নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
এমন ভেজা প্রহর,এই শুনো ভালবাসতে ইচ্ছে করছে খুব। পাতলা কাথায় জড়িয়ে টিভির মাঝে চলো ডুবে যাই । উহু দুটো কাথা দুজন গায়ে গা ঘেঁষে সোফায় বসি চলো। এই চা খাবে? নাকি চুমু খাবে-একটা বেছে নাও! তিন সেকেন্ড সময় ওয়ান টু থ্রি.... চা! ওকে তুমি নিরাশ হয়ো না তবে! কত ভালবাসা সম্মুখে হাতছানি দিয়ে ডাকছে,শুধু অপেক্ষার হাত ছুঁয়ে থাকো। জীবন তো এমনই, চাওয়াগুলো গোপনই রাখতে হয়...
তুমি টিভিতে মন ডুবিয়ে দিলে যে বড় অহ মাই গড!আমার চেয়ে তিশাকে ভাল লাগছে বুঝি? আচ্ছা তুমি মোশাররফ করিমের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছো? তিশা কী সুন্দর করে বলছে পাগল-আর জবাবে বলছে পাগলি হয়ে গেলেই পারেন- আহা কী রোমান্টিক! কিন্তু তুমি রোমান্টিকতা দেখেই গেলে শিখলে না তো কিছুই..
..
"হা হা হা দেখো না, কি বলছে,তিশাকে দেখার ছলে করিম ডিপার্টমেন্টাল স্টোরে এখন-
ম-আরে আপনি এখানে
তি- কসমেটিক্স কেনাকাটা করছি। আপনি এখানে?
ম- টিভি কিনতে এসেছি
তি-মানে? ডিপার্টমেন্টাল স্টোরে টিভি!
ম-আরে না না, ফ্রিজ কিনতে এসেছি;
তি-আপ্নার মাথাটা গেছে!
ম- না না, আচ্ছা এখানে টিভি ফ্রিজ রাখলেও পারত তাই না
তি- আসলে আপনি আমাকে দেখতে এসেছেন তাই না? তো দেখতেই যখন এসেছেন আমার কেনাকাটায় একটু হেল্প করলেই পারেন।
ম-কেনো নয় কেনো নয়, নিশ্চয়ই!"
...
হা হা হা রোমান্টিক...সিন। ডুবে গেলে নাকী?
এলোমেলো শব্দের জলসিঁড়ি আহা আরো রোমান্টিক - কি অদ্ভুত সুন্দর নাম নাটকের, এই শুনো এই কয়েকটি শব্দ দিয়ে তুমি আমায় একটা কবিতা দিবে? এতো ছন্দ মনের ভিতর, তবু আমার জন্যই বা কেনো ছন্দ নেই। না,আমাকে ছন্দ দিয়ে ছুঁয়ে দিবে না? তিশাকে দিবে? হা হা তা দিতেই পারো।
এই মুহুর্তে আমি ছন্দ চাচ্ছি কিছু, জীবনের কিছু অদ্ভুত চাওয়া শুধু মনের নীল চাদরে মোড়ানোই বা কেনো থাকে? আমার মন তোমার মন - যেনো বর্ষা আর চৈত্র... দেখো তোমার অনুভুতি দিয়ে আমায় অনুভব করো... থই থই প্রেম বর্ষণ ছলাৎ ছলাৎ যেনো উথাল পদ্মা নদী... আর তুমি চৈত্র নিয়েই পড়ে থাকো... পদ্মা থেকে জল নেবে গো জল? ইচ্ছে হচ্ছে ঢেলে দেই গোলাপী জলের খানিকটা.... হা হা হা
ধ্যত্তেরি চা তো ঠান্ডাই হয়ে যাচ্ছে, যা চেয়েছো ভুল করে চাওনি সে বুঝেছি...এমন ভেজা প্রহরে চুমুর চেয়ে চা-টাই বেশি প্রয়োজন... এই নাও... নিরাশ হতে না করেছিলাম তো,এই দেখো চায়ের কাপে ভালবাসা মিশিয়ে দিলাম,পান করো নির্দ্বিধায়। আর শুনো আমার জন্য ভালবাসারা অপেক্ষায় থাকে... চা ঢালতেই এমন ভালবাসার শিহরণে কাঁপিয়ে দিয়ে সেই অদ্ভুত ভালবাসার চিহ্ন ভেসে উঠল...চায়ের কাপে! তুমি কি বিশ্বাস করলে... নাও এবার পান করো... ভালবাসার তৃপ্তিতে, চুমুয় ভরিয়ে দাও.. ধোঁয়া ওড়া কাপের অধরে!
November 5, 2016 at 6:57 PM
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতে নাহি দেবো হয় তবু যেতে দিতে হয়
যে যাবার সে যাবেই তাকে কী আটকানো যায়
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত দাদা। গত একটা পোস্ট আপনাকে উৎসর্গ করেছিলাম দেখেছেন কি না জানি না
ধন্যবাদ অনেক অনেক
২| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১
ভুয়া মফিজ বলেছেন: আপনি সম্ভবত একটা কবিতা লিখতে চেয়েছিলেন......কোন যাদুমন্ত্রে এটা গদ্য হয়ে গিয়েছে। না গদ্য...না পদ্য, এটাকে কি বলে? মুক্তগদ্য বা এই জাতীয় কিছু একটা বোধহয়?
সরপড়া চা আমার অসহ্য লাগে। শুরুতেই এই চায়ের ছবি....থুক্কু ফটো দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। পরে প্রেমের ডায়লগ দেখে মনটা একটু ঠান্ডা হলো।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা হাসির রিয়েক্ট থাকা লাগতো এখানে হাহাহাহাহা
গদ্য পদ্য যা ইচ্ছা হোক গিয়া। মনের আনন্দে লিখছি । লিইখ্যাই ফেলছি
চায়ের ছবি তুলতে গিয়া ফ্যানের বাতাসে সর পড়ে গেছে আই অন কিত্তন হুহ
আর এইডা দেইখাই তো লেখা আসছে।
থ্যাঙকুস মেজাজ গরম কইরাও পোস্টে আইছেন দেইখা
৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
তারেক ফাহিম বলেছেন:
এরকম দুষ্টমিষ্ট প্রেমিক থাকতে কেউ টিভির দিকে হা করে থাকিয়ে থাকে।
পেয়ালায় লাভ দৃশ্যটি সুন্দর হয়েছে।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেউ কেউ আছেন আনরোমান্টিক আফসোস সে জাতীর জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া
৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১
ল বলেছেন: ঢেলে দেয়া মন্দ না।।।।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ঢেলেই খাও ভাইয়া
ধন্যবাদ
৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: বিষাক্ত!!!
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: না না মধুময়
ধন্যবাদ অনেক অনেক
৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
সোনালী ডানার চিল বলেছেন: কবি’দের গদ্য দারুন হয়-
কবিতা আর গদ্যে মাঝামাঝি ঘোর!
শুভকামনা...
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তাহেরি- তো ফেল ! যা দেখালেন হৃদয়ের খেল!
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা সুন্দর মন্তব্য
অনেক ধন্যবাদ ভালো থাকুন
৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
ঢাবিয়ান বলেছেন: চা নাকি শরবত? চা তো কোনভাবেই মনে হচ্ছে না
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা হইলেই হইলো
খাইলাম তো আমি
মনে হইছে চা ই খাইছি । কারণ গাঢ় লিকার দিয়া আমিই বানাইছি
৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫
আবদুল্লাহ আফফান বলেছেন: ভাল লাগলো, গদ্যে মায়া জড়িয়ে লেখা।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
১০| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আমি একটুকরো আবেগ দেখতে পাচ্ছি!
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
হাবিব বলেছেন: আমি চুমুক দেবো না, হাতে নিয়ে চেটে চেটে খাবো........
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপনাকে মাঝে মাঝে কেনো তব দেখা পাই
চিরদিন কেনো পাই না হুহ
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
১২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
ইসিয়াক বলেছেন: মন্দ নয়তো, লাগলো ভালো।
আহা মরি মরি ! মন ভেজালো ।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়াৱ
ভালো থাকুন
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
মা.হাসান বলেছেন: পদ্মার গোলাপী পানি ।
থই থই ছলাৎ ছলাৎ।
ভাষা দেখিয়া আত্মহত্যা করিবার মুঞ্চায়। আত্মহত্যা করিলে নোট রাখিয়া যাইবো- আমার আত্মহত্যার জন্য কাজি ফাতেমা ছবির বেলাইনের গদ্যই দায়ি, ঠেলা বুঝিবেন। এখনো সময় আছে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, লাগিলেও ব্যাংকের ভল্টে অভাব নাই।
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা সর্বনাশ এমন অবস্থায় ফালাইলে আমার পোলা দুইটা কানতে কানতে জীবন যাইবো গা ভাই । মাফ দেইন যে;
বেলাইনের গদ্য আর দিতাম না ।
ভালো থাকিয়েন যে হুহ
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কাব্য কথাগুলো চমৎকার হয়েছে যেনো একেবারে চায়ের
ধোয়ার মতোই । চায়ের মধ্যে হার্ট শেপ সুন্দর হয়েছে।
অনেক ভালো লাগলো ব্যতিক্রমী এই লেখায় ।
ভালোবাসা রইলো আপু।
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন অনেক অনেক
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৫৯
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: একটু তাড়াহুড়ো ছিলো। তাও ভালো যে কবি রাবেয়া'র মতন ম্যাঁওপ্যাঁও হাহাকার নেই। প্রেম এমনি মিষ্টিই হওয়া উচিৎ।
আপনার চেষ্টাকে সাধুবাদ জানাই। দিনদিন আপনি চৌকষ হচ্ছেন।
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যদেরকে হেয় করে কথা বলে কষ্ট হয়। সবাই যে যার মতন লিখেন। যার যার আন্দাজ মন মানসিকতা মেধা যার যার মতন। আবেগ দিয়ে লিখলেই আমি সেগুলো কবিতা বলি ভালোবাসি তাদের লেখা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন
১৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: এলোমেলো শব্দের জলসিড়ি। দেখেছি। বেশ চমৎকার!
শিরোনাম বেশ ভয়ংকর রোম্যান্টিক!
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: আমি জেনে শুনে বিষ করেছি পান...
স্বপ্নের কোলাজগুলোর অভিব্যক্তি বেশ লাগলো।
শুভকামনা জানবেন।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩২
নীল আকাশ বলেছেন: ওয়াক থু থু।
এখনকার বাংলা নাটকগুলির প্রেমের ডায়ালোগ শুনলে আর এদের অভিনয়ের পরিবর্তে রঙ ঢঙ দেখলে ইচ্ছে করে পায়ের***** খুলে টিভির ভিতরে ঢুকে ইচ্ছে মতো *****। আর তার সাথে যে এই অসভ্য জিনিস লিখেছে তাকে আর যে ডাইরেকশন দিয়েছে তাকে।
বাংলা ভাষাটাই এর নষ্ট করে ফেলেছে। এদের এইসব প্রেম কাহিনী দেখলে নির্ঘাত শাহজাহান তাজ মহল বানাতেন না।
সে যাই হোক, আপনি একি এদের পদাংক অনুসরণ করার চেস্টা করছেন নাকি?
চা খুব ভাল জিনিস। এটাকে এদের তথাকথিত প্রেমের নামে অপকৃষ্টীর সাথে মেলাবেন না, অনুরোধ রইল।
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: নাটক ফাটক দেখি না বড় একটা। তাসীনের বাপে দেখলাম মুশাররফের হাসির নাটক দেখে। আমি মাঝে মাঝে উকি দেই আরকি। কী আর করার আছে। আগে হুমায়ূন আহমেদের নাটক দেখতাম কত মজা কইরা এখন তো আর সেই দিন নাই।
ধন্যবাদ ভাইয়া
১৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
কিরমানী লিটন বলেছেন: আমার কাছে বেশ ভালো লেগেছে। চমৎকার সুখপাঠ্য। আপনার নিকট আরও গল্প প্রত্যাশা করি। শুভকামনা কবি।
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ লিটন ভাইয়া
ভালো থাকুন
২০| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
করুণাধারা বলেছেন: ভালই তো লাগলো। মা. হাসানের এত আপত্তি কেন বুঝলাম না!
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
মা হাসান ভাইয়া কবিতা ভালোবাসে তো তাই । হাহাহা তার জন্য একটা কবিতা রেডি করতাছি
২১| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঐ বোন, পানের সাথে চুন লাগে, চায়ের সাথে টোষ্ট লাগে। সবাই মন্তব্য করে গেলো কেউ টোষ্ট দিলো না। যাক সেসব, আমার বোনকে আমি ট্ষ্টে দিচ্ছি। একেই বলে ভাই বোন। আসতেছি ক্যামেরাটা নিতে, কটকটি ওয়ালাকে দিয়ে দিবো দেখি ব্যাটা কতোগুলো কটকটি দেয় - অনেকদিন কটকটি খাই না।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আসলেই আমরা বলতাম ঘি ছমছম। কাঁচভাঙ্গা লোহা দিয়া কিনতাম । সেইসব দিন হারিয়ে গেলো আহা টোস্ট সকালে রুটি খাইয়াই এক কাপ দুধচা আর একটা টোস্ট খাই। মোটার চিন্তি তখন মাথায় থাকে না হাহাহা
অনেক ধন্যবাদ ভাইটি। ক্যামেরা রেডি রাখুম না আসলে রাগ করুম কিন্তু
২২| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
এস সুলতানা বলেছেন: গদ্যে গদ্যময় , মায়াময় লেখনী বেশ ভাল লাগলো,
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। অনেক ভালোবাসা রইলো
ভালো থাকুন অনেক অনেক
২৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: লেখক বলেছেন: অন্যদেরকে হেয় করে কথা বলে কষ্ট হয়। সবাই যে যার মতন লিখেন। যার যার আন্দাজ মন মানসিকতা মেধা যার যার মতন।
সমালোচনা কে আপনার হেয় করা মনে হচ্ছে কেনো? পাবলিক প্লাটফর্মে লিখবেন আর সবাইর ছানার্ঘ্যই কেবল প্রত্যাশা করবেন, কেমন কথা!! এখানেই আপনার সমস্যা।
ক্রিটিসিজম নিতে না পারলে লেখক পরিচয় দেবার কোন যোগ্যতাই থাকে না, বিশেষ করে ব্লগে তো নয়ই।
যে যার মতন লিখলেই হয়না। কেউ একদিনে লেখক হয়ে উঠেনা। একটা বিবর্তনের মধ্য দিয়ে একজন লেখক পরিনত হয়ে উঠেন। রুচী, মনন, বৈচিত্র এবং কাব্যমান অত্যন্ত জরুরী। কিন্তু তাদের মতন কেউ কেউ লেখার আগেই নিজেদের রবীন্দ্রনাথ ভাবতে শুরু করেন। ভাবের ভারে তাদের লেখক আর হয়ে উঠা হয়না।
লেখায় ফোকাস করুন। যত্নশীল হোন। ব্লগের 'লাইক', 'প্রিয়' আর 'কমেন্টে'র বাহবা সাহিত্যের মানদন্ড নয়। এমন লাইক কমেন্ট ভিখারি সস্তা জনপ্রিয় ব্লগার সামুয় অনেক আছেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: নেব না, নেব না, যাব অনেক দূর!!