নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মোবাইল জিনিসটা সবারই নিত্য সঙ্গী......... মোবাইল দিয়ে হরেক কাজ সমাধা হয়ে থাকে। কখনো কথা বলা বিরামহীনভাবে। কখনো চ্যাট, কখনো নেট কখনো বা সময় দেখে নেয়া আবার কখনো স্মৃতি ধরে রাখার জন্য সুন্দর ধরে রাখার জন্য ক্লিকের কাজেও ব্যবহৃত হয়ে থাকে। যে যেমন পারে তাকে ইচ্ছেমত ইউজ করে। আমিও এর ব্যতিক্রম নই। মোবাইল ছাড়া একমুহুর্তও চলে না। অতএব কোন সুন্দর আমার চোখ ফাঁকি দিয়ে যাবে সেটা তো হতে পারে না। আমি সুন্দর দেখেছি তাই আপনাদেরকেও জোর করে দেখাবো............ এটেনশন প্লিজ........১.............২.........৩
১। গোলাপ ফুল ..... উনি ফুটে থাকেন আর আমরা উনার সৌন্দর্য উপভোগ করি উনাকে ধন্যবাদ দিতেই হয়।
কিন্তু ক্ষনিকের তরে এসেছেন উনি ধরায়। সুন্দর বিলিয়ে ঘ্রাণ বিলিয়ে পাড়ি দিবেন অনন্ত যাত্রায় ঠিক আমাদের মতই।
২। নিমফুল .....
বন্ধু গড়ে দেনা তুই নিমফুলের গয়না
দুধসাদা ফুল দিয়ে সাজিয়ে দে আমায়
দেরী যে আর সয়না।
৩। নিমফুল অবহেলিত ফুল....... রাস্তায় পড়ে থাকে আর পায়ের তলায় পিষ্ট হয় প্রতিনিয়ত। কিন্তু নিমফুলের ঘ্রানেও যে মাধকতা আছে সেদিন টের পেয়েছিলাম যেদিন হাতের মুঠোয় নিয়েছিলাম সযত্নে ওদের।
৪। ফুলের নাম জানিনা....... একটা টবে ফুটেছিল এভাবেই । কালার কিন্তু খুব সুন্দর
৫। নিমফুল
৬। টিচার নাই ক্লাসে........... তাই আনন্দে মাতোয়ারা
উচ্ছ্বাসে উল্লাসে কাটুক সময়.... দুষ্টুমি ভরা মুখগুলো আমায় ভরিয়ে রাখে ভালবাসায়
প্রতিদিনই ওদের সাথে দেখা হয়। কারণ আমার জেরী (তা-মীম) স্কুলে দিয়ে কাছে দাঁড়াযে থাকতে হয় তানা হলে দুনিয়ার কান্নাকাটি শুরু হয় প্রতিদিন সাতটা থেকে নয়টা পর্যন্ত স্কুলের বারান্দায়ই থাকি।
৭। অই তোমরা কিন্তু বেশী বাড়াবাড়ি করতাছ ...... মেডাম আইলে কইয়া দিমু কিন্তু.......... আমি কালা বিলাই..................
দুষ্টরা-বিলাইরে বিলাই তোরে ধইরা কিলাই
বিলাই-কি এত্ত বড় সাহস ......খারাও তোমরা মেটাম আগে আইস্যা নিক
দুষ্টরা-ভ্যা ভ্যা (ভেংচি)
৭। গোধূলী বেলায় একদিন..........
৮। সেদিন একটা ডিমের ভিতর দুইডা কুসুম পাইছিলাম...... জীবনে প্রথম দেখছি তাই ছবি উঠায় রাখছি
৯। খানা দানা............ চিকেন রোল হেব্বি টেস্টি
১০। সন্দেশ big_smile :v
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু দাদা....।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০
সুমন কর বলেছেন: লেখা আর ছবি মিলিয়ে দারুণ।
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২
অখ্যাত মিঞা বলেছেন: এক কথায় "চমত্কার" যেমন লিখা তেমনি ছবি।
সবচেয়ে ভাল লেগেছে 'বিলাই' এর ছবি আর ক্যাপশন.....
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯
ফয়সাল রকি বলেছেন: ৬নং ছবির ফোকলা হাসিটা চমৎকার।
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
wow.
1 2 6 7 beshi vaLLagse.
7 kon mob diye tuLsen?
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্যামসাং এ সেভেনে
আন্তরিক ধন্যবাদ রইল
৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: নিমফুলের ঘ্রাণে মাদকতা আছে, তবে কখনো এসবকে হাতে নিয়ে কখনো ছবি তোলা হয়নি........ভালোলাগা জানিয়ে গেলাম আপু
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কোন এক সময় নীমফুল কুঁড়িয়ে নিয়েন
৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: তবে আপু ১০ নম্বরটা দিয়ে জিবে জল আনাটা কিন্তু ঠিক হয়নি
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ.... দাওয়াত রইল আইসেনখাওয়াব নে ধন্যবাদ
৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল আপনার ছবি পোষ্ট। নিমফুলকে এমন ভাবে দেখা হয়নি কখনো। ভাল থাকবেন।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । আপনিও ভাল থাকুন
৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
উল্টা দূরবীন বলেছেন: ছবিগুলো অনবদ্য। খুব ভালো লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নিমফুল প্রথম দেখলাম
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় বলেন কি...
ধন্যবাদ জানবেন
১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আপু
সাধারন সব কিন্তু অসাধারন লাগছে
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু ভাল থাকুন সব সময়
১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯
শামছুল ইসলাম বলেছেন: গোধূলি বেলার ছবিটা মন কেড়েছে।
আর ক্লাসের ছবিটা আমাকে নিয়ে গেছে শৈশবে - বালক/বালিকারা আগে যেমন ছিল এখনো তেমনি আছে, একটু সুযোগ পেলে ...।
অনেক কিছুই চিনি না, জানি না-না হয়নি অনেক ফুলের সৌরভ; কত অপ্রাপ্তি এ জীবনে !!!!
ভাল থাকুন। সবসময়।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্যে ছবি উঠানো বা লেখার জন্য অনুপ্রাণিত করে। ধন্যবাদ নয় ভালবাসা রইল অনেক অনেক ভাল থাকুন
১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
আমি তুমি আমরা বলেছেন: এক ডিমে দুইটা কুসুম ক্যামনে হয়? এই ডিম থেকে কি মুরগীর জমজ ছানা হবে?
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সে তো আমি প্রথম দেখলাম আল্লাহ জানেন জমজ বাচ্চাই হয় নাকি
ধন্যবাদ মন্তব্যের জন্য
১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫০
বাকের ভাই রিটার্ন বলেছেন: এই রাতের বেলা এত গুলা মজার খাবার দেখলে মাথা ঠিক থাকে ক্ষুদা লেগে গেলো আবার।
খুব সুন্দর লিখেছেন আপু।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক না ঠিক না.... কাজী ফাতেমাকে জরিমানা করা হলো
১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23
অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।
ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
১৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহহ... কি যে হচ্ছে ব্লগে কিছুই বুঝতে পারছি না হাহাহাহ
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: আহা দারুণ মোবাইলগ্রাফী! ধন্যবাদ