নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমি আর লিখব না=

৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০১



কত কবিতাই তো লোকজন লিখে মনের মাধূরী মিশিয়ে
শব্দের পর শব্দ সাজিয়ে, মনের যত অব্যক্ত কথন;
মূল্যায়ন হয় না অবশেষে, কবিতার প্রতি মন যায় বিষিয়ে।
ঝরে যায় অনেকেই
আর থেকে যায় অনেক অকবি কবিতার ভাগাড়ে
কবি’রা তবে বাঁচবে কি নিয়ে?

আমি কবি নই, নিম্নমানের শব্দ অকবিতার পাতা জুড়ে;
চাই না কেউ আমায় লেখিকা বলুক অথবা কবি,
অথচ যারা লিখছে অবিরত, সুন্দর, শব্দে আছে মাধুর্য,
ভালোবাসা বিষাদ বিরহ অথবা সমাজ নিয়ে কলিজা কুরে কুরে,
তাদের কবিতাগুলো গুমড়ে কাঁদে খাতার পাতায় পাতায়;
হয় না মূল্যায়ন, ভালো কবিতা ফেলে মানুষ তুলে নেয়
লুতুপুতু মানহীন কবিতাগুলোকে।

মন বিষাদে ছেয়ে যায় এবেলা, তবে আমি কী আর লিখি
ছিঁড়ে ফেলে দেবো কবিতার খাতা, লিখবো না আর কিছু
পুরষ্কার পেয়ে অকবিতাগুলো হাসে দাঁত খিঁচিয়ে,
বারবার হাজারবার তারা জিতে যায়,
একই চিত্র একই ছবি ভেসে উঠে কবিতার বিচারে
বিচারের মানদন্ড তবে কোনদিকে হয় ধাবিত
কেনো তবে
মান ভালো কবিতার মূল্য থাকে না সিকি।
©কাজী ফাতেমা ছবি
৩১/০৮/২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৭

জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: যুগ হয়তো কবিকে চিনে না, কিন্তু কবিতা তার সময়কে চিনিয়ে দেয়। এই কবিতার রক্ত, এই শব্দের বিষাদ — অবশেষে ইতিহাসে জায়গা করে নেবে।

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ
অনেক ধন্যবাদ জুনায়েদ ভাইয়া

অনেক ভালো থাকবেন ফি আমানিল্লাহ

২| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফুল কেন ফুটে ???
......................................................
ভালবাসার জন্য ?
নিষ্ঠুর ব্যক্তির জন্য ??
কোন প্রতারকের জন্য ???

...............................................................
নিজ আনন্দে প্রকৃতির ডাকে আমরা ফুল পাই
আনন্দিত হই !
তেমনি কবি তার নিজ আঙ্গিনায়
বিচরন করে , কবিতা লেখে , গল্প বানায়
বা অভিজ্ঞতার আলোকে কাব্য গ্রন্থ লেখে ।
................................................................
বিষাদ, বেদনা, থেকে অনেক বিখ্যাত রচনা আমরা
দেখতে পাই,
তেমনি ছবি আপার বর্তমান অবস্হা থেকে
আরও বড় কিছু পাবো বলে মনে করছি ।

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য সব সময় অনুপ্রেরণার উৎস

অনেক ধন্যবাদ স্বপ্ন
ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৪

এম ডি মুসা বলেছেন: চমৎকার আপা। আমি আসি কম এখানে। আপনার কবিতা গুলো কম পড়া হয়। তবুও আপনার গদ্য পদ্য কবিতা গুলো অসাধারন লিখেছেন।

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
অনেক ভালো থাকবেন

আমিও মনে হয় কম আসবো। নতুন অফিসে জয়েন করছি। সেখান থেকে ব্লগে ঢুকতে পারবো কি না জানি না।

৪| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার উপলব্ধি সত্য, সত্য আপনার কথন।
কবিতায় দিলাম ভালোলাগা, মনের মতন। B-)

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া

আপনাদের মত গুণী মানুষেরা আমার ব্লগে আসলে খুবই ভালৈা লাগে। এসব মন্তব্য অনুপ্রেরণার উৎস

ভালো থাকুন সবাইকে নিয়ে

৫| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখালেখি স্বার্থহীনভাবেই করতে হয়। কে মূল্যায়ন করল, কে করল না; সেটা না ভাবাই ভালো।

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কথা ঠিক। কিন্তু খালি আমার লেখার জন্য কবিতাটি লিখিনি। অনেক ভালো মানের কবিতায় কেউ মন্তব্য করে না। অবহেলা করে। আর ভালো কবিতা পুরস্কারও পায় না এমন অনেক দেখেছি

ধন্যবাদ সাধু
ভালো থাকুন সবাইকে নিয়ে

৬| ০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: আপনার কবিতার ভাবনা গুলো সব সময় আমার ভালো লাগে

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামিয়া আপু তোমার লেখাও আমার খুব পছন্দ। ভালো থাকো বইন
ফি আমাানিল্লাহ।

৭| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:১১

কাছের-মানুষ বলেছেন: ভাল লিখেছেন। আপনি কবি ডাক না শুনতে চাইলেও আমাদের ব্লগারদের কাছে আপনি একজন খাটি কবি!

কবিতায় ভাললাগা রইল অনেক।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাছের মানুষ

সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা
কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।

ব্লগে নিয়মিত আসতে পারবো কি না জানি না। অফিস পরিবর্তন হয়ে গেল সহসা।

দোয়া করবেন

৮| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতার ভেতরে যে তীব্র অভিমান, বেদনা আর একরাশ নিরাশার স্রোত বয়ে গেছে তা সত্যিই স্পর্শ করেছে।
শব্দচয়ন ও অনুভূতি মিলে আপনার কবিতাটি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তবে একথাও বলতে চাই আপনার
প্রতিটি কবিতা যেমন পাঠকের মনে আলোড়ন তোলে, তেমনি পাঠকের মন্তব্যও আপনার প্রতি মমতা, ভালোবাসা
ও আন্তরিক সংযোগের বহিঃপ্রকাশ।

অনেক সময় দেখা যায়, আপনি কবিতার উত্তর না দিয়ে নীরব থাকেন, নতুন কবিতা লিখে পোস্ট করেন। এতে
যারা আপনাকে ভালবাসা দিয়ে, সময় দিয়ে ,শ্রম দিয়ে মন্তব্য করেন, তারা প্রত্যাশিত সাড়া না পেয়ে মন খারাপ
নিয়ে ফিরে যান। পাঠকের সাথে সেই সংযোগ হারালে, তাদের কবিতা পড়ার টানও কমে আসে যা একজন
কবির সৃষ্টিশীল যাত্রায় দুঃখজনক।

আপনার কবিতার মতো আপনার উপস্থিতিও পাঠকের কাছে জরুরি। হয়তো প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া সম্ভব নয়,
তবে যথাসময়ে সাড়া দিলে পাঠকের ভালোবাসা আরও বহুগুণে বেড়ে যাবে। তখন কবিতার বেদনা শুধু কাগজে নয়,
পাঠক ও কবির একাত্মতায়ও ভাগাভাগি হবে। তা না হলে একদিন হয়ত বা দেখা যাবে "আমি আর লিখানা" কথাটি
ফলেও যেতে পারে ।

২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কাজটা আগে করতাম। এখন কবিতার মন্তব্যের উত্তর দিয়ে তারপর কবিতা পোস্ট করি। ভাইয়া আসলে ব্লগে পোস্ট করতে মন চায়। ব্লগে পোস্ট পড়তেও মন চায় । কিন্তু সময়কে তো আর ধরতে পারি না। দু঳খিত আমি খুবই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া নিজস্ব পিসি নাই-যাতে ইচ্ছে মত ইউজ করতে পারি।

আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি। ভালো থাকুন ভাইয়া। মূল্যবান মন্তব্য আমার জন্য সুন্দর দিশা হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.