নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমি পাখি হতে চাই তোমার বুক আকাশে=

২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০০


উন্মুক্ত করে দাও কবোঞ্চ বক্ষ, আমার আকাশ হোক নীল সাদা
আমি পাখি হবো, উড়বো স্বাধীন ডানা মেলে,
নিশ্চুপ তাকাও, মুগ্ধ হও... মন তোমার মনের সাথে বাঁধা,
কিছুটা সময় আমার হোক, যেমন ইচ্ছে তেমন এলেবেলে।

আমি পাখি তুমি আকাশ, অথবা হতে পারি ঘুড়ি,
নাটাই রেখো না ধরে, তোমার বুকেই না হয় উড়ি,
বায়নার পেটে আজ বসিয়ো না ছুরি,
অশীতিপর বয়স আমার তবুও যেন হলো আজ কুড়ি।

মনের বয়স বাড়িয়ে লাভ কী বলো, থাকি না এমন ছন্নছাড়া,
তুমি শুধু থাকো ছুঁয়ে, যেমন মেঘ থাকে আকাশের সাথে মিশে;
এই তুমি কী জানো! মাঝে মাঝেই আমি সুখে হই আত্মহারা,
ইচ্ছেগুলো বড্ড বেহায়া.....নিমেষেই হারিয়ে ফেলে দিশে।

একটি উষ্ণ প্রহর দেবে আমায়, আমার আকাশ হবে তুমি?
তুমি শুধু চুপ, তবে ঠোঁটে রেখো মিহি হাসি,
দেখো তাকিয়ে আকাশটাও সাদা নীল মেঘ স্বচ্ছ,
রেখে দাও আজ ক্যালকুলেটরের আঙ্গুল রাখার গোঁয়ারতুমি;
জানো না একটুও, রাখোনি মনের খোঁজ, আমি উড়তে ভালোবাসি,
দিতে পারো মুঠো ভরে সাদা মেঘফুল গুচ্ছ।

আনমনা মন আমার আকাশে তাকিয়ে দেখি তোমার প্রতিচ্ছবি,
ভালোবাসার প্রহরগুলো এমন হোক, আকাশ যেমন,
আকাশের বুকে উড়ে বেড়ায় পাখি ডানা মেলে, পাশে থেকে
দেখে যায় রোদ্দুর রবি;
আমিও তুমি ছুঁয়ে থাকি ইচ্ছে, শুনি ভালোবাসি কথন,
আমিও মেঘের মত, নীল ছুঁয়ে যেমন, থাকি ইচ্ছে তেমন,
দুজন মিলে মন বাড়িটা সাজাই চলো যতন।
©কাজী ফাতেমা ছবি
২১-০৭-২০২০

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় প্যারাটা এত ভালোলাগলো বুঝানোর ভাষা নেই।++++

২| ২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৬

নজসু বলেছেন:



মনটা ভীষণ খারাপ লাগছে আপা।

৩| ২১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২২

জুল ভার্ন বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা! ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.