নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» খণ্ড কাব্য.........(৭)

২০ শে মে, ২০১৫ দুপুর ১২:২৪

১।
ভাঙ্গা গড়ার এই দুনিয়ায়
বাঁচা অফুরন্ত আশায়
এইতো লীলা এইতো খেলা
একটু করেই পার হয় বেলা



২।
হেমন্ত প্রভাতের শিশিরের ফোঁটা হয়ে মিশে থাক
আমার বাগিচার লাল পাতাগুলোতে.......
আমি ছুঁয়ে দিলেই তুমি ঝরে যাও... কিন্তু কেন?



৩।
হাওয়ায় উড়ে দেখ ঐ আমার হাজার রঙের ঘুড়ি
নীল হলুদ নয় ঘুড়ির সাথে সবুজ আকাশে উড়ি......।



৪।
মায়ের স্নেহের তুলনা হয়?
বাচ্চাকে খাইয়ে মা অভুক্ত রয় ।



৫।
শেষ যাত্রায় যাওয়া মুহুর্ত পর্যন্ত পাশে থেকো এভাবেই
ভাসবো হাসবো চলবো তোমার মনের মতো তুমি চাও যেভাবেই



৬।
নীলের মাঝে ভেসে উঠা চাঁদ
ভাঙছে আজি সকল খুশির বাঁধ
অদ্ভুত সুন্দর রাতে
হাত রাখবি কি হাতে
আমি মেয়ে তো অদ্ভুতুড়ে
উচ্ছলতা বাহির ভিতরে।


৭।
লাল নীল হলুদ সবুজ
কত রঙ দিয়ে সাজানো তরী
ভাসিয়েছিলাম তোমার বুকের সমুদ্রে
অথৈ জলে ঠাঁই মেলেনি
ভেসে ভেসে অবশেষে
জবুথবু ঠেকেছি কিনারে......
অপেক্ষায় হাত ধরে পাড়ে উঠাবে
আবার ভাসব তরী হয়ে
তোমার চোখের নদীতে।


৮।
তুমি যদি হও নীল
আমি তবে বেগুনী
তুমি হলে হলুদ
আমি তবে আগুনি।


৯।
নি:শ্বাস জুড়ে আছে ফুলের সুবাস
আকাশের পাশে দাঁড়িয়ে.....
ছুঁতে চাই নীল সীমানা........
যখন আমি থাকি আমার মাঝেই
সবই পাই হাতের নাগালে।
শুধু পাইনা তোমাকেই..
এ কেমন কুহক জীবন জুড়ে।


১০।
তোমার জন্য আনব তুলে রক্ত রাঙ্গা ফুল
ফুল নিতে আইস বন্ধু কইর না যেন ভুল ।


ফেবু অথবা গুগল প্লাসে ছবি আপলোড করলে ছবির সাথে দুই এক কথা জুড়ে দেই......... সব লেখাগুলো এক জায়গায় করলাম।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ দুপুর ১:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: সময়ে সময়ে বিভিন্ন চমৎকার লেখার সংকলিত পোস্টটি ভাল লাগলো।

২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২০ শে মে, ২০১৫ বিকাল ৩:৫২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার অনুভূতি কে ছবির আয়নায় ফুটিয়ে তুলেছেন। অসম্ভব ভাল লেগেছে।

২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

৩| ২০ শে মে, ২০১৫ বিকাল ৫:০৫

সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভাল থাকুন

৪| ২০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন......

২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২১ শে মে, ২০১৫ সকাল ৭:২৮

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: ছবিব্লগে আলাদা করে পোস্ট করার নিয়ম কি??

২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইমেজ লিংকের প্রথমে এই চিহ্ণটি দিলেই হবে

ধন্যবাদ;

৬| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:০৩

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আপনার চিহ্নটি দেখা যাচ্ছে নাহ। একটু বিস্তারিত বলুন। প্লিজ। সুন্দর পোস্টের জন্য ++

২১ শে মে, ২০১৫ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন:

৭| ২১ শে মে, ২০১৫ দুপুর ২:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ও ছবিতে অসংখ্য ভালো লাগা।

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ

৮| ২১ শে মে, ২০১৫ দুপুর ২:৫৪

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আমি ঠিক সেটা বোঝাতে চাই নি সামুতে বিষয়ভিত্তিক ব্লগের মধ্যে ছবি ব্লগের বিভাগ আছে সেখানে কিভাবে পোস্ট করব??

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটা আমি জানি না ভাইয়া সরি

৯| ২১ শে মে, ২০১৫ রাত ১১:১৯

মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: ভালো লাগছে :)

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রোকন

১০| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

বাবুই পািখ বলেছেন: খুব ভালো লেগেছে ছবি ও কথার মালা।

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ্ াপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.