নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মাউসে আঁকা ছবি (পেইন্ট, ফটোশপ, ড্র প্লাস).....

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৭

১। ছবিটির মেয়েটিকে শুধু এমএস পেইন্টে লাইনগুলো এঁকেছি । আর বাকি সব কাজ ফটোশপে করেছি। শাড়ীটা সুন্দর এঁকেছি না? হুম





২। happiness comes from you........ফটোশপে আঁকা





৩।ড্র প্লাসে ...... আঁকা





৪। ফড়িং.......(সহজ একটি এমএস পেইন্ট) ইডিট পিকাসা





৫। পেইন্ট ফটোশপে আঁকা ছবি





৬। পেইন্ট ফটোশপে আঁকা ছবিটি.....

মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার এঁকেছেনতো.... আমারে শিখাবেন ?

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার অফিসে আসেন একদিন হাতে কলমে শিখিয়ে দিব । থ্যাংকু

২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই সুন্দর এঁকেছেন।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক :)

৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:০২

তারাবেষ্ট বলেছেন: ....hey Lady , to much good teaching!

For কাজী ফাতেমা:

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । আপনাকেও ফুলেল শুভেচ্ছা ।

৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:২৮

কোবিদ বলেছেন:
চমৎকার একেছেন,
থ্যাংকু

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) ধন্যবাদ অনেক অনেক :)

৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আপনি তো দেখা যায় জিনিয়াস

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে না তেমন কিছু না । এসব সবাই আকতে পারে ।
থ্যাঙকস...

৬| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৫

সময়ের ডানায় বলেছেন: অসাধারন হয়েছে।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ;

৭| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৫২

আমি গাঙচিল বলেছেন: প্রথম ছবির মেয়েটার প্রেমে পড়ে গেলুম B-) :) :D

অসাধারন হয়েছে।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহ....... এমন যদি হতো মেয়েটা আপনার বাড়ি চলে আসতো । ধন্যবাদ

৮| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৫২

আমি গাঙচিল বলেছেন: প্রথম ছবির মেয়েটার প্রেমে পড়ে গেলুম B-) :) :D

অসাধারন হয়েছে।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়ে যান :)

৯| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:১৬

সুমন কর বলেছেন: চমৎকার এঁকেছেন। আমাদেরকে একটু শিখিয়ে দিয়েন।

মনে হচ্ছে, ৬নং ছবিটার মানুষ আপনার পরিচিত? :P

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৬ নং ছবিটা এমনিতে একেছিলাম । কিন্তু চেহারা কেমন জানি পরিচিত পরিচিত হয়ে গেছেগা । কিন্তু আমি ওনাকে চিনি না :)
ধন্যবাদ

১০| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৯

সুমন জেবা বলেছেন: সাধারন তো নয়ই ..ছবির আইডিয়া গুলোও দারুন .। আকিঁয়ের প্রেমে পড়ে গেলাম যে .+++++

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস....... সুন্দর মন্তব্যের জন্য ১০২ দুইটা পিংক গোলাপ শুভেচ্ছা

১১| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০৫

টেকনিসিয়ান বলেছেন: ৯৩ সনে যখন কম্পুটারে এম. এস. পেইন্ট এর পরিচয় হয় তখন প্রথম এঁকেছিলাম বাংলাদেশের মানচিত্র। এখন আমার ছেলেও আঁকে... :P


আপনার ৪নং ছবির ফড়িংটাকে শুধু স্ক্রল করে বার বার দেখতেছি........... :)

ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আঁকি আমার দুইছেলেও আঁকে । ছোটটা দারুন আঁকে কারণ ওর ধৈর্য্য আছে । এসবে আসলে ধৈর্য্য লাগে ।

ধন্যবাদ আপনাকে

১২| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভাল লাগলো ! ++

ভাল থাকুন ।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন আপনিও ভাল থাকুন শুভ কামনা

১৩| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: যারা আঁকতে পারে তাদের দেখে আমার অবাক লাগে। সবসময়ই অবাক লাগে। আঁকতে পারি না যে তাই।

ভাল লেগেছে।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ।

১৪| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার ।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) :) :)

১৫| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:০০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যে পারে সে যেকোন কিছুতেই পারে, তারই উদাহরণ। ++++

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস রুবেল ভাই

১৬| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:১৭

ইভেন বলেছেন: সত্যিই সুন্দর....

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) থ্যাংকু :)

১৭| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হইছে! ভালো লাগল।

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

১৮| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৪২

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক। এইবার এই আকাআকির ওপর ব্লগে একটা টিউটোরিয়াল লিখে ফেলেন। আমরাও কিছু শিখে নেই :)

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেষ্টা করবো । থ্যাংকস

১৯| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:১০

আপেক্ষিক বলেছেন: ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে ছবিগুলা। ছোট্ট বাবুটা অনেক সুন্দর। :)

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) শুকরিয়া :) অনেক অনেক ভাল থাকুন

২০| ২৮ শে মে, ২০১৪ রাত ১:১৫

ইলি বিডি বলেছেন: আমার কিন্তু সব পছন্দ হইচে, নিতে পারিকি আপু।

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম নিতে পারেন ধন্যবাদ

২১| ২৮ শে মে, ২০১৪ রাত ২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।

২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ.......

২২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮

গ্রাসহোপার বলেছেন: অনেক সুন্দর হয়েছে ... :(( :| :|
আমি পারি না কেন আঁকতে :((

২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেষ্টা করলেই পারবেন । ধন্যবাদ

২৩| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

আহসানের ব্লগ বলেছেন: অবাক হয়ে গেলাম ।
ওয়াও । :O

২৪| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,




ঘর সংসার আর অফিস সামলেও যিনি ছবি আঁকার মতো নান্দনিক কাজেও নিজেকে জড়াতে পারেন তাকে বাহবা দিতেই হয় ।

ফটোশপ মিলিয়ে মাউস টেনে টেনে এঁকেছেন । "দারুন সুন্দর" এমোন মন রাখা কথা বলবোনা । এতে আপনার সহজাত ক্রিয়েটিভিটিকে থামিয়ে দেয়া হবে ।

ফটোশপে নিয়ে এডিট না করে আমার মনে হয় সরাসরি পেইন্ট শপে আঁকা হলে আরো খোলতাই হতো । যদিও মাউস টেনে টেনে পেইন্ট শপে আঁকা বেশ ঝকমারী । মাউসকে ঠিক করে ধরে কাঙ্খিত টানটি দেয়া বেশীর ভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না । তবুও এটা মন্দের ভালো । ইলাষ্ট্রেটর ও ব্যবহার করতে পারেন ।

ড্র প্লাসে ...... আঁকা ৩ নং ছবিটি সুন্দর ।

আমি ও ছবি আঁকার খানিকটা কসরত করি । ভালো যে , তা নয় । শখের বশে বা একান্ত ভালোলাগা থেকে আঁকার চেষ্টা করা বলতে পারেন । সে রকম একটা প্রচেষ্টার কথা এই ব্লগে আছে আমার । প্রাসঙ্গিক বলে এখানে লিংক দিলুম , দেখতে পারেন -

ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকা শিখুন ।।http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29384878

Click This Link


ভালো থাকুন আর শুভেচ্ছান্তে ।

২৫| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৫২

জালিস মাহমুদ বলেছেন: আপনার ১ নম্বর ছবিটা আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড এ শোভা পাচ্ছে । শুভকামনা আপনার জন্য ।

২৬| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

আপনিতো বেশ ভালো আকেঁন...আমি এসব কিছুই পারি না :|

২৭| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৮

অ্যামফিবিয়্যাস বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.