![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ছোট ছোট ফুল শিশুরা
সুর কলরব সুখ আনন্দ
বিদ্যালয়ের রুমের ভিতর,
তুলেছিল হাসির ছন্দ।
কেউ বা হাঁটছে বারান্দাতে
কেউ বা হাসে - বেঞ্চে বসে
কেউ বা দৌঁড়ায় সবুজ মাঠে,
বেড়ায় কেউ বা রুমে চষে।
হাসিগুলো মিলায় হাওয়ায়;
যেতে হবে গোরের ঘরে
ফুল শিশুরা জানতো কী আর,
কিয়ামত যে একটু পরে!
কেউ তো আহা, করেনি আঁচ,
কোথা হতে আসলো বিপদ
কে বা জানতো এখানে আর
ফুল শিশুরা নয় নিরাপদ।
পাখির মত ডানা মেলে
ফুল শিশুরা উড়তো মাঠে,
টিচার এসে বলতো বুঝি;
মনোযোগ দাও পড়া পাঠে।
কত শত দুষ্টুমি যে
বিদ্যালয়ের রুমে রুমে;
কেউ কী জানতো খানিক বাদে
যাবে তারা চির ঘুমে।
কী হাহাকার মা বাবাদের;
হাওয়ায় মিলায় শোক আর্তনাদ,
কত শত পরিবারে
পড়লো ধ্বসে বজ্র নিনাদ।
জান্নাতের ফুল ওগো প্রভু
রেখো তাদের জান্নাত ঘরে;
শোক ক্ষমতা মাতা পিতার
বুকে সাজাও থরে থরে।
©কাজী ফাতেমা ছবি।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৯
সেজুতি_শিপু বলেছেন: ভালো কবিতা।