নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ছবিগুলো...... গত আগষ্টে পুনে, ইন্ডিয়ার এনআইবিএম ট্রেনিং ইন্সটিউট থেকে তোলা । ওখানে আট দিনের জন্য গিয়েছিলাম । সেখানকার আবহাওয়া এত সুন্দর যে কেউ না গেলে বুঝবে না । ১০ অথবা ১৫ মিনিট পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি হয় । গরম লাগে না । এত দৌড়াদৌড়ির পরও ক্লান্ত হয়নি কখনো । প্রতিটি সকাল কেটেছে আমার এসব ছবি তুলে । অনেক ছবি তুলেছি । আস্তে আস্তে পোষ্ট করবো । ভোরে একা একা চষে বেড়িয়েছি পুরো ইন্সটিউট ।
ক্যামেরা ছিল সনি সাইবার সট ডব্লিউ ৫৭০
ইডিট করেছি পিকাসা আর ফটোশপে ।
১। লাল টুকটুকে ফুলের নাম জানি না তবে সুন্দর অনেক
২। লাল টুকটুকে ফুলের নাম জানি না তবে সুন্দর অনেক
৩। ভোগেনবিলিয়া নাকি ঠিক জানি না….
৪। ঘাস ফুল প্রজাতি বোধয়
৫। হলুদ খয়েরী গাদা
৬।হলুদ খয়েরী গাদা
৭।হলুদ খয়েরী গাদা
৮।হলুদ খয়েরী গাদা
৯।হলুদ খয়েরী গাদা
১০। হলুদ খয়েরী গাদা
১১। নামটা মনে থাকে না কি করবো । বৃষ্টি ভেজা ফুল দেখতে বেশ লাগে ।
১২।নামটা মনে থাকে না কি করবো । বৃষ্টি ভেজা ফুল দেখতে বেশ লাগে ।
১৩। নামটা মনে থাকে না কি করবো । বৃষ্টি ভেজা ফুল দেখতে বেশ লাগে ।
১৪। নামটা মনে থাকে না কি করবো । বৃষ্টি ভেজা ফুল দেখতে বেশ লাগে ।
১৫। লাল গোলাপ । একটি ছোট গাছে কতটি গোলাপ ফুটছে মাশাল্লাহ কি সুন্দর
১৬। গোলাপ
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৪
সুমন কর বলেছেন: ব্লগে নিয়মিত না হয়েও, আপনার অধিকাংশ ছবি পোস্ট নির্বাচিত হয়। মডুদের প্রশ্ন করাই উচিত !
আপনার পোস্ট নিয়ে নয়, আমি মডুদের নিয়ে বললাম।
ভুল বুঝবেন না।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিয়মিত তো আছিই । কিন্তু কি ব্যাপারে বললেন বুঝলাম না
যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৬
স্বপ্নছোঁয়া বলেছেন: ইসস!!! অসাধারণ!!
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৪
বনসাই বলেছেন: ৩ নং ফুলটিগ্লাডিওলাস , বোগেনভিলিয়া/ বাগানবিলাস নয়। ঢাকাতে বোগেনভিলিয়া দেখতে পাবেন বিজয় সরণীতে আর মিরপুর হারুন মোল্লা সড়কে।
বাকি ফুলের নাম আমার জানা নেই।
আপনার ছবিব্লগগুলো বেশ ভালো হচ্ছে।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যা এই নামটিই মনে আসতেছিলনা । থ্যাংকস ভাইয়া
৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭
আরজু পনি বলেছেন:
খুব সুন্দর হয়েছে ছবিগুলো । নির্বাচিত পাতায় বলেই সহজে চোখে পড়লো ।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে ।
ছবি দেখে মনে হচ্ছে ছবিগুলো আপনারই তোলা ...
তারপরও পোস্টের নিচে ছবির তথ্যে ছবিতোলক আর ক্যামেরার ধরণ বলে দিলে দর্শকদের আগ্রহ আরো মিটতো ।
সেইসাথে আপনার পোস্টের মানও বাড়বে বলেই আশা করি ।
আপনার কাছ থেকে এডিটিংয়ের টিপস পেতে অফিসে কা্ওকে দাওয়াত দিয়েছিলেন সম্ভবত...ইয়ে মানে আমাকেও দিতে পারেন আমি সাগ্রহে আসবো ।
শুভকামনা জানবেন ।।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আরজুপনি
জি ছবিগুলো আমারই তোলা
এখন থেকে ছবি তথ্য বলে দিব এবং এই পোষ্টটিই ইডিট করে দিচ্ছি ।
ইনশাল্লাহ একদিন অফিসে দাওয়াত রই ল ।
আন্তরিক ধন্যবাদ আাবারো
৬| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৪
আরজু পনি বলেছেন:
ম্যানুয়েলে কন্ট্রোল আনতে পারি না, আসলে ধৈর্য্যচ্যুতি ঘটে তাই অটোই ভরসা ।
ম্যানুয়েলে কন্ট্রোল আনার ব্যাপারে এখানে একটু টিপস দিলে খুবই ভালো হতো আমার জন্যে ।
ভালো থাকুন ছবির মতোই হাসিখুশি ।।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম যেটা করি সেটা হলো...... ছবি পিকাসাতে অন করি তারপর নিয়ে যাই ফটোশপে প্রথমেই শিফট কন্ট্রোল এল ক্লিক করি যদি ছবিটা অটো টোন হয়ে সুন্দর হয় তবে চেঞ্জ করি না আর যদি সুন্দর না হয় তখন অটো এইচডিআর এ ক্লিক করি । সুন্দর হলে রাখি নাইলে ...... ভাইব্রেন্চ এ ক্লিক করে কালারটা একটু কড়া করে নেই তারপর ভ্যারিয়েন্সে গিয়ে কালার ঠিক করি ব্যস মোটামুটি ইডিট হয়ে গেছে সেভ দিয়ে বের হয়ে আসি ।
থ্যাঙকস
৭| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোাস্ট।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৩
রাইসুল সাগর বলেছেন: চমৎকার ছবি। শুভকামনা নিরন্তর।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাইসুল ভাইয়া
৯| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮
হামিদ আহসান বলেছেন: সুন্দর ফুলেল পোস্ট। ফুল দেখে মন ভাল হয়ে যায়......................
২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাইয়া
১০| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩২
আমি ইহতিব বলেছেন: অনেক সুন্দর ফুলগুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
এডিটিং নিয়ে পোস্ট দেন আপু। আমার মত অনেকের উপকারে আসবে।
২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখি আপু দিতে পারি কি না । অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার একটি ছবি পোষ্ট।