নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» রিটায়ার্ড........

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

কর্মক্ষমতা শরীর থেকে কেড়ে নেয় সময়
বিগত দিনগুলো ছিল হায় কত না স্বপ্নময়;
শরীরে দাপটে চলেছি রঙ্গময় জীবন-যাপন,
কত আপন হয়েছে পর, পর হয়েছে আপন।
কাজের ফাঁকে আড্ডা,মশগুল কথা দেয়া-নেয়া
ধীরে ধীরে চলে গেল তরতরিয়ে হায় কাল-খেয়া।
অফিস ফাঁকি দিয়ে কত করে যাচ্ছি কেনাকাটা
সুযোগ ফেলে আড্ডা দিতে অফিসকে দেই টাটা।
কর্মক্লান্ত জীবনের শেষ অনুষ্ঠানে ভাষন দেয় সবে; কত অয়েল
অশ্রু ঝরায় কেহ নিরবে,ক্রেস্ট হাতে দিয়ে শেষ; ফেয়ারওয়েল।
একদা যেথায় ছিল সম্মানের স্থান;সেথা বসে অন্য কেহ
তুখোড় কর্মপ্রাণ,খই ফুটছে মুখে,বলিষ্ট তার দেহ;
সব হারিয়ে সেও একদিন পৌঁছে যাবে দোরগোড়ায় ষাটে
অকর্মণ্য দিবস তার হবে একদিন,মূল্যহীন চাকুরীর হাঁটে।
ওইতো সেদিনই স্যার স্যার বলে যে লোকটা পিছু ঘুরতো তেল নিয়ে
সামনে পেয়েও না চেনার ভান করে কি করে হায়! মুখটা নিল ঘুরিয়ে!
তেলের ড্রাম ব্যয় করে এখন হয়তো সে অন্য কারো পিছে
নিজের স্বার্থ হাছিলে যুগ যুগ ধরে তেলের ব্যবহারটাই মিছে।
তারও সময় ফুরিয়ে যাবে,বাড়ি ফিরবে সে একদিন মুখ করে নিচু
মিথ্যাই প্রশংসা সম্মুখে করবে তেলবাজরা,কটু মন্তব্য করবে তার পিছু।
কেউ থাকে না ঠাঁয় দাঁড়ায়ে,সকলেই কর্মজীবন শেষে ভীষণ টায়ার্ড
কর্মমুখর দিনগুলি বেঈমানি করে একদিন আমাকে দিয়ে দিবে রিটায়ার্ড।
(31 August 2014 at 22:22)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: :(

২| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

মহসিন উদ্দিন বলেছেন: কবি কবি ভাব.............।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

কবীর আহমেদ শাহ্ বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ধন্যবাদ আপনাকে কবিতা লেখার জন্য। আপনার ভাবার্থ ঠিক আছে কিন্ত ব্যাকারনিক ভুল হয়েছে। লেখালেখি করতে হলে অবশ্যই ব্যাকরনকে মাথায় রেখে লিখতে হবে। এর জন্যে আপনী শ্রীশচন্দ্রের সাহিত্য সন্দর্শন দেখে নিলে একটু ভাল হত। ধন্যবাদ দোয়া করি ভাল লেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.