![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
জীবনের চেয়েও বেশি কী সময়ের মূল্য,
সময়কে পিছনে ফেলে আগাতে হবে...
প্রয়োজন যা তা কি হীরের তুল্য!
সম্মুখে বিপদের বাজে বাঁশি,
তবুও কি ইচ্ছেতে গলায় পরতে হবে মৃত্যুর ফাঁসি!
চলছে গাড়ী দ্রুত, তবুও পার হতে হবে পথ!
মানুষ তুমি কি ঘর হতেই নিয়ে এসেছো মৃত্যুর শপথ!
দু’মিনিট দাঁড়াতে পারো না ঠায়!
হেঁটে যাও নির্দ্বিধায়....গাড়ির চাকার তলে তুমি হায়!
তুমি তো নও পাইলট-কেন নিমেষেই হুশ হারিয়ে ফেলো
অন্য কারো জীবন করে দাও এলোমেলো,
পাঁচ মিনিটের অপেক্ষার তর কী সয় না চালক,
তোমার যন্ত্রের ইঞ্জিন কি পাখির পালক?
ওড়ে যেতে চাও সময়ের আগেই, খেপ নেবে অন্য,
কামাতে কড়ি হয়ে ওঠো নিমেষেই বন্য,
ওভারটেকের বুকে চোখ রেখে যন্ত্র চালাও আঁকাবাঁকা!
কারো জীবনের উপর তুলে দাও চাকা,
কেড়ে নাও জীবন কারো,
তার পরিবারের জীবনে বিষাদের রং করে দাও গাঢ়।
অথবা নিজের গাড়ীটিকে ফেলে দাও বিপাকে
তুমি পালিয়ে যাও যাত্রীকে তুলে দিয়ে মরণের তাকে,
কিছু সময় জীবন হতে যাক না ক্ষয়ে,
তোমার অথবা যাত্রীর জীবন তো দুনিয়ার বুকে যাবে রয়ে।
এত তাড়াহুড়ো কেন? জীবনের মূল্য দিতে শেখো,
চালাতে যন্ত্র যান ডানে বায়ে দেখো,
এত স্পিডে কী হবে যদি না থাকেই জীবন,
সব মোহ রঙ তামাশা ছেড়ে যে তোমার ঠিকানা হবে অন্য ভুবন।
©কাজী ফাতেমা ছবি
০১/০৯/২০২৫
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮
অপ্সরা বলেছেন: সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: বাস্তব কথা
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫০
সামরিন হক বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।