নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
©কাজী ফাতেমা ছবি
#ইশারাই_কাফি_হে_ছেলে
মুখের আমার প্রেমের তালা-ইশারাতে বুইঝা লও
ভালবাসি কানে কানে-কইতে কইয়ো না কও কও
চোখের তারায় লেখা আছে-পারো যদি পইড়া লও
মুখে তুলে ফেনার ঊর্মি-প্যাঁনপ্যানানি দূরে থও।
তাকাও দেখি চোখে চোখে-বুঝো কিছু বুইঝা লও
কানে কানে কইতে পারো- ওগো আমার সোনা বউ।
মরছ তুমি মরছ প্রেমে-চুলের ভাঁজে মুখ গুঁজে
চোখ দেইখাও বুঝো নাকো-মন যে শুধু তোমায় খুঁজে।
অধর ছুঁয়ে প্রেম ফুয়ারা-প্রেম নিবেদন ইশারায়
মুগ্ধতাতে অবশেষে-তোমার তরেই মন হারায়।
২।
বন্ধ করলাম আঁখি আমার-এই-বলোনা আজ কি দিবা?
যা কিছুই দাও না কেনো-ছড়ায় যেনো মনে বিভা?
খুললে আঁখি চমকে যাবো-এমন কিছু দিবা নাকি
না অযথাই তুমি আমায়-আচম্বিতে দিবা ফাঁকি?
হীরা মানিক মনিমুক্তা-দামী কিছু চাই না আমি
গাড়ী বাড়ি টাকা পয়সা-চাই না হতে নামি দামী।
তুমি আমায় চমকে দাওনা-হাতে নিয়ে ফুলের তোড়া
আঁখি খুলে অবাক আমি-বুঝতে যদিও হবে থোড়া
অবাক আঁখি তোমার আঁখি-মিলেমিশে ভালবাসা
এমন করেই হয়ো তুমি-আমার মনে স্বপ্নের চাষা।
মুগ্ধ হয়ে দেখবো তোমায়-তুমি দেখবে মুগ্ধ আমায়
দুজনেরই মনটা যেনো-একই পথে গিয়ে থামায়।
৩।
অপেক্ষাতে থেকে থেকে-নিদ্রা এলো চোখে
বন্ধু আমার জেগে থাকার- দে-না মন্ত্র ফুঁকে
বলেছিলি আসবি হেথায়-বসে ঘুমে ঢুলি
আসলি নাতো সময়মতো-মিছে মুখের বুলি।
কাজল দিয়ে সাজিয়েছি-হরিণ কালো চোখ যে
চোখ নদীতে ডুববি বন্ধু-দেখবি কত সুখ যে।
শেম্পু দিয়ে উড়িয়েছি-দেখ-না এসে চুল যে
চুলের ঢেউয়ে হারিয়ে তুই-গুঁজে দিস্ এক ফুল যে।
আলুথালু প্রহর আমার-ঘুমের রাজ্যে হারাই
ফাঁকা বেঞ্চে বসে বন্ধু-নিদ্রাতে মন বাড়াই।
চোখের আমার ঘুমের রাজা-বসে দিচ্ছে চুম যে
চোখের পাতায় স্বপ্ন এসে-বাজনা বাজায় ঝুম যে।
ভাঙ্গিয়ে দিস রাজ্যের নিদ্রা -বেলী ফুলের স্পর্শে
পাশে এসে দাঁড়ালেই তুই-জীবন কাটবে হর্ষে
৪।
কি শুনাইলা কানে কানে-লজ্জা বুঝি লাগে না
ছুঁয়ে দিতে হাতটি তোমার-ইচ্ছে বুঝি জাগে না।
চুপিচুপি নয়কো কিন্তু-হালকাভাব চাপিয়ে
ভালবাসি বলো জোরে-নীল আকাশ কাঁপিয়ে।
ইশ্ এসো না কাছে তুমি-ভয়ে কাঁপি থরথর
স্ট্যাচো হয়ে দাঁড়াও দূরে-করো নাকো নড়চড়।
চোখে তুমি চোখ রেখোনা-প্রেমানলে পুড়বে
মুগ্ধ হাওয়া ঘোর লাগানো-মাথা দোলে ঘুরবে।
এই দেখোনা তাকাও এদিক-চোখের আয়নায় তুমি
ভাসছ ডুবছ প্রেমের জলে-মুগ্ধ মনের ভূমি।
তোমার মনের উর্বর জমি-প্রেমের হবো চাষী
বলবো তোমায় বলব জোরে-বলব ভালবাসি।
কিগো তোমার লাগছে কেমন-লজ্জা পাইছো নাকি?
ধরছি হাতে এই খপ করে - কি? দিবে আর ফাঁকি?
হাহাহাহাহাহাহাহাহাহা রইলো কি কিছু আর বাকি?
৫।
এইতো এবার ঠিক আছে সব- চলো এবার হারাই
অজানার উদ্দেশ্যে তবে-অগ্রে পা'টা বাড়াই
যাবে কোথায় ঠিক করেছো?নাকি বনের ভিড়ে
গোলপাতার এক ছাউনি হবে-মোদের ছোট্ট নীড়ে?
কিগো-এমন করে তাকিয়ে যে-দাও না দেখি উত্তর
গুছাবো কি থাকা খাওয়ার-সব বিছানা পত্তর?
আরে বাবা চোখটি নামাও-দেখছো কিগো এমন
চোখের মাঝে চোখটি, ওমা! -লাগে জানি কেমন!
আমায় বুঝি দেখো নিকো-হা করে তাকিয়ে আছো
কি খুঁজছো গো চোখনদীতে-কি-বা এমন যাচো?
বুঝি নে বাপু কি করছো-লজ্জায় যে যাই মরি
বোঁচা নাকের শ্যামলা মেয়ে-নইকো আমি পরী।
উফ্ বাঁচালে চোখ নামালে-বলো আমায় চুপি
বনের নীড়ে আমরা দু'জন-আলো দিবে কুপি?
আলোর মশাল জ্বালিয়ে গো-রাখবো নীড়ের চারপাশ
বাঘ-ভাল্লুকের ভয়ে তবে-করব নেকো হাঁসফাঁস।
নীড়ের পাশে ছোট্ট নদী-কলকলাবে জলে
তোমার বুখে মুখ লুকাবো-নিঝুম ভয়ের ছলে।
প্লান'টা কেমন হলো শুনি-রাজী থাকলে বলো
দেরী নয়কো আর এখানে-আমার সাথে চলো।
কল্পনাতে নাও ভাসিয়ে-জীবনটা কি চলে
শুনলে কথা তোমার এমন-পিত্তি রাগে জ্বলে।
বনের ভিতর বাঘের আড্ডা-আমরা হবো খাদ্য
হায়েনারা মাংস খেয়ে-বাজাবে সুখ বাদ্য।
মরতে কেনো চাও বলোতো-অল্প জীবন নিয়ে
ও মেয়ে শুনছো কি তুমি-মন নিলে ছিনিয়ে.....
তোমার মাঝে মনটা আমার-শুনতে ইচ্ছে কথা
এমন কথা বললে তুমি-মনে পেলাম ব্যথা।
এখানটাতে গড়ে নেই না-ছোট্ট একটা বাড়ি
লোকালয়টা ছেড়ে বনে-না দেই তবে পাড়ি?
ধরো দেখি হাতটা আমার-হাঁটি দূর বহুদূর
বিকেলের এই মিষ্টি আবেশ-আহা মিষ্টি রোদ্দুর
গোধূলীয়ায় আলো ধরে-হাঁটব চোখ যায় যদ্দুর
হাসি কান্নায় জীবনটা হোক-এই যে মেঘ এই রোদ্দুর।
(ছন্দপতন ধরিয়ে দিলে খুশি হইতাম )
১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি মুছে দিলাম । থ্যাংকস বলার জন্য
২| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কাল্পনিক ভালোবাসার সাথে একমত। ব্লগারদের যেন কি হয়েছে। অনেককেই দেখছি লেখার মাঝে ছবি দিচ্ছেন। লেখা ভালো হলেও ছবি পড়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
যাই হোক- বিশাআআআআআআল লেখা! মারহাবা!
১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাদ দিছি তো ছবি
থ্যাংকু
কেউ বলে ছবি দিলে লেখার সৌন্দর্য বাড়ে আবার কেউর পছন্দ না
আর দিতামই না ছবি অকে
ধন্যবাদ আবারো
৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
নীলসায়র বলেছেন: ছবিগুলো সামঞ্জস্যহীন ও কিছুটা ভালগার ভাব এনেছে তাই সহজ সরল অভিব্যাক্তির এ লেখার মান কমে গেছে।
১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি মুছে দিছি
৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
নিরব জ্ঞানী বলেছেন: আহা! আমি তো শুধু ছবিই দেখছিলাম। শুধু শুধু সরালেন।
(কবিতার ব্যাপারে কিছু কমুনা। কারণ কবিতা পড়িনাই।)
১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি ইনবক্সে দিয়াম নে দেইখ্যা নিয়েন
৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
অন্তু নীল বলেছেন:
বাহহ.....
এ তো কবিতা নয়, যেন মহাকাব্য
ছন্দপতন হয়েছে কিনা সেইটে নিয়ে ভাববো ??
নাগো...
পেলুম না তো ছন্দপতন
কবিতা খানি মনের মতন
হয়েছে,
গলা শুকিয়ে কাঠ, মাগো..!!!
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহা গলা শুকাইতে পারছি তো তাইলে
ধন্যবাদ পড়ার জন্য
৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
চেনা চেনা লাগে তবু জেন অচেনা.....
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অচেনা কেনো? আমি তো চেনাই লেখাও চেনা হাহাহা
ধন্যবাদ ভ্রমরের ডানা
৭| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: ছন্দ নিয়া কিছু কইতাম না , ছবিগুলা দেখলে বুঝতাম কথা আর ছন্দের মিল ছিল কতখানা ।
মেগা কবিতায় কিন্তু একটা কথা নাই ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশা আশায় দিন যে গেল আশা পুরণ হলোনা ।কল্পনাতে নাও ভাসিয়ে-জীবনটা
আর চলেনা চলে না ।
১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছন্দ নিয়াই তো কইবেন । ভুলত্রুটি ধরিয়ে দিবেন নইলে শিখুম ক্যামনে হ
ধন্যবাদ অনেক অনেক ভাইয়া
এত কষ্ট করে পড়েছেন বলে ভাল থাকুন
৮| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ ছান্দিক ত্রুটিত পাইনি যেখানে নিপুন বুনুন সেখানে আবার ত্রুটি কোথায় থাকবে। অনেক ভাল লাগা।
১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য লেখায় প্রেরণা যুগায়
৯| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫
মোঃ আরিফুজ্জামান বলেছেন: লেখিকার আপত্তি না থাকলে আমি এই লিরিক গুলো দিয়ে একটা রেপ গান বানাতে চাই।
১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ বলেন কি। সত্যিই নাকি। এটা তো খুশির কথা । না আপত্তি নেই ভাইয়া। কিন্তু আমাকে শুনাতে হবে কিন্তু
থ্যাংক ইউ সো মাচ
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবিটা পোস্ট পড়ার ক্ষেত্রে একটা বাঁধা তৈরী করছে। যদিও ছবির মেয়েটা যে সুন্দর তাতে কোন সন্দেহ নেই। কিন্তু পাঠক হিসেবে আমার পড়ার আনন্দ কেন যেন ছন্দপতন হচ্ছে।