![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
অত্যাচারী ছিলে, দিলে হয়তো ছিল রহম কম,
মৃত্যুপুরীতে কী করে ফেলেছিলে দম?
ভালো করেছো, বেয়েছো উন্নয়নের সিঁড়ি,
স্বপ্ন ছিল হয়তো আরও পাহাড় গিরি!
এই দুনিয়া ধার ওধারের জায়গা, জানো সেকি?
জানো, প্রকৃতি ছাড় দেয় না এক সিকি,
বুকে অদম্য সাহস ছিল আঁকড়ে ধরলে ক্ষমতা,
প্রয়োজনে ভুলে গেছো বুকের মমতা!
লাশের উপর বিছিয়েছো ক্ষমতার চাদর
ভেবেছিলে অনন্তকাল পাবে মোহের আদর,
জেলে পুরেছো, দিয়েছো নির্দোষেরে সাজা,
তুমি কী ছিলে বাপু দুনিয়ার অনন্ত রাজা!
ঠোঁটে মেরে দিয়েছিলে তালা
বাড়িয়েছো কত মায়ের বুকে জ্বালা,
তোমার পতনে মানুষের উল্লাস, সেকী দেখছো তুমি?
শেষ পর্যন্ত হারতে চাও নি, করেছো গোঁয়ারতুমি।
কর্মের ফল ভোগ করতে হয় এখানে অথবা আখিরাতে
যেমন কর্ম তেমনি ফলাফল বরাতে,
একে একে বেরোবে কান্ডকলাপ তোমার,
মনে আছে ২০১৩ তেও কান্ড ঘটিয়েছিলে ধুন্ধুমার?
কত পরিবার করে দিয়েছো শেষ, এখনও তাদের চোখে কান্না আছে ঝুলে
সেই কান্না হতেই তুমি নিয়েছিলে মণিমুক্তা তুলে,
দম্ভে ভরা মন নিয়ে হেঁটেছিলে দুনিয়ার পথ
ক্ষমতায় থাকবে চিরকাল নিয়েছিলে সে শপথ।
দেখো তাকিয়ে, ঠোঁটের তালা গেছে খুলে
নাও এবার হীরা ফেলে কাঁচ তুলে,
অসম্মানের শেষ সীমানায় পৌঁছেছো, শত্রুও কেঁদে দেয় দেখে
যেমন করেছিলে অন্যের সাথে - তেমনি লাঞ্ছিতের রঙ নাও মুখে মেখে।
©কাজী ফাতেমা ছবি
০৬-০৮-২০২৪
©somewhere in net ltd.