নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=রং বাহারী কাব্য কথা=

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯



=কত যন্ত্রণা পুষে রাখি বুকে=
১। অজস্র যন্ত্রণা পুষে রাখি বুকে
বলা যায় না কাউকে
আকাঙ্খা যেন নদীর এপার ওপার
আমি বসে থাকি ওপারে,
আসার পথ আর পাই না খুঁজে।

২। মনের তাকে সাজিয়ে রাখি আমার দুঃখ সুখের কবিতাগুলো
সেখানে পড়তে দিই না ধুলো,
কেউ দেখবে না হয়তো খুলে,
যদি খুলে আমি সার্থক, জানি কেউ একজন হয়তো রাখবে মনে
কেউ কেউ যাবে ভুলে।

৩। শব্দের সাগরে হাবুডুবু খাই
ছন্দের জলে পারি না কাটতে সাঁতার
ডুবে যাই, ভেসে ভেসে যদি ধরতে পারতাম
কবিতার অলংকারগুলো তুলে নিতে
হয় না আমার আর
মনের মাধুরি মিশিয়ে মানসম্মত কবিতা লিখা।

৪। একটা আলমারি বানাবো, তাতে সহস্র তাক
সেখানে তুলে রাখবো আবেগ, আহলাদ
তুলে রাখবো অভিমান অথবা কিছু বিরহ,
আর রাখবো অপ্রাপ্তিগুলো।

তাকে তাকে সাজিয়ে রাখবো হাজার দীর্ঘশ্বাস
রাখবো বিতৃষ্ণা কিছু
রাখবো তিক্ততা, আর শূন্যতা,
রাখবো তুলে তোমার আমার দুরত্বের গল্প।

৫। ঘুম আর মৃত্যু একই কী,
ঘুমে তলিয়ে গেলে তো স্বপ্ন'রা দেয় হানা
মৃত্যুতে ডুবে গেলে স্বপ্ন কী আসবে চোখ ছুঁতে
আযাবের উন্মান সয়ে নেয়ার ক্ষমতা কী পাবো,
নাকি বোবা চিৎকারে গোরও ওঠবে কেঁপে।

ঘুমে আচ্ছন্ন হলে তো আরাম এসে দেহে করে ভর
মৃত্যুতে ঘুচে যাবে কী অসুখের বেদনা
কেমন হবে পরের জীবন
ভাবলেই শিউরে ওঠে গা!
©কাজী ফাতেমা ছবি
২৯-০২-২০২৪

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কিন্তু ছবি দেখতে পাই না কবি ছবি আপা
ভাল থাকবেন-----------

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী যে হল জানি না সরি

ধন্যবাদ আপনাকে

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩

এ পথের পথিক বলেছেন: ঘুমে আচ্ছন্ন হলে তো আরাম এসে দেহে করে ভর
মৃত্যুতে ঘুচে যাবে কী অসুখের বেদনা
কেমন হবে পরের জীবন
ভাবলেই শিউরে ওঠে গা!
©কাজী ফাতেমা ছবি
:( :(

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৮

রানার ব্লগ বলেছেন: ১ নং এর লাস্ট লাইন

ফেরার পথ আর পাই না খুঁজে।

এটা শুনতে কানে ভালো লাগে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.