নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
ইদানিং ব্লগে দেখছি নোংড়ামি মারাত্মক পরিমাণে বেড়ে গিয়েছে।কয়েকজন রাজীব নুর ভাইয়ের পিছনে লেগে আছে তো কয়েকজন চাঁদগাজীর পিছনে।
আবার আরেকজনকে দেখলাম সবাইকে ব্যাক্তিগত আক্রমণে ব্যাস্ত।আবার কেউ কেউ ব্রাজিল-আর্জেন্টিনা নিয়া কামড়াকামড়ি শুরু করে দিছে।
কয়েকদিন আগে একজনকে দেখলাম নতুন নকীব ভাইয়ের প্রত্যেক্টা পোস্টে Nude Porn Pic দিয়ে কমেন্ট করে এমন অবস্থা বানাই ফেলছে যে,নকীব ভাইয়ের ব্লগেই ডুকতে ইচ্ছা করে না এখন।
আর আমার সবচেয়ে বেশী রাগ উটছে এই কারণে যে এইসব বিকৃত চিন্তাধারার প্রাণিগুলো এখনো স্বাধীনভাবে ব্লগ নোংরা করে যাচ্ছে,যেইখানে শর্তাবলীর জালে আটকা পড়ে অনেক ব্লগার তাদের সুস্থ চিন্তাধারা ব্লগে প্রকাশ করতে পারছেননা।আরো বড় সমস্যা হচ্ছে ব্লগের সিনিয়র ব্লগার ও মডারেটর রা এগুলো দেখে ও জেনে দেখছেন না।সম্পুর্ণ পরিমাণে সম্মান রেখে তাদের কাছে আমার প্রশ্ন,তারা কি আসলেই ব্লগটাকে ভালবাসেন?!?!?ভালবেসেই কি ব্লগিং করছেন?!?!?নাকি আপনাদের 'ব্লগকে ভালবাসেন' কথাগুলি স্রেফ মুখের ফাকা বুলি?!?!?
যদি ফাকা বুলি হয় তাহলে শুভকামনা আপনার জন্য।আর যদি সত্যি ভালবেসে থাকেন,তাহলে আসুন,সাহায্য করুন,সবাই মিলে ব্লগকে এইসব অসুস্থ,বিকৃত চিন্তাধারার প্রাণীগুলো থেকে মুক্ত করি।সামু ব্লগ হয়ে উটুক আগের মত প্রানবন্ত,পরিস্কার-পরিচ্ছন্ন।নোংরা ডাস্টবিন নয়।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২
কিশোর মাইনু বলেছেন: পরিবর্তন করতে হবে এটা।
না হলে আমরা পিছিয়েই থাকব সবক্ষেত্রে।
২| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক দিন পোর্ট আসলাম, পরিবেশ কি এখনো নষ্টই আছে ?
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
কিশোর মাইনু বলেছেন: আগে ঠিক ই ছিল,ইদানিং কিছু বিকৃত চিন্তাধারীদের উপস্থিতিতে নষ্ট হয়ে গেছে
৩| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
সঞ্জয় নিপু বলেছেন: দুঃখিত বানান ভুল হইছে। অনেক দিন পর বাংলা লিখছি।
অনেক দিন পর।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪
কিশোর মাইনু বলেছেন: হতেই পারে ভাই।
সমস্যা না।
কমেন্টের জন্য ধন্যবাদ
৪| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
নতুন বলেছেন: এদের দমন করা উচিত।
আর এটা আমাদের জাতীগত বৈশিস্ট....
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪
কিশোর মাইনু বলেছেন: জাতিগত বৈশিষ্ট্য বলল্লে হবে না।
পরিবর্তন করতে হবে।
৫| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১
আবু আফিয়া বলেছেন: আসলেই তাই,
সবাই সবার মত স্বাধীনভাবে প্রকাশ করুক এটাই কামনা-
ধন্যবাদ আপনাকে।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৫
কিশোর মাইনু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২
অর্থনীতিবিদ বলেছেন: ব্লগের অ্যাডমিন বা মডারেটররা কোথায়? তারা যদি ব্যস্ততার জন্য ব্লগ মডারেট করতে না পারেন, তবে সিনিয়রিটির ভিত্তিতে ব্লগে নতুন মডারেটর নিয়োগ দেয়া হোক।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৬
কিশোর মাইনু বলেছেন: সহমত
৭| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অর্থনীতিবিদ বলেছেন: ব্লগের অ্যাডমিন বা মডারেটররা কোথায়? তারা যদি ব্যস্ততার জন্য ব্লগ মডারেট করতে না পারেন, তবে সিনিয়রিটির ভিত্তিতে ব্লগে নতুন মডারেটর নিয়োগ দেয়া হোক। সহমত।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৬
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ।
৮| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: লিটন ভাই, পুরো সাপোর্ট করলাম অর্থনীতিবিদ আর আপনার কথা। এডমিনদের অনেক বলেও এই নোংরামির ব্যাপরটার কোনো স্ট্রিক্ট আর সঠিক সিদ্ধান্ত নিতে না পাড়ার জন্য আমাকেও আজকে ব্লগের এক বিশিষ্ট বর্ণচোরা ব্লগ রাজাকারের (একাত্তুরে আমাদের মেয়েদের সম্ভ্রমহানীর মতো ব্লগেও মেয়ে ব্লগারদের বিরুদ্ধে অশালীন আর চুড়ান্ত নোংরামি করে সম্মানহানি করার অর্থে) বিরুদ্ধে পোস্ট দিতে হবে । সিনিয়র ব্লগার হিসেবে আশাকরি আপনারা পোস্টে মতামত দেবেন ।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮
কিশোর মাইনু বলেছেন: এগিয়ে যান আপু।
ড্যাম কেয়ার ভাব নিয়ে প্রতিবাদ জানান।
সাথে আছি আপনার।
৯| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৫
অর্থনীতিবিদ বলেছেন: নিভৃতেনৈঃশব্দে বলেছেন: লিটন ভাই, পুরো সাপোর্ট করলাম অর্থনীতিবিদ আর আপনার কথা। এডমিনদের অনেক বলেও এই নোংরামির ব্যাপরটার কোনো স্ট্রিক্ট আর সঠিক সিদ্ধান্ত নিতে না পাড়ার জন্য আমাকেও আজকে ব্লগের এক বিশিষ্ট বর্ণচোরা ব্লগ রাজাকারের (একাত্তুরে আমাদের মেয়েদের সম্ভ্রমহানীর মতো ব্লগেও মেয়ে ব্লগারদের বিরুদ্ধে অশালীন আর চুড়ান্ত নোংরামি করে সম্মানহানি করার অর্থে) বিরুদ্ধে পোস্ট দিতে হবে । সিনিয়র ব্লগার হিসেবে আশাকরি আপনারা পোস্টে মতামত দেবেন ।
অবশ্যই মতামত দিবো। সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের কথা বলতেই হবে। আপনি পোস্ট দিন।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ অর্থনীতিবিদকে।
১০| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩
ব্লগ মাস্টার বলেছেন: খুব খারাপ কথা।তবে ব্লগের ওপর আস্থা রাখুন সব ঠিক হয়ে যাবে।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
কিশোর মাইনু বলেছেন: সব ঠিক হয়ে যাবেনা ভাইয়া।
ঠিক করতে হবে।
১১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৬
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: @ অর্থনীতিবিদ, খুশি হলাম আপনার কথায় ।সবাই মিলে প্রতিবাদগুলো না করলে ব্লগের নোংরামি কখনও থামবে না । সিনিয়র ব্লগার হিসেবে আপনার এই সাপোর্ট আরো সাহসী করে তুললো আমাকে । আমার এই লেখাটা একটু সময় করে পড়বেন ।তাহলে এই নোংরামির ব্যাপারটার সম্পর্কে একটা ধাৰণা হবে ।আমি লিংকগুলো নিয়ে আজকে ফাইনাল পোস্টটা দেব ।ওমেরার সাথে নোংরামি করা নিক ঝাণ্ডুবাম, ইতরামির ফেরিওয়ালা (স্বপ্নের ফেরিওয়ালা). ঘুঁটের কুঁড়ে (কুঁড়ের _বাদশাহ), জগতারণ ও আড়ালের নাটেরগুরু সম্পর্কে কিছু কথা
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ আপু।
আসলেই ঠিক বলেছেন,সবাই মিলেই করতে হবে প্রতিবাদ।
১২| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫
মেটাফেজ বলেছেন: আপনার নিকটা এরকম বাজে শব্দের কেন? বাষ্টার্ড....? এরকম বাজে শব্দ থাকলে লোকজন কি ভাববে আপনারে নিয়া?
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২
কিশোর মাইনু বলেছেন: নিক কিশোর মাঈনু।
জেফরিবেগ-বাস্টার্ড নামক একটা সিরিজ ছিল খুব প্রিয়।সেখানে নায়কের নাম ছিল বাস্টার্ড।
সেখান থেকেই দিয়েছিলাম।তখন শব্দটার অর্থ জানতাম না।
এখন জানি।কিন্তু কিছু করার নেই।
১৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩
হাঙ্গামা বলেছেন: ব্লগিং মানে কি আপনে আমি লেখব আর লোকজন এসে......."ভালো হইছে", "পোষ্টের জন্য ধন্যবাদ", "আরো লেখা চাই", "ভালো থাকবেন" এগুলা লেইখা যাইবো?
কামড়াকামড়ি ব্লগে কবে আছিলো না? একজন আরেকজনের পেছনে কবে লাগে নাই? গালাগালি কবে হয় নাই?
আপনি সমালোচনা করতে গিয়া "জারজ", বাষ্টার্ড টাইপের বালছাল শব্দ ইউজ কইরা ষ্মার্ট হইতে গিয়া যে নিজেই চ্যাগায়া গেছেন সেই খেয়াল আছে? আজাইরা আইছেন জ্ঞান ঝাড়তে......
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
কিশোর মাইনু বলেছেন: সবকিছুর ই সীমা আছে।
সীমার ভিতরে থেকে আপনি যা ইচ্ছা করুন।বাধা দিচ্ছে কে?!?!?
ঠিক আছে।আমি আপনার ভাষায় চ্যাগইয়া গেছি।চ্যাগাইলে আমি চ্যাগাইছি।আপনার তো সমস্যা হওয়ার কথা না?!?!?বাষ্টার্ড/জারজের তুলনায় বালছাল অনেক ভদ্র শব্দ সন্দেহ নেই।কিন্তু দু:খিত।আমি ভদ্র নই।
জ্ঞান ঝাড়া।আমি কি জ্ঞান ঝাড়লাম জানতে পারি?!?!?
১৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: ব্লগ খুব সুন্দর ভাবে চলছি। হঠাত কিছু দুষ্টলোক এসে ব্লগের সুন্দর পরিবেশ নষ্ট করছে।
তবে আমি নিশ্চিত যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে।
০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
কিশোর মাইনু বলেছেন: কখন ভাইয়া?!?!?
সামু ব্লগ বুড়িগংগা হয়ে গেলে?!?!?
বেয়াদবি নিয়েন না ভাই।ব্লগে ডুকে কামড়াকামড়ি দেখলে মেজাজ ঠিক রাখা আসলেই কষ্ট।
১৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খারাপ নিকগুলো যাতে জন্ম নিতে না পারে সেদিকে নজড় দেওয়া উচিৎ মডুদের।
২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬
কিশোর মাইনু বলেছেন: একমত
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: আমরা জাতিগত ভাবে স্বাভাবিক আনন্দের থেকে পৈচাশিক আনন্দের দিকে বেশী আগ্রহী। ব্লগে এক সময় রেগুলার ছিলাম, তখন আমার পিছেও লেগেছিলো হাতে গোনা কয়েকজন লোক। তাদের সাথে মজা নিতো বাকি কিছু অসুস্থ মানুষ। ব্লগে এটা ৮/১০ বছর আগেও ছিলো, এখনও আছে; আশাকরা যায় ভবিষ্যতেও থাকবে। কারণ, আমরা জাতিগত ভাবে পৈচাশিক আনন্দের দিকে বেশী আগ্রহী।