নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ছড়া (প্রসঙ্গ-পান).....

২০ শে মে, ২০১৪ সকাল ১১:০৭

(ফেইসবুকে ছড়াটি পোষ্ট করেছিলাম । ছড়ার উত্তর ছড়ায় ছড়ায় আসছে…

————————————————————————

পান সুপারি খেতে দেখলে

গায়ে লাগে জ্বালা

মানা করলে কেউ না শুনে

মুখে লাগে তালা।



মুখ ভরে পান খায় কেউ

সাথে জর্দা চুন

ক্ষুদা তেষ্টায়ও পান খাওয়া

এই তাদের গুন।



যেথায় সেথায় ছুঁড়ে মারে

মুখ ভর্তি পিক

রাস্তা দেয়াল ঘরের কোণে

নাই ঠিক বেঠিক।



পান খাওয়া বন্ধ কর আজই

ও ভাই বোন মা চাচি

পান খাওয়া ভাল নয় কো

পান না খেয়েও বাঁচি ।





Rashid Jamil ভাই লিখেছেন,

জর্দা দেয়া পান-সুপারী

থাকলে সাথে চুন

সেটাই হল ভাল খাবার

ভাল লোকের গুণ।



পান খাওয়া বন্ধ করে

এমন সাহস কার?

ও বিধুদা কোথায় গেলেন

দেখছেন্নি কারবার?



“আমি লিখছিলাম

চুনের সাথে জর্দা খাওয়া

সেতো মোটেও ভাল নয়

বুঝতে পারবেন ভাইজান

তিলে তিলে হলে ক্ষয় ।



পান খাওয়া বন্ধ করেন

বলে দিলাম আবার

পানের বদলে খান না ভাই

অন্য কোন খাবার ।”



Bidhubhushan Bhattacharjee লিখেছেন



পান হলো সৃষ্টির

সব সেরা দান

বাঁচা মরা এক কথা

যাঁরা তা না খান।

না জানিয়া গুন যারা

বাদমান গায়

ইহকালে পরকালে

করে হায় হায়।

পান খেয়ে রাস্তায়

ফেলে যদি পিক

কেউ কেউ অযথাই

করে ধিক ধিক।

চুইং চাইং তারা

কত গাম খায়

চুষিয়া রাবার শেষে

ফেলে রাস্তায়।

সে রাবার গলে বিঁধে

কত পাখি হায়

নিদারুণ কষ্টেতে

শেষে মারা যায়।



Rashid Jamil ভাই লিখেছেন



পানটা যে এক রাজকীয়

জান্নাতী এক খানা

হতভাগা মানষগুলোর

থাকতো যদি জানা!



পানের জন্য রাখতো তারা

বাজি তাদের জান

সকাল-দুপুর-সন্ধ্যা তারা

খেয়েই যেত পান।



ইয়া আল্লাহ…….

আমি লিখছিলাম

“পানের এত গুনগান শুনে

ভরে গেল প্রাণ

কেনরে ভাই সহ্য হয় না

পান চিবানোর ঘ্রাণ ।



পান যদি হয় ভাই

সৃষ্টির সেরা দান

মানুষ তাইলে কি? শুধু

করলেন পানের জয়গান।



চুইংগামে ভয় নাই

পানের পিকে ভয়

পিক দেখলে যে ভাই

রক্ত মনে হয়”



অনেক মজা তাইনা !!



বিদ্র: একটি বিজ্ঞাপন

দয়া করে একটু দেখবেন সময় থাকলে

একটি বিজ্ঞাপন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ ভোর ৬:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য নাই :-(

২| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০

লিরিকস বলেছেন: মন্তব্য আছে, আমি দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.