নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
১/ মেঘলা আকাশ,
সেই ঘন মেঘের ফাক দিয়ে উকি মারা এক চিলতে রোদ।
দক্ষিণা বাতাস,
তাতে উড়ন্ত আমার ৫/৬ মাসের না কাটা চুল।
সামনে নীল জলরাশি,
পিছনে পাথরের স্তুপ,
তার মাঝে আমি বসে একা।
হাতে আছে গিটার,যদি ও তুলতে পারি না তাতে সুরের ঝংকার।
কার কী আসে যায়,
কেও যদি দুনিয়া থেকে নাই হয়ে যায়।
২/ মাঝে মাঝে মনে হয় আমি বোধ হয় আমার জলপরীকে খুজে পেয়েছি। মাঝে মাঝে আবার মনে হয় পাইনাই। কিন্তু মনকে মানাতে তো পারিনা। প্রোপোজ করতে ও ভয় লাগে,যদি প্রত্যাখ্যাত হয়।
"স্বর্গ থেকে আসে প্রেম,
স্বর্গে যায় চলে"
তাই এই স্বর্গীয় ব্যাপারটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার দুঃসাহসটাও আমার থেকে নেই।
তাহলে? আমার জলপরী কী অধরাই রয়ে যাবে?
কিন্তু তা তো হতে দেওয়া যায় না। তাই, শেষমেশ সাহস করেই ফেললাম।
১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:১২
কিশোর মাইনু বলেছেন: ১/ দুঃখের ব্যাপার, আপনার সাথে চাইলে ও ঠিক আপত্তি করতে পারছিনা। কিন্তু এর মধ্যে ও আশার কথা হল যারা রাখার তারা ঠিক ই রাখছে।
২/ বুঝতে পারছি না। মনে হচ্ছে আরও অনেক কাট-খড় পোড়াতে হবে।
২| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাজ ও প্রেমের পিছনে ধৈর্য ধরে লেগে থাকলে ভালো ফলাফল পাওয়া যায়। (অবশ্য কোনোপ্রকার বিরক্ত করা যাবে না।)
১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৮
কিশোর মাইনু বলেছেন: বুকে আসেন ভাই।
৩| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ২:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আসেন....
৪| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রেম প্রেম ভাব।
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৬
কিশোর মাইনু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩২
জুনায়েদ বি রাহমান বলেছেন: মানুষ দিনদিন আত্মকেন্দ্রীক হয়ে উঠছে....
কেউ কারো খাবার রাখছেনা।
২। সাহসের ফলাফল?