নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বাঁচাও প্রভু সকল শ্বাপদে.........

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৯

ভোগ বিলাসে মত্ত মন
উদাসী কিসের তরে
প্রভু দিছে অঢেল ধন
কড়িতে পকেট ভরে।

জমাচ্ছি শুধু মিছে
প্রয়োজন অতিরিক্ত
ছুটছে মন সুখের পিছে
জীবনটা করে সিক্ত।

চেষ্টা কভু মন করে না
হায়! পূণ্যি পালনে
অল্প সুখে মন ভরে না
ব্যস্ত ন্যায়স্খলনে।

আযান শুনেও ঠাঁয় বসে
টিভির শব্দ বাড়ায়
বাঁধা দেয়রে শয়তান এসে
বিনোদে মন হারায়।

রাত্রি জেগে আসক্ত মন
টিভি, মুভি বইতে
কুরআন পড়ার নেই কোনো ক্ষণ
মন পারে না সইতে।

শুদ্ধ পথে চলতে গেলে
মন যে কেনো যায় চমকে?
বন্দি হতে সত্যের জেলে
মুহুর্ত দাঁড়ায় থমকে।

অন্ধকারে থাকার লাগি
ডাকটা আসবে যবে
জগৎ সংসারের সব ত্যাগী
যেতে হবে তবে ।

সওয়াল জওয়াব কেমনে দিবে
মন ভাবোতো একবার
মায়ার বাঁধন চিহ্ন হবে
পাশে নেই কেউ দেখবার।

দু:খ যখন আসে চারপাশে
মনটা আল্লাহ্ আল্লাহ্ করে
দু:খের অথৈ সাগরে ভাসে
মনে আল্লা'র নামটি ধরে।

আল্লাহ্ ছাড়া আর কি উপায় আছে!
দু:খ-কষ্ট বিপদ আপদে
তাই বুঝি মন সদা কৃপা যাচে
বাঁচাও প্রভু সকল শ্বাপদে।
(28 August 2014 at 23:00)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৩

আবু মুছা আল আজাদ বলেছেন: লেখাটা খুব সুন্দর তবে হতাশাবাদী

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কিছুটা হতাশা আছে বৈকি

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫

সরদার হারুন বলেছেন: লেখাটির তাল,মিল,লয়-ছন্দের প্রতি একটু খেয়াল রাখলে ভাল হতো ।

৩| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: অসাধারণ

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

ময়না বঙ্গাল বলেছেন: পরাশান্তি, পরমপ্রেম পরামুক্তি, পরমক্ষেম,
সেই অন্তরতম চিরসুন্দর প্রভু
চিত্ত সখা,
ধর্ম অর্থ কাম ভরণ
রাজা হৃদয়হরণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.