![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নামাজ ভুলে কেমনে মানুষ, থাকো সারাবেলা
রঙ্গ রসে দিন কেটে যায়, ভাসাও সুখের ভেলা,
তোমার পাশে পড়ে নামাজ, তুমি বসে থাকো
বিমুখ হয়ে নামাজ হতে, মনে মোহ আঁকো।
দেখাদেখি পড়ো নামাজ, এক ওয়াক্ত মাত্র,
আল্লা'র কাছে মানুষ তুমি, উপহাসের পাত্র,
ঠাট্টা করো নামাজ নিয়ে, কলজে কত বড়,
সময় থাকতে পাঁচ ওয়াক্ত, নামাজ এবার ধরো।
খাচ্ছো দাচ্ছো করছো ফূর্তি, সময় কত পাচ্ছো
শুয়ে তুমি আরাম বিছনায়, সুখের গানও গাচ্ছো,
পড়তে নামাজ পাওনা সময়, শ 'বাহানা আঁটো,
নামাজ ছেড়ে তবু কেন, পাপের পথে হাঁটো।
মুঠোফোনের ইন্টারনেটে, পার করছো ক্ষণ হাজার,
বসাও তুমি আপন মনে, সেথায় গেমের বাজার,
আযান হলে রাখো না ফোন, নামাজ থাকো ভুলে,
আমলনামায় রাখলে তুমি, পাপই কেবল তুলে।
রান্না করো মনোযোগে, সংসার করো সুখে,
লও না একবার আল্লাহর নাম, নারী তুমি মুখে,
বাচ্চা পালো স্কুলেও যাও, দায়িত্ব হয় পালন
মনে তবু করো না হায়, আল্লাহকে লালন।
টিভি দেখো সন্ধ্যা হলে, নামাজ দূরে রেখে,
নিলে নারী নিত্য দিনই, চোখে মোহ মেখে,
জায়নামাজে ঠাঁয় দাঁড়াও না, একবারও ভুল করে
থাকলে কেবল সুখ শান্তিতে ইহ নিয়ে পড়ে।
নামাজ নিয়ে বললে কথা, পাই না সময় বলো,
ভ্রান্তি চোখে নিয়ে তুমি, পাপের পথে চলো,
যাও না শুধরে থাকতে সময়, মনকে করো শুদ্ধ,
নামাজ পড়ে দাও না করে, শয়তানের পথ রুদ্ধ।
©কাজী ফাতেমা ছবি
২৪/০৮/২০১৯
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বিজন দা।
ব্যস্ততার কারণে ব্লগে উপস্থিতি বেশী একটা দিতে পারি না।
ভালো থাকুন সবাইকে নিয়ে
২| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: উত্তম কবিতা-
প্রতিদিন চেষ্টা করি তবু হয় নিত্য নামাজ কাজা
ভয়ে থাকি পরকালে আছে কঠিন সাজা!
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: যেভাবেই হউক পড়ে নিবেন। অন্তত ফরযটুকু
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় আপা।
আল্লাহু আকবার।
আপনার কবিতাটি সত্যিই দারুণভাবে মানুষকে নামাজের গুরুত্ব বোঝাতে সাহায্য করবে। প্রতিটি স্তবকেই জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রিয় আপা। টিভি, মোবাইল, ভোগ-বিলাস আর আমাদের নামাজের অবহেলা তুলে ধরেছেন। মনে করিয়ে দিয়েছেন যে আসলেই সময় থাকতে নামাজ ধরা জরুরী।
কথায় বলেনা, "তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো।"
কবিতাটা পড়তে পড়তে বুকটা হু হু করে উঠলো। সত্যিই আমরা নামাজকে অবহেলা করি, অথচ নামাজই আমাদের রক্ষা করবে। আপনার লেখার প্রতিটি লাইনে যেন আমাদের ভুলগুলোর আয়না দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ, সময় থাকতে নামাজকে আঁকড়ে ধরবো।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের তাওফিক দান করুন। এ কবিতা সবার জন্য হোক এক অনুপ্রেরণা।
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া। অনেকেই দেখেছি নামাজের সময় উচিলা খুঁজে অথচ সময় ছিল তার নামাজের জন্য
আশে পাশে আত্মীয় স্বজন অনেকেই নামাজ অনায়াসে ক্বাযা করে ফেলে ।েএমন দেখলে ভয় লাগে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ ভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।
আমিন
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন কবি আপু
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকুন অনেক অনেক
৫| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩০
জিনাত নাজিয়া বলেছেন: সায়মা আপু,অনেক সুন্দর লিখেছ। ক্বাজা না করেই নামাজ পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে সহ তোমার পরিবারকে ভালো রাখুন,আমিন।
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই আপু। শায়মা আপারে বেশী ভালোবাসো হাহাহাহাহা
৬| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৩
জিনাত নাজিয়া বলেছেন: ছবি আপা,ভুলে সায়মা আপু চলে গেছে। সরি ফর মিস্টেক।
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই বইন। মিস্টেক েহতেই পারে
ধন্যবাদ
৭| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: অত্যন্ত সুন্দর কবিতা লিখার জন্য আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। লিখায় লাইক থাকলো। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ।
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইফতেখার ভাইয়া
অনেক ভালো থাকুন। ফি আমানিল্লাহ।
৮| ২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪১
ছএসঅছ বলেছেন: শায়মা আপারে বেশী ভালোবাসো হাহাহাহাহা milestone credit card
২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: উপস্থিতি দিয়ে গেলাম।