নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একটি আনন্দমুখর সন্ধ্যা......

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫

ভাল লাগায় কেটে গেলো
পঁচিশে চৈত্রের এই সন্ধ্যা
গরম ছিল আকাশচুম্বি
হাওয়া ছিল মৃদুমন্দা।

হাসিখুশি মুখগুলি সব
আলোর বার্তা নিয়ে এসে
আড্ডাগল্পে মেতেছিলো
সুখের ঢেউয়ে ভেসে ভেসে।

শাহিদুল ভাই পাশা ভাইজান
বক্তৃতা দেন শ্রুতিমধুর
স্তব্ধ হয়ে বসে শুনি
আমি এই মেঘ এই যে রোদ্দুর।

ছিলেন লেখক আনিসুল হক
নাট্যকার পলাশ মাহাবুব
তাদের সাথে সময় কাটল
খুশিতে অন্তর ভরল খুব।

আবৃত্তিতে মাহবুব পারভেজ
কাঁপিয়ে দেন হলরুম পুরো
ভরাট কণ্ঠের ঝাঁ ঝাঁ তেজে
মনটা ভেঙ্গে গুঁড়োগুঁড়ো।

রম্যলেখক আহ্ সান হাবীব
দেখলে তারে পেটে হাসি
স্টেডিয়াম তার মাথার মাঝে
তিনি নাকি কথার চাষী।

প্রিয় প্রিয় মানুষগুলো
দেখা হলো মিলনমেলায়
ভালবাসায় ভরল অন্তর
চৈত্র মাসের সন্ধ্যাবেলায়।

আলোয় আলোয় শাটারে ক্লিক
ফটো উঠল হাজার হাজার
স্মৃতি হয়ে থাকবে সবি
আমার অথৈ হৃদয় মাঝার

(নক্ষত্র ব্লগের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৩

প্রামানিক বলেছেন: প্রিয় প্রিয় মানুষগুলো
দেখা হলো মিলনমেলায়
ভালবাসায় ভরল অন্তর
চৈত্র মাসের সন্ধ্যাবেলায়।


চমৎকার ছন্দ ছড়ায় স্মৃতিচারণ।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর।

ভাল থাকুন। সবসময়।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন আপনিও

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ভালো সময় এর গলপ পড়তে ভালো লাগলো
শুভ কামনা :)

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি ভাল থাকুন

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

ডঃ এম এ আলী বলেছেন: কিছুক্ষন আগে জনকন্ঠে একটি অনুষ্ঠানের বিবরণ সংক্রান্ত সংবাদ বিশেষ দেখছিলাম । বিবরণটি দেখে কোন অনুষ্ঠান এর মানের অবনয়ন দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল । যাহোক সামুর পাতায় এসে মনটা অনেকটা হালকা হলো । ভাল লাগার একটি অনুষ্ঠানের ছন্দময় ধারাভাষ্য দেয়ার জন্য । অনুষ্ঠানটির পরিবেশ, সমবেত সুধীপরিচিতি, উপস্থাপিত বিষয়াবলীর উপভোগ্যতা, ইনটার পারসনাল কমিউনিকেশন ( যা একটি অনুষ্ঠানের অন্যতম সামাজিক লক্ষ্য ) ও অনুষ্ঠানটির প্রভাব তথা পুরস্কার বিজয়ীদের কৃতিকে দর্শক মনে দীর্ঘস্থায়ী একটি আসন দেয়ার লক্ষ্যে এর লগ্নগুলো ধরে রাখার জন্য সাটারেরর ক্লিক ক্লিক আওয়াজ। সবই উঠে এসেছে ছোট্ট এ ছড়ায় । সাটারের প্রতিবিম্বগুলি আলোর দিশারী হয়ে প্রতিফলিত হবে আরো বৃহত্তর পরিবেশে ( সাটারে বন্ধী দু একটি ছবি প্রচ্ছদে এলে আরো ভাল লাগত )। যাহোক বৈচিত্রময় ছন্দময় ছড়াটির জন্য কবির প্রতি থাকল শুধুই অভিনন্দনের ঢালা ।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আর ভালবাসা রইল

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

হাফিজ বিন শামসী বলেছেন: বেশ ভাল লাগল স্মৃতিচারণমূলক কবিতা।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.