নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বসন্ত, বিরহ আর জীবনের গান=

১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৪



©কাজী ফাতেমা ছবি

১/
চৈত্রের ঠাঠা রোদে পোড়ে যায় বসন্ত,অনন্ত তৃষ্ণায় কাতর,ঝলসে যায় প্রাণ
তবু চোখের কিনারে ঝলকে উঠে হাজার বছরের পুরোনো বসন্ত গান।
আজন্ম তৃষ্ণা মেটেনা,বসন্তরা ফিরে আসে রঙ বেরঙ ভালবাসা নিয়ে
তবু ভালোবাসি এই পৃথিবী,চৈত্রের খরা-কাঠফাঁটা মাঠ-ধূঁধূঁ শুকনো বালিচর
ভালোবাসি ফিরে আসা বসন্ত-গরম তপ্ত হাওয়া, দুপুরে মাথার উপর সূর্য।
বেলা পড়ে যায়, দিনের অথবা জীবনের-বাকি পড়ে থাকে কিছু সুখ স্মৃতি
কিছু কথা আর ফেলে যাওয়া ধূলো বালিতে মুছে যাবে জেনেও রেখে যাই কিছু পদচিহ্ন।

২।
তুই আর আমি হেঁটে যাই দুটো ভিন্ন পথ ধরে
আর দেখা হবে না জেনেও তুই অপেক্ষায় দাঁড়াস পথের বাঁকে।
স্মৃতির রঙ কেনো ফিকে করতে চাস্ বল্?
মন ছুঁতে না পারার আক্ষেপ রেখে যাস্ মেঠোপথের ধূলিতে,
পথের বাঁকে এলেই আমি হারিয়ে যাই বৈরী হাওয়ায়;
কেমন যেনো খাঁখাঁ বুকের নদী-ঢেউ নেই উচ্ছ্বলতার।
অত:পর তুই আমি হেঁটে যাই আবার দুটো ভিন্ন পথে
যে পথের মোড় বদলে গিয়ে মিশেছে অন্য কোনো পথে।

৩।
লুকিয়ে কান্নার দিন শেষ-আমি কান্না লুকাতে পারি না
চোখের কিনার ভিজে উঠলেই দু'জন এসে অশ্রু মুছে নেয় আঙ্গুলে
বলে উঠে কেঁদো না মা-আমরা তো আছি।
তবু ভেতরে কান্নার যে সমুদ্র উছলে উঠে
তাকে সামলাবে এ ক্ষমতা রাখে কে!



৪।
মন বড্ড বেহিসেবী, ভালোবাসার লেনাদেনার কোনো খসড়া খাতা নেই
বিনিময়ে বাকির খাতায় পড়ে আছে একগাধা অভিমান
কে দেখে খুলে-সেইসব ফেলে যাওয়া অভিমান
মানিয়ে নেয়া জীবনের এক কোণে পড়ে আছি অথৈ শান্তি মনে নিয়ে।
দীর্ঘশ্বাসের প্রহরগুলো কি কেবল আমারই হওয়ার কথা ছিল?
অথবা কেউ জানে না এ মনের হাল হকিকত!
কতটা অপূর্ণতার জালে বুনা বুকের খাঁচা
কেবল শূন্য পড়ে থাকে, ভালোবাসাহীন।
(১৯-০৩-২০১৮)


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অবিরাম ভালবাসা
ক্ষীণ হয় না আশা!
বাতাসের গতি চলছে
তার পূর্ণতা-----------

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ!

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৩| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৩

এম ডি মুসা বলেছেন: উপরে ছবিটা অনেক সুন্দর হয়েছে

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাই
ভালো থাকুন অনেক অনেক

৪| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩

সাইফুলসাইফসাই বলেছেন: ঝলক সুন্দর!

২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন

৫| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি মন্তব্য পড়লাম
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.