নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একদিন বন্ধু ছিল আমাদের=

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫



বন্ধু ছিল অতীতে
সারি বেঁধে স্কুল ইউনিফর্ম পরে
কাঁধে ঝুলিয়ে বইয়ের ব্যাগ
আমরা ধুলো উড়িয়ে হেঁটে যেতাম মেঠোপথে।

একদা আমাদের চোখে রঙিন স্বপ্ন ছিল
হাওয়ায় উড়িয়ে স্বপ্নগুলো
আমরা খুঁনসুঁটি দুষ্টুমিতে ভরে তুলতাম পথ
আমার পাশ ঘেঁষে সাঁই সাঁই করে ছুটে যেত
সাদা বকের দল।

কখনো নরম পালক ছেড়ে যেত,
নরম পালকের মত স্বপ্ন, বকের রঙের মত মন
শুদ্ধতা মেখে হেঁটে যেতে রংবাহারী বুলি রেখে ঠোঁটে
অযথাই হেসে গড়িয়ে পড়তাম বন্ধুদের উপর।

দেখা না হলে একদিন,
কথা না বললে একটু
পেটের ভেতর হুড়মুড় করে ভেঙ্গে পড়তো বিতৃষ্ণা
ছটফট মন, নির্ঘুম রাত্রি শেষে
অপেক্ষায় থেকে যেতাম স্কুলে যাওয়ার প্রহর পর্যন্ত।

বন্ধু বলতে বন্ধু, আমরা বালিকা বিদ্যালয়ের ছাত্রী
ঠোঙায় মুড়ি ভর্তি, মুখে কত গল্প,
আর হাঁটার পথে যেন ভেঙ্গে পড়তো কাঁচভাঙা হাসি
রয়ে গেল মনোলোভা স্মৃতি সেই সেই দিনগুলোর বুকে।

বন্ধুরা ভাবিনি, যে যার মত হবো দূর দ্বীপবাসিনী;
দেখা হবে না, কথা হবে না আর,
চেনামুখ অচেনা হবে একদিন
সেই দিনগুলো ফিরে পেতাম যদি !

যে যার পেশায় ন্যস্ত, ব্যস্ত জীবনের ভার কাঁধে নিয়ে
কেউ কী আর কাউকে ভাবি
তবুও অপ্রাপ্তি যখন সামনে এসে দাঁড়ায়
স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠে নিমেষে।
©কাজী ফাতেমা ছবি
১১-০২-২০২৪

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্মৃতিময় কবি

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

জটিল ভাই ২.০ বলেছেন:
সাধারণ নয়!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
আপনি ব্যস্ত আছেন নাকি
ইদানিং দেখি না ব্লগে

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩০

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সু্ন্দর স্মৃতির কবিতা

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪১

এ পথের পথিক বলেছেন: আহ । পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন ।
বন্ধুদের সাথে ক্লাস চলাকালীন সময়ে অনেক গল্প গুজব করেছি । এক ক্লাসে যদি কেউ কথা না বলত অনেক খারাপ লাগত ( বলে বুঝানোর মত না ) । অথচ সবাই এখন কত দুরে :( , সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, আরেহ কত বছর চলে গেল বন্ধুর সাথে আর কথা বলা হয়ে উঠল না :(

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আমাদের সময় কত আনন্দে দিন কেটেছে। আর এখন বাচ্চারা বাসায় তাড়াতাড়ি এসে যায় মোবাইল খেলবে বলে।

ধন্যবাদ আপনাকে

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে পঞ্চম শ্রেনীর স্টুডেন্টের লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.