![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হয়তো কম বেশি সবাই বাংলা সিনেমা দেখি,
সিনেমার কোন এক সময় ভিলেন বা খল-নায়ক নায়িকাকে একা পেয়ে বা অপহরণ করে
নায়িকাকে ধর্ষন করতে এগিয়ে যায়, তখন নায়িকা অর্ধনগ্ন অবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময়
নায়কের সাথে ধাক্কা খায়।
তার পরে নায়ক আর খল নায়ক ২-৪ মিনিট ঢিসুম ঢুসুম করার পরে খল-নায়ক হেরে যায়।
আর নায়ক নায়িকার কাছে হিরো হয়ে যায়।
আর তার পরে শুরু হয় ভালবেশে ধর্ষণ।
আর কিছু দর্শক পর্দার সামানে হাত তালি দিয়ে উপভোগ করে।
ঠিক সিনেমার মত আমাদের বাস্তব জিবনের অবস্থা,
এক দল জোর করে ক্ষমতায় বসে দেশকে ধর্ষণ করে,
আর আরেক দল ভালবেসে ধর্ষন করে,
বেচারা দেশ নায়িকার মত চিরকাল ই ধর্ষিত।
আর আমরা জনগণ দর্শকের মত চিরকাল উপভোগ করে যাই।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
Call to muslim বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
সাফকাত আজিজ বলেছেন: কেউ বলেছিল, যদি ধর্ষনকে রোধ করতে না পর তবে উপভোগ কর".......
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
তাসজিদ বলেছেন: When the rape in inevitable, it is better to enjoy.
আমরা সবাই ওই থিওরি তে অভ্যস্ত হয়ে গেছি।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
Call to muslim বলেছেন: এই থিওরি থেকে আমরা যত দিন বেরিয়ে না আসতে পারছি,
তত দিন আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব না।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
আমি মিন্টু বলেছেন: দারুন দারুন সাব্বাস খুব সুন্দর করে গুছিয়ে লেখছেন ।