![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিন্ধু যদি হিন্দু হয়ে যেতে পারে, সরস্বতী যে এক সময় স্বরসতী ছিলনা তা কে বলবে! বিদ্যাসাগর নিজে বলেছেন বাংলা ব্যাকরণ লিখতে উনার ৬০০ ব্লক দরকার, যা উনি পান নি। আর সুনিতি কুমার তো ব্রিটিশ দের ব্যাকরণ দেখে বাংলা ব্যাকরণ লিখেছেন। উনি নিজে তা স্বিকার করেছেন। আর এর পরবর্তীরাতো ব্রক্ষ্ম বর্ন ৯ ( লী) বাদ দিয়ে দিলো। তাদেরকে কি আনুসরন করব? বাংলাকে জানতে হলে বাংলার হাজার বছরের যে কৃত্য গুলোর চর্চা হয় তার সাথে চন্দ্রনাথ এর চন্দ্রবিন্দু নিয়ে যে উপকথা তার যোগ সৃষ্টি করে জানতে হবে, বাংলাদেশের দক্ষিন বংগে পাট নাচ নামে একটা কৃত্য হয়, সেখানে পাট বা আসন জাগানোর সময় বলে বাক দেবী স্বর সতী কন্ঠে এসে কর স্থিতি.....
Lord Macaulay's discloser
"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation." - Lord Macaulay
http://m.somewhereinblog.net/mobile/blog/ramit/29960035
http://veda.wikidot.com/article:decolonizing-the-indian-mind
শ্রদ্ধেয় ব্যোম নাথ, আমার গুরু, যার কাছ থেকে আমি প্রভাতের দিকে তাকানো শিখেছি, জেনেছি গুরু মানে যাকে গুরুত্ব দেয়া হচ্ছে, তিনি আমাকে স্বরূপে দেখার জন্য আপনাকে এবং তোমাকে বলছে, "সিন্ধু যদি হিন্দু হয়ে যেতে পারে, সরস্বতী যে এক সময় স্বরসতী ছিলনা তা কে বলবে! বিদ্যাসাগর নিজে বলেছেন বাংলা ব্যাকরণ লিখতে উনার ৬০০ ব্লক দরকার, যা উনি পান নি। আর সুনীতি কুমার তো ব্রিটিশ দের ব্যাকরণ দেখে বাংলা ব্যাকরণ লিখেছেন। উনি নিজে তা স্বিকার করেছেন। আর এর পরবর্তীরাতো ব্রহ্ম বর্ন ৯ ( লী) বাদ দিয়ে দিলো। তাদেরকে কি অনুসরণ করব? বাংলাকে জানতে হলে বাংলার হাজার বছরের যে কৃত্য গুলোর চর্চা হয়, তার সাথে চন্দ্রনাথ এর চন্দ্রবিন্দু নিয়ে যে উপকথা, তার যোগ সৃষ্টি করে জানতে হবে। বাংলাদেশের দক্ষিন বঙ্গে পাট নাচ নামে একটা কৃত্য হয়, সেখানে পাট বা আসন জাগানোর সময় বলে, "বাক দেবী স্বর সতী কন্ঠে এসে কর স্থিতি....." সেই দিক থেকে চিন্তা করলে নিষাদের স্বরসতী বানানটা এক ধরনের মাত্রা তৈরি করে। এটা ভুল না এটা নিত্যানন্দ। । যারা এই বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করছেন তাদের কাছে আমার প্রাথমিক কিছু প্রশ্ন, শব্দ তৈরি করার আগে বর্ণ জ্ঞান জানা জরুরী, আপনারা কি জানেন অ বর্ণ লিখতে কেন প্রথমে ৩ লিখতে হয়, ৯ (লী) বর্ণ দেখতে কেন ৯ এর মত কিংবা ত বর্ণে কেন ৩ এর উপর মাত্রা দিতে হয়? নিষাদ এবং তার মত যারা বাংলা নিয়ে কাজ বাংলাদেশে করছেন তাদেরকে, অনেক অত্যাচারের স্বীকার হতে হচ্ছে। তিরটা তাদের দিকে না মেরে, আরবী ওয়ালা, হিন্দি ওয়ালা, ইংরেজি ওয়ালাদের দিকে ছুড়ে দেন তাতে বাঙালী শক্তিশালী হবে। আর যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ [email protected] এ ত্রিশূল এর জন্য কাজ পাঠান। ত্রিশূল কোন ব্যবসায়িক প্রতিস্ঠান না, এটা বাংলার জন্য লড়াই করার একটা কল্পতরু, এখানে কোন ব্যাক্তি বাদের চর্চা হয় না। তাই ত্রিশূল এর কাজে ব্যাক্তির কোন নাম নেই। Click This Link
একটা মুসোলিম দেশে বসে নিষাদের মত মানুষরা আর কি করতে পারে বলেন? এবং নিষাদ কে বলছি, ত্রিসরণ একটি হচ্ছে সংঘ, সংঘ থেকে হয় সঙ্গ। তোমাকে আঘাত করে এমন সঙ্গ ত্যাগ কর, আমরা বার বার এত নিচে নেমে এসে কথা বলতে পারব না। নিচে নেমে আসলে কর্মের ক্ষতি হয়। তখন তোমাকে আমাদের ত্যাগ করতে হবে।"
©somewhere in net ltd.