নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মায়ের মতো
আপন কেউ নে
এ ভুবনে তো।
মা ছাড়া মনে
ব্যথার পাহাড় বুঝে
কে ক্ষনে ক্ষণে।
মুখের মাঝে
দু:খের ছায়া এলে
কে আগে বুঝে?
মা-ই বুঝে যে
সন্তানের মুখ
কালোতে সাজে।
মনের কথা
মায়ের কাছে ব্যক্ত
মা-ই যে শ্রোতা।
মা-ই অরণ্য
সবুজ সজীবতা
মা-ই বরেণ্য।
মা তীব্র রবি
মোর প্রথম আলো
মা-ই তো সবি।
মা-ই আমার
জীবন পথ দিশা
সুখনামার।
প্রথম পাঠ
শুরু, মা জীবনের
আলোর মাঠ।
মা বিকেলের
এলোমেলো হাওয়া
ছায়া নীলের।
মায়ের মনে
দু:খ দিতে এসোনা
কোনো কুক্ষণে।
মা দু:খ পেলে
এই পৃথিবী কাঁদে
কষ্টে যে দোলে।
হতাশা মনে
স্মরিও মায়ের মুখ
দু:খ হরনে।
একা থাকলে
চোখ বুজে মায়ের
স্নেহ মাখলে।
মা আছে পাশে
বুঝে নিয়ো যে ক্ষণে
মা ব্যথা নাশে।
তোমার দেহ
মায়ের প্রাণ তুমি
বুঝে না কেহ।
আঘাতে মা
বদ দোয়া দেয় না
লাগলেও ঘা।
করোনা হেলা
মায়ের সুখ দু:খে
ভাসাও ভেলা।
পদতলে যে
বেহেশত তোমার
নাওনা খুঁজে।
মায়ের দোয়া
মাথায় থাকলেরে
সুখের ছোঁয়া।
ভালবাসি মা
আশির্বাদের হাত
রেখো মাথায়।
সকল দু:খে
মনের মাঝে তুমি
সুখ যে বুকে।
কতদিন মা
দেখিনা তোমার মুখ
মন পুড়ে আহা।
করো অপেক্ষা
সামার ভ্যাকেশনে
হবে মা দেখা।
১০ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আজ একটু ব্যস্ত
পরে কথা বলবো জি প্লাসে
২| ১০ ই মে, ২০১৫ দুপুর ১:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: জি প্লাসে বললে টেলিভিশন, টেলিভিশন মনে হয়। তারচেয়ে বলা ভাল গুগল প্লাস।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:৪১
ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা