নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা....(গদ্য)

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

©কাজী ফাতেমা ছবি


কোন এক আশ্বিনের মধ্যাহ্নের ঝাঁঝাঁল রোদ্দুর বেলায় আমি ছিলাম অপেক্ষায় তোমার! শরতের আকাশ জুড়ে ছিল নীলের দৌরাত্ম। আকাশ তখন খেলে যাচ্ছিল আপনমনে তার রঙ বদলানোর খেলায়! কখনো গাঢ় নীলের ছায়ায় শুভ্র মেঘ আসন পেতে বসেছিল কখনো কালো মেঘের দঙ্গল এসে নীলের রঙ ম্লান করে দিচ্ছিল... কখনো সাদা মেঘের ফাঁকে উঁকি দিচ্ছিল তেজোদীপ্ত দিবাকর। আর আমার মাথায় গলে পড়ছিল রোদ্দুরের উত্তপ্ত লাভা! আচম্বিতে আলো নিভে গিয়ে অঝোরে ঝরল বারিধারা...আমি তখনো অপেক্ষায় বসে.. যদি ফিরে যাও, যদি দেখতে না পাও, যদি বিমর্ষ বদনে আশাহত হও! সে ভেবে আমি ঠাঁয় বসে।

বেলা গড়ায়, আমার আশারা চুপসে যায়... ঘাড় ঘুরিয়ে দেখি চারপাশে শূন্যতা। অবেলার বেলায় ধুয়াশার চাদর, মৌনতার বিছানা পেতে বসে এই যে অপেক্ষা, সে তুমি যদি বুঝতে! বেলা পড়ে যায়, মানি প্লান্টের লাল পাতা অসময়ে খসে পড়ে... আর রক্তাক্ত হয় সে গাছের ক্ষত স্থানে। আমার হৃদয় হতেও যেনো খসে পড়ল অপেক্ষা।

তুমি বলেছিলে আসবে কচি কলাপাতা রঙের ফতোয়া পড়ে.. কল্পনায় যেনো দেখছি অই তো তুমি সামনে দাঁড়িয়ে। ভেজা ফতোয়ায় জবুথবু... কি স্নিগ্ধ লাগছে তোমাকে। ছাতা আনতে ভুলে গেছো বুঝি, তাই মানকচুর পাতা মাথায় ধরেছ ছাতা। আমি মুগ্ধ যেনো মনোহর প্রকৃতি আমার চোখে সুন্দর বিলাচ্ছে। সে কি তুমি ছিলে? না আমার ভ্রম। সায়োয়ারা নাম দিয়েছি তাই... বিদায়ের পথেই যেনো থাকো হাত নাড়িয়ে।

গোধূলি বেলা চলে এলো আসনি! গোধূলীর রক্তিম আভায় পাখিরা ওড়ছে নীলে... অপেক্ষার মাঝেই আমি মুগ্ধ হই: আমি পাখি দেখি, আকাশ দেখি, রঙ দেখি...নীড়ে ফেরার দৃশ্য দেখি, আমি চোখে ছবি আঁকি মুগ্ধতার। ভালবাসি খুব বাসি সায়োনারা তোমাকে, এসো না তবে.. এই অপেক্ষাতেই আমি তোমাকে ভালবাসি। কখনো এসো না... এখানে... যেখানে রোজ অপেক্ষায় থাকি তোমার। তোমার অপেক্ষায় থেকে কত কিছু মুগ্ধতা আমার দু চোখে সেঁটে রেখেছি তুমি আসলে হয়তো সম্ভব হতো না!

যাক, অতঃপর আলো নিভে গেলো, দিবাকর পশ্চিমের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল আর আমার অপেক্ষারও শেষ প্রহর এসে গেলো। আমি সন্ধ্যার পাখির ডানায় চড়ে ফিরে এলাম নীড়ে কত শত মুগ্ধতা নিয়ে, সে তুমি বুঝবে না। না, আমি অখুশি হইনি.... আমি উল্লসিত, উচ্ছ্বসিত... দুচোখে ঘোর লাগা ভালবাসা... সায়োনারা সে তোমার জন্য ভালবাসা সব আমার। তুমি জানতেও পারবে না এমন অস্ফুট ভালবাসার সুরের অনুরণন। তুমি এসো না এখানে বিরহ কাব্য বুনন পারব না আমি।

কারণ তুমি এসে ভালবেসে ফিরে যাবে... এ আমি চাইনে ;)

(ছবি দেখে লিখা-আমার কাহিনী না হাহাহাহ)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সায়োনারা ... সিরিজ সামুতে আসছে নাকি?

:)

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে তো পাঠক নাই হাহাহাহাহ
ধন্যবাদ

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

নোমান প্রধান বলেছেন: :)

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

Hafizur rahman hasan বলেছেন: তাই নাকি !

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি

৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

Hafizur rahman hasan বলেছেন: তাই নাকি !

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি অয়

৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

ডঃ এম এ আলী বলেছেন: বিষয়টা কি বুঝলামনা !!!
যাক, অতঃপর আলো নিভে গেলো
বিড়াল অন্ধকারে ভাল দেখে :)

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ

ধন্যবাদ
আপনারে পরে বুঝামো নে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.