নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১.
-----------
যতোই তুমি ভাব ধরো
কি আসে যায় তাতে;
তোমার আমার চোখাচোখি
হবে রোজই সাজে-প্রাতে *_*
২.
--------
ভাবের মধ্যে পড়ে
কি যে তোমার লাভ;
সময় কিন্তু লাপরোয়া করে না
তোমার ধরা ভাব
৩.
----------
কবিতায় নিবেদন প্রেম
মন মাঝি চায় যে....
ছন্দে ছন্দে ভালোবাসা....
ঠিকিয়ে রাখা দায় যে
৪.
----------
কবিতায় জানালাম
ভালবাসি তোরে.....
বাঁধা যতই আসুক না কেনো"
যাইস না আমায় ছেড়ে... tongue।
৫.
---------
আমায় তুমি সর্বদাই
ভাব কেনো এত তুচ্ছ?
মুখের কথায় হাস্নাহেনা,
দিব একশ দুই গুচ্ছ।
৬.
-----------
একা একা যেয়ো না
চারপাশ অন্ধকার নিস্তব্ধ, হোঁচট খাবে!
হাত হাতটি রেখে....
বিশ্বাসে ভালোবাসায় সংগে কি আমার যাবে??
৭.
----------
দেখো দেখো আমার চোখে
জ্বলছে নীল নীল দীপ...
নীল আলোয় দেখছ কি গো....
পড়িয়েছ যে কপালে নীল টিপ ।
==================
৮.
-----------
তৃষ্ণার্থ দুর্বা'র তৃষ্ণা মেটায় এক ফোঁটা শিশির
নীল চাঁদোয়ার আলোয় জীবন আসে নিকষ কালো নিশির ।
৯.
---------
অবহেলার মর্ম যদি তুমি শুধু জানতে
মনের কষ্ট বুঝতে কেমন!
বুঝবে ঠিকই জীবনের শেষ প্রান্তে
একদিন চলে যাবে যখন!
১০.
মনের আকাশে মেঘ জমেছে
এখন সময় কাটে বিষন্নতায়;
ঝলমলে রোদ্দুর এসে
কখন আলো দিবে শূণ্যতায় ?
==================
ইমেজ নেট কালেকটেড......
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অনেকদিন আসি না ...........
ধন্যবাদ ফারুক ভাই.....
২| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
ৈতয়ব খান বলেছেন: ১।
ইশশিরে কী সুন্দর ছড়া
মনে হয় ইফতারিতে ডাইলের বড়া
২।
ভাবের কতা কি কও কইন্যা
ভাবটাইতো মূল
নইলে কি আর পাইড়া আনি
কাটা গাছের কুল?
৩। ছন্দে যুদি না টিকে প্রেম
গদ্য হবে জানিও
থুক্কু দিলাম; ছন্দ নয় আর
হবে টানাটানিও।
৪।
কবিতায় বললেই কী আর হয় গো ভালোবাসা
তোমার বাপের পয়সা আগে দেখন পকেট খাসা।
৫। তুচ্ছকেই তো তুচ্ছ ভাবে সবাই
অকারণে পুচ্ছ নাচাও জগাই।
৬। একা একা বেশ আছি দোস্ত
অন্ধকারে একলা থাকাই ভালো
তোমার হাতে ধরা মানেই গোশত
নরমাংস খাবার মতো হলো।
বাকিগুলার উত্তর কাইলকা দিমু। আইজকা আর মোড নাই।
৩| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হি হিহিহি হাসতে হাসতে শেষ
উত্তর গুলা খুবই সুন্দর হইছে.........'
আন্তরিক ধন্যবাদ;
৪| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
তীর্থক বলেছেন: কবিতা মোটামুটি। আরও বেশি বেশি লিখতে হবে!
@ৈতয়ব খান : বেশ ভালো :-)
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: িজ মতামেতর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লাগলো।
+++++
অনেক দিন আপনার লেখা দেখি না।