![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শরত আমার বড় প্রিয়,
শুভ্রতার কী খেলা,
পথের ধারে নদীর পারে
কাশ ফুলেরই মেলা!
আকাশ জুড়ে মেঘের ভেলা,
রাতে পূর্ণ শশি,
ইচ্ছে হলে চাঁদের আলোয়
চুপটি করে বসি!
পবিত্রতার চিহ্ন যেনো
শরত কালে উড়ে,
দমকা হাওয়া এলে বাজে
পাতার বাঁশি সুরে!
কী যে ভালো লাগে আমার
এই যে ঋতু শরত,
আকাশ পানে চেয়ে দেখি
হাজার মেঘের পরত!
কখনো রোদ, আবার বৃষ্টি
ক্ষণে ক্ষণে ঝরে,
আবার দেখি মেঘ সাজানো
নীলে থরে থরে!
ছয়টি ঋতুর দেশটি আমার
কত ভালোবাসি,
ভালো লাগে শরতকালে
স্বচ্ছ রোদ্দুর হাসি!
মেঘগুলো ঐ ভাসে নীলে,
সাদা-আবার কালো,
শুভ্র মেঘের ভাঁজে আহা,
ছড়ানো সুখ আলো।
©কাজী ফাতেমা ছবি
৩১/০৮/২০২১
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন
২| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৩
কামাল১৮ বলেছেন: শরৎ আসলে শৈশবের যে স্মৃতি আমার মনে পড়ে তা হলো অফুর্ন্ত কাঁশ ফুন ও ঢাকের আওয়াজ।আমাদের গ্রামের পাশে কিছু হিন্দু গ্রাম ছিলো।তখন হিন্দু মুসলমানে খুব সৎভাব ছিলো।আমরা দল বেধে পুজো দেখতে যেতাম।কি আনন্দ যে পেতাম।আমি বিদেশে আসার আগেও প্রতি পুঁজোয় কলকাতা যেতাম পুজা দেখতে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: শরতকাল খুবই সুন্দর। তবে যে রোদ উঠে মাগো মা । অফিস আসতে যেতে কষ্ট লাগে খুব। কিন্তু দিন খুব সুন্দর আকাশও সুন্দর
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৩| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৭
অপ্সরা বলেছেন: আমারও শরৎ অনেক প্রিয়!! কাঁশফুল আর নীল আকাশে সাদা মেঘের ভেলা!!!
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: চলো কাশফুল দেখে আসি। যাবা নাকি?
গেলে জানিয়ো একদিন ছুটি নেব অকে?
৪| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রকৃতি ভিন্নরুপ ধারন করছে,শিত আর বর্ষা ছাড়া অন্য ঋতু খুব একটা টের পাইনা।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত ব্যস্ত কেন হুহ
শরত দেখবে এইবার। কাশফুলে যাবেন ভাবিরে নিয়া
থ্যাঙকিঙ সো মাচ
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
বিজন রয় বলেছেন: কি দারুন ছন্দমিল কবিতা! আমি এমন লিখতে পারি নাহ। ব্লগে আরো একজন আছেন এমন ছন্দমিলের কবিতা লিখতে পারেন।
প্রকৃতি নিয়ে কবিতা।
আমাদের জীবনানন্দ কিংবা ওদের জন কীটস!
সমস্ত সহৃদয়বান ব্যক্তি প্রকৃতির মাঝে সত্য ও সৌন্দর্য খোঁজেন। প্রকৃতির ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি, সুকুমার মাধুর্য কিংবা অসীম নান্দনিকতা প্রত্যেক কবিকে তাড়িত করে, প্রভাবিত করে, উজ্জ্বীবিত করে।
আপনিও এসবের ব্যতিক্রম নন, এই জন্য প্রকৃতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখতে পারলেন।
অনেক অনেক শুভকামনা রইল আপা।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য মাশাআল্লহ
ব্লগে আগে ছড়া নিয়ে মজা হতো এখন আর হয় না। সবাই ব্যস্ত।
অনেক ধন্যবাদ দাদা
ভালো থাকুন সুন্দর থাকুন
আপনার থেকে নতুন পোস্ট আশা করছি
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: আপনার থেকে নতুন পোস্ট আশা করছি
............ চেষ্টা করছি আপা, একটু অপেক্ষা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপেক্ষায় থাকলাম
ধন্যবাদ দাদা ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৫
সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ ভালো লাগলো কত সুন্দর দোলা