নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রার্থনা=

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২১


ও আল্লাহ, শুনো এ প্রার্থনা, বলি দু'হাত তুলে
মা বাবাকে রেখো নিরাপদে সুস্থ... ভালো,
তাদের জন্যশ দিয়ো -তোমার রহমতের দরজা খুলে।

ও আল্লাহ,মা বাবার মন রেখো ফুরফুরে নিত্যু,
নেক হায়াত করিয়ো দান,
তোমার দয়ায় আনন্দে থাকে, যেন তাদের চিত্ত।

ও আল্লাহ, মা বাবার মনে তুলে দিয়ো না কষ্টের পাহাড়,
রেখো তাদের তোমার দয়ার তলে,
তাদের জন্যম রেখো বরাদ্দ যত হালাল আহার!

ও আল্লাহ, তুমি রোগ ব্যা ধী হতে মা বাবারে রেখো মুক্ত,
দিয়ো নিজেকে শুদ্ধ মানুষ রাখার জ্ঞান,
করে নিয়ো তুমি প্রভু - তোমারই অনুরক্ত।

ও আল্লাহ, তুমি যত ভুল তাদের করিয়ো ক্ষমা,
সহি শুদ্ধতায় তাদের নিয়ো চালিয়ে,
মার্জনা করো তাদের যত পাপ জীবনে জমা।

ও আল্লাহ, জরাজীর্ণতা যেন তাদের সহজে কাবু না করে,
দেহমাঝে বল দিয়ো গো প্রভু,
প্রশান্তি দিয়ো তাদের মন ঘরে।

ও আল্লাহ, তুমি তাদের ঈমান, ঠিক রেখো, রেখো শক্ত,
ধৈর্যহারা হতে দিয়ো না কখনো
সদা যেন থাকেন তারা - কেবল তোমারই ভক্ত।

ও আল্লাহ, তুমি মা বাবাকে দিয়ো না সন্তানের অবহেলার কষ্ট,
তোমার রহমত যেন ঝরে তাদের মাথায়,
দৃষ্টিশক্তি রেখো ভালো, চোখের আলো করো না নষ্ট।
©কাজী ফাতেমা ছবি
২৮-০৮-২০২০

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৪

আরোগ্য বলেছেন: মা বাবার চেয়ে আপন কেউ হয় না, বিশেষ করে মা। পৃথিবীতে যদি কারো মুখ দেখলে শান্তি খুঁজে পাওয়া যায় তা কেবলই মা। আল্লাহ সবাইকে মা বাবাকে মূল্যায়নের তৌফিক দান করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.