![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এই গরমে হাপাচ্ছো খুব, স্নান সেড়েছো ঘামে?
সময়গুলো চুপ বিকিয়ে - দিচ্ছো কষ্টের দামে?
পেরেশানী মাথার উপর, তিক্ততা খুব মনে?
ইচ্ছে হারাও দূরে কোথাও, পাহাড় পর্বত বনে?
দীর্ঘশ্বাসের লহর উঠে, নাকে মুর্হুমুহু?
সুখের পাখি মনের শাখে ডাকে না সুর কুহু?
কষ্ট বুঝি মনের মাঝার, বিতৃষ্ণার ক্ষণ পাশে?
ইচ্ছে লাগে নিরিবিলি, বসতে সবুজ ঘাসে?
ব্যথার সাগর দিচ্ছো পাচ্ছি, তুমি একলা একা?
হচ্ছে না আর ছন্দ দিয়ে, প্রেম কবিতা লেখা?
ভাবনা অথৈ মনের মাঝে, দিবানিশি পুষো,
কোন সে অংক মনের খাতায়, চুপসে বসে কষো?
আনমনাতে যাচ্ছো হেঁটে, পথের বাঁকে বাঁকে
ভাবছো তুমি মনের খবর, কে বা আর ঠিক রাখে?
সুখী সময় হারাচ্ছো যে, পেরেশানী করে,
মন কী তোমার আছে বন্ধু, তোমার মনের ঘরে?
কী হবে আর কষ্ট পুষে? এই শুনো না অল্প
সুন্দর করে দেবো সময়, করো যদি গল্প!
দুঃখ ব্যথা সব ভুলিয়ে, দেবো তোমার আজই,
রাখতে পারি তোমার সাথে, সুখি হওয়ার বাজি।
এসো পাশে বসো একটু, শুনো কথা আমার,
মন জমিনে গড়ে দেবো, উচ্ছ্বলতার খামার।
কষ্ট কষ্ট আর করো না, দাও উড়িয়ে হাওয়ায়
আর পুড়ো না বিষণ্ণতায়, একাকিত্বের তাওয়ায়।
অল্প কষ্ট অধিক খুশি, জীবনে যায় আসে,
হায় বুঝো না সুখগুলো যে তোমায় নিয়ে ভাসে।
অনুভবে নাও বুঝে নাও, ভালোবাসার স্পর্শ,
নিয়ে আসো মনের মাঝে, এক সমুদ্দুর হর্ষ।
একবার তুমি দাও বলে দাও, তোমার ভালোবাসি
যাবে কষ্ট প্রেমের জলে, দেখবে আজই ভাসি।
ভালোবাসি দিলাম বলে, লাগলো কেমন শুনে,
এবার তুমি কষ্ট ঠেলে, প্রেম স্বপ্ন যাও বুনে।
©কাজী ফাতেমা ছবি
২৫/০৮/২০১৯
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: বলেন কী দাদা। লজ্জা পেলাম। কার সাথে তুলনা করলেন । কৃতজ্ঞতা রইলো দাাদ
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০০
বিজন রয় বলেছেন: আপনি মনে হয় আমাদের এযুগের বেগম রোকেয়া। বেগম রোকেয়া কবিতা লিখলে মনে হয় এভাবেই লিখতেন। তবে হ্যাঁ, আপনি যদি আরো সময় পেতেন তো কত যে লেখা লিখতেন, সেটা ভেবে অবাক হই।
শুভসন্ধ্যা।