নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
প্রিয় মুভিঃ দিপু নাম্বার ২, 3 Idiots, The Pursuit of Happyness
প্রিয় সিরিজঃ বিশ্বাস, Dark, Flash
প্রিয় জনরাঃ ত্রিলার
প্রিয় বাংলা বইঃ কেউ কেউ কথা রাখে By মোহাম্মদ নাজিম উদ্দিন, আমার বন্ধু রাশেদ By জাফর ইকবাল , নেক্সাস(বেগ-বাস্টার্ড সিরিজ) By মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রিয় তিন গোয়েন্দা ভলিউমঃ ভলিউম ৪/১ (ছিনতাই, ভীষণ অরণ্য ১,২)
প্রিয় ইংরেজী বইঃ Angels & Demons By Dan Brown
প্রিয় লেখকঃ Dan Brown, হুমায়ুন আহমেদ
প্রিয় বইয়ের চরিত্রঃ হিমু, বেগ-বাস্টার্ড সিরিজের বাস্টার্ড(বাবলু)
প্রিয় অভিনেতাঃ হুমায়ুন ফরিদী, শাহরুখ খান, Keanu Reeves
প্রিয় অভিনেত্রীঃ Ema Watson, Jennifer Lawrence
প্রিয় ব্লগারঃ সামু পাগলা ০০৭,
প্রিয় বাংলা গানঃ গুরু ঘর বানাইলা কি দিয়া By জেমস, হাসতে দেখো গাইতে দেখো By আইয়ুব বাচ্চু, কেউ কথা রাখেনি By মিনার
প্রিয় ইংরেজী গানঃ We will rock you By Five & Queen, The Lazy Song By Bruno Mars, Counting Stars By OneRepublic
প্রিয় মোবাইল গেইমঃ Eve Echoes, Arena Breakout.
প্রিয় কম্পিউটার গেইমঃ Don Bradman Cricket 14(Now), Call of Duty Series(All-Time)
প্রিয় বিজ্ঞানীঃ Albert Einstein, Sean M. Carroll
প্রিয় কমিক ক্যারেক্টারঃ জোকার
প্রিয় খেলাঃ 3d Chess
প্রিয় গোয়েন্দা চরিত্রঃ কিশোর পাশা
প্রিয় উক্তিঃ “Ability is what you’re capable of doing. Motivation determines what you do. Attitude determines how well you do it.“ - Lou Holtz
I've not come here to compete, I've come here to rule. - Shahrukh Khan
তুমি যখন কাউকে ভালোবাসবে, তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না। - হুমায়ূন ফরিদী
বি:দ্র:প্রায় দুবছর আগে রাজীব ভাই দিয়েছিলেন নিজের প্রিয় জিনিসগুলো নিয়ে এই শিরোনামে পোস্ট। ২ বছর পর আজ আমি দিলাম।
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯
কিশোর মাইনু বলেছেন: -প্রিয় বাংলা বই নিয়ে কিছু বলার নেই আমার। আমি বাক্রুদ্ধ।
-ভাই মনে হয় প্রিয় সিরিজ বলতে চেয়েছেন মাসুদ রানা কে। "তিন গোয়েন্দা ভলিউম" লেখাটা কাটতে ভুলে গিয়েছেন, না? আমার ও ভাল লাগে মাসুদ রানা। ৫০-৬০টির মত আছে মনে হয় কালেকশনে মাসুদ রানার। কিন্তু তিন গোয়েন্দা পড়তে পড়তে বড় হয়েছি। তাই এর তুলনা নেই।
- আপনার Country Road Take Me Home & The show must go on আমার পছন্দের গানগুলোর মধ্যে একটি। কিন্তু The show must go on শুনেছেন দেখে অবাক হলাম। এই গান সম্ভবত Queen-র সবচেয়ে কম পপুলার গানগুলোর মধ্যে একটা।
-RoadRash তখন ছিল পছন্দের তালিকায়। এখন আর খেলিনা।
- হকিং আর নিউটন কে আমার ভাল লাগে না। Erwin Schroedinger কে ভালোই লাগে। তার বিড়ালের Theory টি মজার লাগে আমার কাছে।
- মারভেলের লোকির পাগল ফ্যান আমি। লোকির সবচেয়ে পছন্দের লাইন টি হচ্ছে আমার LOVE IS A DAGGER quote টি। কিন্তু মিথলজির বা কমিকের লোকির সাথে মুভির লোকির কোন মিল নেই বলে লোকি কে আনিনি।
ধন্যবাদ নিজের সম্পর্কে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।
২| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০২
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।
ভাল থাকবেন।
৩| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রিয়র তালিকা ভালো হয়েছে।
আমি পছন্দের তালিকা করতে গেলে মেলা বড় হয়ে যাবে।
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪২
কিশোর মাইনু বলেছেন:
সমস্যা নেই ভাইয়া। করে ফেলুন। আমরা ও একটু জানি আপনি আর কি কি ভালবাসেন।
৪| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার ও ব্লগার 'সাসুমের সাথে মিলে ৮৫ পারসেন্ট হয়েছে আমার মিল।
০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
কিশোর মাইনু বলেছেন:
৫| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
মেহেদি_হাসান. বলেছেন: প্রিয় মুভিঃ Shawshank redemption, perfume- The story of a murderer, Midnight in paris
প্রিয় সিরিজঃ Dark, Loki, prison break, Sex education
প্রিয় বাংলা বইঃ দূরবীন- শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়
প্রিয় ইংরেজী বইঃ The lost symbol By Dan Brown, Tell me your Dream by Sydney sheldon
প্রিয় লেখকঃ Dan Brown, হুমায়ুন আহমেদ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়
প্রিয় বইয়ের চরিত্রঃ হিমু, ফেলুদা, বাস্টার্ড
প্রিয় অভিনেতাঃ Daniel Radcliffe, Leonardo Dicaprio, Keanu Reeves
প্রিয় অভিনেত্রীঃ Emma stone,অপি করিম
প্রিয় ব্লগারঃ বলা মুসকিল
প্রিয় বাংলা গানঃ মেঘদল, শহরতলীর, এবং সোসার বাংলা সার্কাসের গান ভালো লাগে আলাদা করে বলতে পারবো না।
প্রিয় ইংরেজী গানঃ Pink Floyd, Dream theatre, Cigarette after sex, jim Morrison এদের গান
প্রিয় মোবাইল গেইমঃ Snakes
প্রিয় কম্পিউটার গেইমঃ কখনো খেলিনি
প্রিয় বিজ্ঞানীঃ Albert Einstein
প্রিয় কমিক ক্যারেক্টারঃ Loki God of mischief
প্রিয় খেলাঃ ফুটবল, ব্যাটমিন্টন
প্রিয় গোয়েন্দা চরিত্রঃ কিশোর পাশা এবং ফেলুদা
প্রিয় উক্তিঃ এখনো নাই
০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩১
কিশোর মাইনু বলেছেন: - lOki সিরিজ Complete হয় নি। Complete হলে শুরুতে চলে আসবে কোন ভুল নেই।
- যাক, আরেকজন পেলাম যার পছন্দের চরিত্র বাস্টার্ড বা যেঁ বইটি সিরিজটির আগে পড়েছে।
- Dan আমার ও খুব পছন্দের একজন। কিন্তু আমি বাংলা, বলিউড, হলিউড থেকে একজন করে দিতে চেয়েছিলাম তাই সে বাদ পড়ে গিয়েছে।
- বোঝাই যাচ্ছে আপনি খুব একটা গেইম খেলেন না।
- কিছু মনে করবেন না ব্রাদার। বাট আমার মনে হয় লোকি কমিক ক্যারেক্টার না দিয়ে মারভেল ক্যারেক্টার দেওয়া দরকার ছিল। কারণ কমিক্সের লোকি যেখানে পুরোদুস্তর খারাপ, সেখানে আমাদের লোকি শুরু থেকেই প্রমাণ দিয়ে আসছিল যে সে খারাপ নয়, কেবল অভিমানী। আমাদের লোকি যেখানে থরকে ভাই মানে, সেখানে কমিক্সের লোকির একমাত্র উদ্দেশ্য থরের জীবন ধ্বংস করা।
ধন্যবাদ আপনার ও পছন্দ শেয়ার করার জন্য। জেনে ভাল লাগল।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬
সাসুম বলেছেন: প্রিয় মুভিঃ V for Vendetta,
প্রিয় সিরিজঃ Person Of Interest
প্রিয় বাংলা বইঃ ক্লাস ৯ এর বাংলা সেকেন্ড পেপার বোর্ড বই টা
প্রিয় তিন গোয়েন্দা ভলিউমঃ মাসুদ রানা
প্রিয় ইংরেজী বইঃ হাজার হাজার বই পড়েছি, প্রিয় তালিকায় কাউকে নেয়া ইম্পসিবল।
প্রিয় লেখকঃ হারারি, মিচিও কাকু, চমস্কি, কার্ল মার্ক্স,
প্রিয় বইয়ের চরিত্রঃ এম আর ৯
প্রিয় অভিনেতাঃ Keanu Reeves
প্রিয় অভিনেত্রীঃ ব্লাক উইডো, স্কারলেট
প্রিয় ব্লগারঃ ফিউশান ফাইভ
প্রিয় বাংলা গানঃ মনে পড়ে রুবি রায়
প্রিয় ইংরেজী গানঃ কান্ট্রি রোড টেক মি হোম , দা শো মাস্ট গোজ অন , উই উইল রক ইউ , রা রা রাস্পুতিন
প্রিয় মোবাইল গেইমঃ নোকিয়া বাটন ফোনের স্নেইক গেইম
প্রিয় কম্পিউটার গেইমঃ রোডরাশ ( ২০০০ সালের দিকে পাগল ছিলাম )
প্রিয় বিজ্ঞানীঃ নিউটন, আইন্সটাইন , শ্রোডীংগার , হকিং, ফ্লেমিং, কুরি
প্রিয় কমিক ক্যারেক্টারঃ গড অফ মিসচেফ ( লোকি )
প্রিয় খেলাঃ ক্রিকেট
প্রিয় উক্তিঃ You could never convince a monkey to give you a banana by promising him limitless bananas after death in monkey heaven - হারারি