নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শরত আমার প্রিয় ঋতু=

৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫


শরত আমার বড় প্রিয়,
শুভ্রতার কী খেলা,
পথের ধারে নদীর পারে
কাশ ফুলেরই মেলা!

আকাশ জুড়ে মেঘের ভেলা,
রাতে পূর্ণ শশি,
ইচ্ছে হলে চাঁদের আলোয়
চুপটি করে বসি!

পবিত্রতার চিহ্ন যেনো
শরত কালে উড়ে,
দমকা হাওয়া এলে বাজে
পাতার বাঁশি সুরে!

কী যে ভালো লাগে আমার
এই যে ঋতু শরত,
আকাশ পানে চেয়ে দেখি
হাজার মেঘের পরত!

কখনো রোদ, আবার বৃষ্টি
ক্ষণে ক্ষণে ঝরে,
আবার দেখি মেঘ সাজানো
নীলে থরে থরে!

ছয়টি ঋতুর দেশটি আমার
কত ভালোবাসি,
ভালো লাগে শরতকালে
স্বচ্ছ রোদ্দুর হাসি!

মেঘগুলো ঐ ভাসে নীলে,
সাদা-আবার কালো,
শুভ্র মেঘের ভাঁজে আহা,
ছড়ানো সুখ আলো।
©কাজী ফাতেমা ছবি
৩১/০৮/২০২১

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ ভালো লাগলো কত সুন্দর দোলা

২| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৩

কামাল১৮ বলেছেন: শরৎ আসলে শৈশবের যে স্মৃতি আমার মনে পড়ে তা হলো অফুর্ন্ত কাঁশ ফুন ও ঢাকের আওয়াজ।আমাদের গ্রামের পাশে কিছু হিন্দু গ্রাম ছিলো।তখন হিন্দু মুসলমানে খুব সৎভাব ছিলো।আমরা দল বেধে পুজো দেখতে যেতাম।কি আনন্দ যে পেতাম।আমি বিদেশে আসার আগেও প্রতি পুঁজোয় কলকাতা যেতাম পুজা দেখতে।

৩| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৭

অপ্‌সরা বলেছেন: আমারও শরৎ অনেক প্রিয়!! কাঁশফুল আর নীল আকাশে সাদা মেঘের ভেলা!!!

৪| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রকৃতি ভিন্নরুপ ধারন করছে,শিত আর বর্ষা ছাড়া অন্য ঋতু খুব একটা টের পাইনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.