নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ির পেছনে থাকা এই গাড়িকে ধাক্কা দেয় ট্রাক। এ ঘটনায় কেউ আহত হননি । ছবি: প্রথম আলো
আপডেট জানেন?
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
কপাল
খারাপ !
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১৩
কামাল১৮ বলেছেন: ঘরে থাকাই নিরাপদ।বের হলে একদিন না একদিন বাটে পড়ে যাবে।অনেক মৃত্যুর কারণ তারা।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১৫
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এই ছাগলগুলি গাড়ি পেল কোথায়??
৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
মেহবুবা বলেছেন: আল্লাহ্ উত্তম হেফাজতকারী।
৭| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭
কাঁউটাল বলেছেন: @নান্দাইলের ইউনুছ, "এই ছাগলগুলিরে পরেরবার নিশ্চয়ই আপনেরা মাইরা ফেলবেন। এই যাত্রায় বেঁচে গেছে বলে আপনারা বলতেছেন যে কপাল খারাপ।" তার মানে আপনাদের কপাল খারাপ। হে হে.......আসলে শকুনের দোয়ায় গরু-ছাগল মরে না। তবে এইখানে আপনেরার জইন্য আমার একটা কুশ্চেন। মনে করেন আপনেরার শকুন বাহিনীর দোয়ায় দুই একটা ছাগল মরল। পরেরবার এই ছাগলের বদলে বাঘ অথবা কুমির অথবা এরচেয়েও খারাপ কিছু আসবে না - এইটা কিভাবে এত নিশ্চিত হইলেন?
৮| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২
শেরজা তপন বলেছেন: ট্রিপিক্যাল র এর স্টাইল ট্রাক দিয়ে ট্রাক দিয়ে তাদের ৭০ গাড়িকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা। এবার মনে হচ্ছে শুধু সিগন্যাল দিয়ে গেল। যেকোনো হাইওয়েতে ওদের খুব সাবধানে চলতে হবে- এভাবে বহু হত্যা হয়েছে।
৯| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬
ডার্ক ম্যান বলেছেন: শেরজা তপন বলেছেন: ট্রিপিক্যাল র এর স্টাইল ট্রাক দিয়ে ট্রাক দিয়ে তাদের ৭০ গাড়িকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা। এবার মনে হচ্ছে শুধু সিগন্যাল দিয়ে গেল। যেকোনো হাইওয়েতে ওদের খুব সাবধানে চলতে হবে- এভাবে বহু হত্যা হয়েছে।
শেরজা তপন ভাই মনে হচ্ছে "র" স্পেশালিস্ট।
১০| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৩
শেরজা তপন বলেছেন: আগের মন্তব্যে অনিচ্ছাকৃত অনেকগুলো ভুল হয়েছে। র য়ের কার্যকলাপ নিয়ে অনেক আর্টিকেল পড়েছে আমি এবং এসব নিয়ে অনেকের সত্য বর্ণনাও আছে। বাংলাদেশে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে এমন। তাদের আরেকটা হত্যার স্টাইল হচ্ছে ছাদ থেকে ফেলে দেয়া।
আজকেও হাসনাতের গাড়িতে ঠিক একই ভাবে ট্রাক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
১১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
মেহবুবা বলেছেন: আজ আবার হাসনাতের গাড়ীতে পিক আপের ধাক্কা, টিভিতে দেখলাম। কি যে হচ্ছে!
১২| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: এটা জাস্ট একটা দূর্ঘটনা। নাথিং সিরিয়াস।
১৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ছবিতে যা দেখলাম, গাড়ির বাম পাশে ধাক্কা লেগেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্ট্রগামগামী ট্রাক নিজের লেন বদলে সামনেই থাকা পাজেরো কে সাইড দিয়ে পিছনের কার এর বাম পাশে ধাক্কা দিলো ! হিসেবে মেলে না । এটা শুধু কার নিজেই যদি উষ্টা খায় তবে হতে পারে।
১৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১১
আদিত্য ০১ বলেছেন: এরা এই ১০০ দিনে পাজেরো গাড়ি পাইয়া গেছে, ১ বছর পর মনে মার্জিডিজ বা অডি নিয়ে ঘুরবে, নাহ আসলে এই দেশে ছাত্র নেতা বা যেই নেতাই হওয়া যায় কোটি টাকা হাতের মুঠোয়
১৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এক মাঘে শীত যায় না।
সামনে আরো মাঘ মাস আসবে ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: হাসনাত- সারজিস এই গাড়িতে ছিলো না। ট্রাক পলাতক আওয়ামী লীগ নেতার বলে সংবাদ মাধ্যম দাবী করছে।