![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Calltomuslim/Calltomuslim-1452866101-5f6e48f_xlarge.jpg
এক লোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ৩০মিনিট পর। এর মাঝখানে সে
ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলো।
.
ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়লো রুমের লাইট টি নষ্ট। তাই সে একটিস
এনার্জি বালব কিনে লাগালো। তার পর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার
জাল। তাই সে এক একটি ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো
রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুম ঝারু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার
চেয়ারগুলো বেশি একটা আনন্দদায়ক নয়।তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো।
এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো। এখন সে অনেক
ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মুহুর্তে হটাৎ করেই
ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে
বসে তার গন্তব্য স্থানে চলে গেল।
.
আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে
নেই।।
কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে?
.
.
.
এই লোকটি আর কেও নয় আপনি- আমি!!!!!!
অবাক হলেও এটাই সত্য।।আমরাও দুনিয়াতে এসেছি ৩০মিনিটের চেয়ে কম সময়ের
জন্য।
.
১ম ট্রেন আমাদের জন্ম,২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য জান্নাত অথবা
জাহান্নাম ।আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।। যেখানে আমরা মাত্র কয়েকটা
মিনিট থাকবো।।অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা
ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো
দুনিয়ার সবকিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।আমরা এই ওয়েয়টিং
রুম সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো??
একবার কি আমাদের ভাবা উচিত নয়,কি করছি এই ওয়েটিং রুমে~~??
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
Call to muslim বলেছেন: শিক্ষা বেড়েছেই ঠিকই কিন্তু শিক্ষার মান বাড়েনি।
তাই এই প্রাথমিক বিদ্যালয়র গল্পটিও কেউ মুল্যায়ন করতে পারে না।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
এর থেকে ভালো গল্পের দরকার; মানুষ এখন অনেক শিক্ষিত; এ গুলো ৫ম শ্রেণী অবধি চলবে।