নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

মডুদের কাছে অনুরোধ এবং ব্লগারদের কাছে ক্ষমা চেয়ে দরখাস্ত

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২২

স্কুলকলেজে থাকতে মারাত্বক বই পড়ুয়া ছিলাম। বাতিঘর নামের এক লাইব্রেরীতে গিয়ে সারাদিন বসে থাকতাম। নতুন কোন বই পেলেই পড়ে ফেলতাম। এক পর্যায়ে গিয়ে বাতিঘরের গার্ড পর্যন্ত যখন বাতিঘর থেকে বের হতাম তখন জিজ্ঞেস করা শুরু করল আজকে কয়টা শেষ হয়েছে। তো ২০০৯ কি ২০১০ সালের দিকে একটা অনুবাদ-বই পড়ে ভাবলাম, বাহ ভালোই তো অনুবাদ করেছে লেখক। খুঁজে বের করে তার আরও কয়েকটা অনুবাদ পড়লাম। অনেক পছন্দ হয়ে গিয়ে ছিল তার অনুবাদের ধরণ। তাই বছরখানেক পর যখন শুনলাম তার মৌলিক বই, তার উপর আবার ত্রিলার বের হয়ছে। খুঁজে বের করে পড়ে ফেললাম। এবং ফ্যান হয়ে গেলাম। সাথে সাথে বইয়ের চরিত্রগুলোর। বইটির নাম ছিল নেমেসিস। লেখকের নাম ছিল মোহাম্মদ নাজিম উদ্দিন। পরবর্তীতে যখনই তার নাম দেখেছি কোন বইয়ে, নিয়ে পড়েছি। বাতিঘরের রুবেল ভাইকে অনুরোধ করেছিলাম নাজিম উদ্দিনের বই আসলে জানানোর জন্য আমাকে। উনি আমার অনুরোধ রেখেছিলেন। তাই বেগ-বাস্টার্ড সিরিজের প্রত্যেকটা বই ই বের হওয়ার সাথে সাথে পড়া হয়ে গিয়েছিল।
তখন ও আমার ব্লগ নেই। খুব সম্ভবত ১৪/১৫র দিকে ব্লগ খুলেছিলাম। সিরিজের বাস্টার্ড খ্যাত বাবলু ছিল পছন্দের চরিত্র। তাই তার নিক-টিকেই দিয়ে দিলাম ব্লগের নিক হিসেবে। তখন কোন ধারণাই ছিলনা আমার কাছে এই শব্দের অর্থ নিয়ে। পরবর্তীতে জানতে পারলেও খুব একটা পাত্তা দেইনি। কারণ সবাই তো আমার নাম কিশোর মাঈনু দেখবে। বাস্টার্ড তো আর কেউ দেখছে না। পরে দেখলাম আমার লিঙ্কের মধ্যে বাস্টার্ড শব্দটা দেখাচ্ছে। পড়ে গেলাম বিপদে। এখন কি করি? লজ্জায় আবার লেখালেখি বন্ধ করে দিলাম। অনেক দিন পর আরেক দফায় এইবার প্রত্যাবর্তন করলাম ব্লগে। ভাবলাম বেগ-বাস্টার্ড সিরিজ এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। এমনকি এটা নিয়ে টিভি সিরিজ ও বের হয়ে গিয়েছে। এখন আর সমস্যা নেই, সবাই ই দেখার সাথে সাথে বুঝে ফেলবে এটা বেগ-বাস্টার্ড থেকে আসছে। কিন্তু না, এখনো সেটা খারাপভাবেই দেখায়। এবং এখনও আমার কাউকে লিঙ্ক পাটাতে গেলে বিব্রত লাগে। চেষ্টা করেছিলাম পরিবর্তন করার নিক-টি "সহযোগিতা" থেকে। এটা দেখায়।

আমি জানিনা নিক পরিবর্তন করা আসলেই সম্ভব কিনা। এটা ও জানিনা সামু ব্লগের মডু কারা। যারাই হোক তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আমার পরিসংখ্যান মনে হয় না খুব একটা খারাপ। এবং সেই পরিসংখ্যানটিকে সামনে আর-ও উন্নত করার ইচ্ছা আছে। যদি সম্ভব হয়, আমার নিক-টি পরিবর্তন করতে সাহায্য করার জন্য আবেদন রইল। ধন্যবাদ।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮

ককচক বলেছেন: আশাকরি ব্লগ কর্তৃপক্ষ আপনার অনুরোধ বিবেচনা করবেন।

হ্যাপী ব্লগিং

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫২

কিশোর মাইনু বলেছেন: ইনশাল্লাহ।
এই ভুলে দিয়ে দেয়া নিক নিয়ে খুব ই বিপদে আছি রে ভাই।

২| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগের শর্তাবলীতে নিক পরিবর্তন
করার কোন সুযোগ নাই বলে জানি।
দেখ্যন কর্তৃপক্ষ কি জিবাব দেন।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

কিশোর মাইনু বলেছেন: সারাজীবন এই নিক নিয়ে ব্লগিং করতে হবে??? :((

৩| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

[email protected] বলেছেন: কর্তৃপক্ষ ক?

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

কিশোর মাইনু বলেছেন: :| #:-S B:-)

৪| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: সাতক্ষীরা এলাকায় কমন একটা নাম ছিলো নুনু! চিন্তা করেন, কেউ এই নাম নিয়েই জীবন পার করে দেয়!

আপনার সমস্যা সমাধান হোক!

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

কিশোর মাইনু বলেছেন: দুনিয়াতে এত নাম থাকতে আপনি আর কোন নাম পেলেন না ভাই উদাহারণ দেওয়ার জন্য?! :-<

৫| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো এটি পরিবর্তন যোগ্য নয়।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৭

কিশোর মাইনু বলেছেন: জানিনা ভাই। খালি একটু দোয়া করেন যাতে পরিবর্তনযোগ্য হয়। নইলে পুরা ব্লগজীবন এই নাম দিয়ে চালাতে হবে।

৬| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

নিমো বলেছেন: প্রথম কথা হল এটা যদি এতই খারাপ, তবে ব্লগ কর্তৃপক্ষ এই নিকে রেজিস্ট্রেশন করতে দিল কেন ? ব্লগ নীতিমালার সাথে সাংঘর্ষিক নিকে রেজিস্ট্রেশন হয় কিভাবে ?

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৫

কিশোর মাইনু বলেছেন: কারণ আমার বানান অনুযায়ি এর অর্থ খারাপ না।

৭| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪২

নিমো বলেছেন: বানানতো বলছে এটা একটা পাখির নাম

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৪

কিশোর মাইনু বলেছেন: বেশ কয়েক মাস আগে জানতে পেরেছিলাম বানানের পার্থক্যটি সম্পর্কে। কিন্তু কয়জন জানে এটা আমার সন্দেহ আছে।

৮| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

আরইউ বলেছেন:



আমি যা বলতে চেয়েছিলাম তা নিমো বলে দিয়েছেন। কিছুদিন আগে আমার ব্লগে একজন ব্লগার আপনার নিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তখনই খেয়াল কেরেছিলাম। প্রথমে অবশ্য “এ“ আর “ইউ” র পার্থক্যটা চোখে পরেনি পরে দেখেছি।
বাস্টার্ড পাখির নামকরণ সম্পর্কে জানতে এই বইয়ের লিংকটা দেখুনঃ Click This Link

১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

কিশোর মাইনু বলেছেন: আপনার ব্লগে সেই দৃষ্টি আকর্ষণ-ই আমাকে বাধ্য করল আজকেই এই পোষ্ট-টি দেওয়ার জন্য। আমার পক্ষে জনে জনে গিয়ে বানানের পার্থক্য বোঝানো সম্ভব না ভাইজান। আর সত্যি বললে আমি বাস্টার্ডের কোন অর্থ-ই জানতাম না তখন। এই বানান কেন ব্যাবহার করেছিলাম। সেটা ও জানিনা। যেই কারণের হোক আমি আপত্তিকর শব্দটি থেকে বেচে গিয়ে ও বাচতে পারি নি। আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন জায়গায় আসল সমস্যা হচ্ছে।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কপি পোস্ট সম্পর্কে আপনার উল্লেখ করা পূর্বের পোস্টে মন্তব্য করেছিলাম।

তথ্য নিয়ে তথ্যসূত্র উল্লেখ করে নিজের মতো করে লিখলে কারো আপত্তি থাকবেনা।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৩

কিশোর মাইনু বলেছেন: ভাই এইখানে তো ওই ব্যাপারে কিছু লিখিনি আমি!!! #:-S
না পরেই মন্তব্য করে দিলেন নাকি? :D

১০| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: লগইন না করে, আপনার পোস্ট পড়েছিলাম। আপনি সম্ভবত সেটা মুছে ফেলেছেন। আমি ভেবেছি, সেই পোস্ট।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৭

কিশোর মাইনু বলেছেন: ভাই মনে হয় কমেন্ট পড়েছিলেন। পোস্ট না। কারণ আমি তো সেই কাহিনীকে উল্লেখ করে কোন পোষ্ট দিয়েছি বলে মনে করতে পারছিনা। আর যেই পোষ্টটি Delete করেছি সেটা তো আমার লেখা একটি কবিতা, যেই কবিতটি আবার পরাধীন মনের স্বাধীন চিন্তাধারার মধ্যে দিয়ে দিয়েছি।
ভাই... :D B-)

১১| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি নিকটা খেয়াল করেছি এবং এমনটাই ধারণা করেছিলেন। দেখা যাক এটা পরিবর্তনযোগ্য কিনা। না হলে নাই।
আপনি অনেক গুছিয়ে লেখেন। শুভকামনা রইল।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:২১

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ব্রাদার। দোয়া করবেন।
শুভকামনা রইল।

১২| ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কেমন আছেন ? আপনার নিক নিয়ে যাতনা শেষ হয়েছে। :)

Inglourious Basterds মুভিটা দেখেছেন নিশ্চয়ই?
আপনি রিভিউ লেখেন , পড়েছি। আমি পারিনা।

০৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৬

কিশোর মাইনু বলেছেন: কেয়ার করা ছেড়ে দিয়েছি। যার যেটা ইচ্ছা মনে করার করুক।

watchlist এ আছে। দেখা হয় নি এখনো। দেখে কি রিভিউ দিব নাকি???

ধন্যবাদ পড়ার জন্য। আমি মুভি-সিরিজ খোর ভাই। তাই মাঝে মধ্যে রিভিউ দেওয়ার চেষ্টা করি আর কি

১৩| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:১৬

হাসান মাহবুব বলেছেন: এটা চেঞ্জ করা সম্ভব নহে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.