নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কর্ম যেমন, তেমনি হয় ফলাফল=

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৭


অত্যাচারী ছিলে, দিলে হয়তো ছিল রহম কম,
মৃত্যুপুরীতে কী করে ফেলেছিলে দম?
ভালো করেছো, বেয়েছো উন্নয়নের সিঁড়ি,
স্বপ্ন ছিল হয়তো আরও পাহাড় গিরি!

এই দুনিয়া ধার ওধারের জায়গা, জানো সেকি?
জানো, প্রকৃতি ছাড় দেয় না এক সিকি,
বুকে অদম্য সাহস ছিল আঁকড়ে ধরলে ক্ষমতা,
প্রয়োজনে ভুলে গেছো বুকের মমতা!

লাশের উপর বিছিয়েছো ক্ষমতার চাদর
ভেবেছিলে অনন্তকাল পাবে মোহের আদর,
জেলে পুরেছো, দিয়েছো নির্দোষেরে সাজা,
তুমি কী ছিলে বাপু দুনিয়ার অনন্ত রাজা!

ঠোঁটে মেরে দিয়েছিলে তালা
বাড়িয়েছো কত মায়ের বুকে জ্বালা,
তোমার পতনে মানুষের উল্লাস, সেকী দেখছো তুমি?
শেষ পর্যন্ত হারতে চাও নি, করেছো গোঁয়ারতুমি।

কর্মের ফল ভোগ করতে হয় এখানে অথবা আখিরাতে
যেমন কর্ম তেমনি ফলাফল বরাতে,
একে একে বেরোবে কান্ডকলাপ তোমার,
মনে আছে ২০১৩ তেও কান্ড ঘটিয়েছিলে ধুন্ধুমার?

কত পরিবার করে দিয়েছো শেষ, এখনও তাদের চোখে কান্না আছে ঝুলে
সেই কান্না হতেই তুমি নিয়েছিলে মণিমুক্তা তুলে,
দম্ভে ভরা মন নিয়ে হেঁটেছিলে দুনিয়ার পথ
ক্ষমতায় থাকবে চিরকাল নিয়েছিলে সে শপথ।

দেখো তাকিয়ে, ঠোঁটের তালা গেছে খুলে
নাও এবার হীরা ফেলে কাঁচ তুলে,
অসম্মানের শেষ সীমানায় পৌঁছেছো, শত্রুও কেঁদে দেয় দেখে
যেমন করেছিলে অন্যের সাথে - তেমনি লাঞ্ছিতের রঙ নাও মুখে মেখে।
©কাজী ফাতেমা ছবি
০৬-০৮-২০২৪

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

ব্লগে আসার চেষ্টা করছি।

১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ বিজন দা ভালো আছি;

আর আমি ব্লগে আসা বা লেখার সুযোগ হারিয়েছি। আবার নতুন জায়গায় পোস্টিং

আপনি কেমন আছেন?

দোয়া করবেন

২| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: তাই নাকি!

আচ্ছা যেখানে গিয়েছেন সেখানে ভালো থাকবেন।

কথা হবে।

২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা । দোয়া করবেন

ভালো থাকুন

৩| ১৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

মিরোরডডল বলেছেন:




শুভ জন্মদিন ছবিপু।
ভালো থেকো।

২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু মনে রেখেছো.. এই ভালোবাসাটুকু অন্তরে গেঁথে রাখলাম। ভালো থাকো সব সময় দোয়া করি।

৪| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১:২৬

ডঃ এম এ আলী বলেছেন:




শুভ জন্মদিনে করুনাধারার পোস্টে আপনার জন্য লেখা
জন্মদিনের শূভেচ্ছা বাণীটি এখানে তুলে দিয়ে গেলাম ।

ছবি আপুর জন্মদিনে শুভেচ্ছা

মনোরম ছবির মতো জীবন আপনার
প্রতিদিন দৃষ্টি নন্দন সৌন্দর্যে ভরা
কবিতার ছন্দে নিত্যদিন প্রেম গাথা
ব্লগের পাতায় পাতায় ছড়িয়ে যাওয়া।

ব্যাংকের অঙ্কে এক নির্ভরতার ছায়া
ধর্মের আলোয় জ্বলে সংসারের মায়া
মমতার স্রোতে নবীগঞ্জের খোয়াই নদী
পরশে যার প্রকৃতি পায় হৃদয় খুঁজি।

আজকের দিনে প্রার্থনা একটাই
সুখ আর শান্তি থাকুক তব সাথেই
শত বর্ষা শত বসন্তের শত ছবি গান
জীবনের প্রতিটি ক্ষণ হোক কল্যাণ।

শুভ জন্মদিন, স্নেহময়ী এক জননী
সকলের জীবন হোক অতি সম্মানী !

২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি কবিতা সেটা আমার জন্য ভাবতেই গর্বে বুক ভরে যায় ভাইয়া।

কবিতাটি আমি ফেইসবুকে পোস্ট করবো ইংশাআল্লাহ।

ভালো থাকুন। দোয়া করি আপনার পরিবারসহ আপনি সুস্থ ও নিরাপদ থাকুন
ফি আমানিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.