নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফুলের ছবি (মে, ২০১৫)

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:০৩

এলোমেলো কিছু ফুলের ছবি
১। রক্তজবা


২। মুর্তা ফুল আর ফল


৩। রক্ত জবা


৪। গন্ধরাজ


৫। গোলাপী জবা


৬। রক্ত জবা


৭। গন্ধরাজ


৮। তুলসি ফুল


৯। নিষিন্দা পাতা


১০। রঙ্গনের কলি


১১। তুলসি ফুল


১২্। রক্তজবা

মন্তব্য ১০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৩০

Uttam49 বলেছেন: ভালই হলো এটা পড়ে মুর্তা ফুল আর ফল প্রথমবার দেখলাম এবং জানলাম .

২| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল কালেকশান ।

৩| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:১৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: সুন্দর ছবি তুলেন আপনি। আমার ভার্সিটিতে চমৎকার সব ফুল পাবেন, আপনার ক্যামেরায় দারুন বন্দী করতে পারবেন। সময় হলে ঘুরে আসবেন ময়মনসিংহে ব্রহ্মপুত্রের পাড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। :)

৪| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:২৫

কাবিল বলেছেন: ভাল সংগ্রহ ।

৫| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৪৩

মহেড়া বলেছেন: দারুন

৬| ০১ লা জুন, ২০১৫ সকাল ৯:৩৯

আলী আকবার লিটন বলেছেন: জবা আর তুলশি ফুল আপনার ভীষণ প্রিয় তাই না ? না কারন দু দুবার কোঁড়ে আপলোড করেছেন তো !! :D

৭| ০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বেলায়েত মাছুম বলেছেন: সব কটি ফুলই ভীষণ প্রিয়। যাপনের একটা অংশ জুড়ে আছে এই ফুলগুলো। হিজল ফুল যুক্ত থাকলে পরিপূর্ণ হত।

দেশের সকল অঞ্চলে কি মুর্তা'র একই নাম?

৮| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:০৬

মনিরা সুলতানা বলেছেন: গতকালই দেখছি চমৎকার। ছবি গুলি মন্তব্য করা হয়নি।অনেক সুন্দর ছবি আপু।

৯| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: সুন্দর !!

১০| ২২ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭

রাবার বলেছেন: সুন্দর ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.