার পিছনে পড়ল।তারপর মাদক।২দিন আগে ফেসবুক-ব্লগে দেখতাম-"আব্বু,তুমি কাদতোছো যে?"।এখন দেখি বেশ্যাকে ধর্ষণ ও ধর্ষকের শাস্তি নিয়ে লেখা।অবশ্য দুদিন পর এটা ও থাকবেনা।বিশ্বকাপ এসে গেছে কিনা!!!আর টপিকের তো অভাব নাই এদেশে।
আমরা নতুন কোন একটা বিষয় পেলে তা নিয়ে খুব হইচই করি,করতে পছন্দ করি।এরকম দুএকটা জ্বালাময়ী স্ট্যাটাস দিয়ে,ব্লগে পোস্ট দিয়ে মনে করি আমরা অনেক কিছু করে ফেলেছি।কিন্তু এসবের ই মেয়াদ বেশী থেকে বেশী ২-৩সপ্তাহ।তারপর সবকিছু ভুলে যাওয়াটাই আমরা কর্তব্য বলে মনে করি।
১৩ ই জুন, ২০১৮ রাত ২:৪৭
কিশোর মাইনু বলেছেন: দু:খিত রাজীব ভাই।
আপনাদের অপছন্দের পোস্ট খুব ১টা আসবেনা আমার কাছ থেকে এটা বলতে পারি।
তবে,আপনার ভাল না লাগলেও কথাগুলো কি সত্যি নয় রাজীব ভাই?!?!?
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি এই দেশের মানুষ গুলো নষ্ট হয়ে গেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২
কিশোর মাইনু বলেছেন: কিছু কমু না।।।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগেনি।