নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
সে কোনো একদিন রোদ্দুরের সাথে অফিসে দুপুরে লাঞ্চ করেছে বাসা থেকে আনা খাবার দিয়ে,
রোদুর তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে এগিয়ে দেয়। অফিসে দেখা হয়েছিল... রোদ্দুরের সাথে তার
হয়ত কথাও হয়েছিল অনেক.. ফোনে কিংবা চ্যাটে...হঠাৎ সে হারিয়ে যায়।
কেউ কারো খবর জানেনা রাখে না..
আচম্বিতে একদিন আবার তাদের অদৃশ্যে দেখা
কথা হয়... মেঘ চিনতে পারে কিন্তু রোদ্দুর কিছুতেই তারে মনে করতে পারেনা।
স্মৃতিগুলো তার এভাবেই এলোমেলো হয়ে যায়, আফসোস বিরাট আফসোস!
মেঘ বেটা বলেছে রোদ্দুরের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিতে তাহলে স্মৃতি ফিরে আসবে আবার।
শুনেছি কবিদের মাথা নাকি আউলা ঝাউলা থাকে। কিন্তু রোদ্দুর তো কবি ছিল না, তার এই অবস্থা কেন আজিব!!!
চলেন বেন্দা লইয়া রোদ্দুরের মাথায় বাড়ি দিয়া আসি
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬
সুমন কর বলেছেন: ভিন্ন রকম।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
বিজন রয় বলেছেন: আসলেই।
সুন্দর।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নকীব ভাইয়া আপনার মন্তব্যটি টাচ মোবাইলে পড়তে গিয়ে টাচ লেগে মুছে গেছে। খুব খারাপ লাগছে। সরি