নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=রোদহীন দিনে উড়ে বৃষ্টির হাওয়া=(চায়ের কাপে টুংটাং সুর-৯)

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭


এমন আরাম হাওয়ার বুকে, এমন দিনে
চা'কে বেঁধে রাখি ভালোবাসার ঋণে,
চাও যদি তুমি, তোমায় চায়ের মতই বাসি ভালো,
একেলা বসো না তবে আর , মুখ করে কালো!

মুঠোফোন রেখে এসো, দখিনা দাওয়ায় এক চিলতে রোদ
আলো ছায়ার এই সকালে আহা বুকে পাচ্ছি সুখবোধ,
তুমি চেয়ার পেতে বসো, চা করছি তৈরি,
চলো বেয়ে উঠি এবেলা প্রেমের সিঁড়ি।

চোখের তারায় পৌঁছাক দিনের স্বচ্ছ আভা,
আমাদের সময়টুকুও হউক মনোলোভা,
চুমুকে চুমুকে তৃপ্তি উষ্ণ চায়ের জলে,
মনে দেয়ালে উঠুক প্রেমের বাতি জ্বলে।

মুখ করে রেখো না বাঁকা
তোমায় দেখলে কেমন বুকটা লাগে ফাঁকা,
হাসিখুশি থাকো যদি
সুখ বইবে বুক নদীতে নিরবধি।

হা হুতাশ সব বন্যার জলে ভাসিয়ে দাও,
বসো পাশে, চায়ের কাপ হাতে নাও,
মাঝে মাঝে চিনি মিশাতে হয়, তাই চিনি দিলাম মিশিয়ে
তিতে চায়ে কেমন মন তুলে বিষিয়ে।

দাঁড়াও এসে দাওয়ায়, গাছেরা দেখো সুখে দুলছে
কিছু ফুল কলি পাপড়ির ডানা খুলছে,
কী সুখ অনুভূতি এখানে, চারিদিকে হাওয়ার নাচন,
মন থেকে অহম সরিয়ে এসো, হউক সুখের তরে বাঁচন।
©কাজী ফাতেমা ছবি
২৬/০৮/২৫

চায়ের কাপে টুংটাং সুর-৮

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২০

সাইফুলসাইফসাই বলেছেন: সবসময় সুন্দর কবিতা

২৭ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফ ভাইয়া
ভালো থাকুন

২| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৪

সনজিত বলেছেন: শব্দ চয়ন গুলো বেশ। শতত শুভ কামনা রেখে গেলাম।

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.