| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
হারিকেনের আলোয় সন্ধ্যায়
জোরে পড়তাম ঝুঁকে।
কালির কলম দিয়ে লিখতাম
আমরা খাতার বুকে।
দোয়াত ভরা কালি ছিলো
কলম একটা মাত্র,
তাতেই যে- ছিলাম সুখি
আমরা ছাত্রী ছাত্র।
খাতা ছিলো অল্প স্বল্প
দিস্তা কাগজ কিনতাম
সেলাই করে সেই খাতাতে
মুখস্ত সব লিখতাম।
কলমের সে কালি কত
ইউনিফর্মটা ছুঁতো,
কলের জলে ধুয়ার জন্যে
ক্লাসে খুঁজতাম ছুতো।
আমাদের যুগ সোনার মত
তোমরা বলো রূপা,
তোমাদের যুগ হীরা মানিক
পাওনি কত তোফা!
কত খেলা কত রঙে
দিন কেটেছে সুখে,
তোমরা এখন বন্দি ঘরে,
সময় রাখলো রুখে।
কালির কলম কই হারালো,
দোয়াত এখন কোথায়,
ইচ্ছে করে অতীতের দিন
বাঁধি স্মৃতির সুতায়।
============
©কাজী ফাতেমা ছবি
২৮-১০-২০২০
২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইজান ভালো থাকুন অনেক অনেক
২|
২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
এখন আছে প্রশ্নফাঁসের A+, ব্লগে এসে মিথ্যা ও বেকুবী পোষ্ট লিখে!
২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই নাকি? আপনার চোখে সবাই দোষী । আপনি একলা জ্ঞানী মানুষ
একটা কবিতা লিখে দেন তো
৩|
২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৯
জুন বলেছেন: কাজী ফাতেমা আমি তোমার কবিতা পড়ে শৈশব আর কৈশোরে চলে গেলাম মুহুর্তেই। আহা কি সোনা রঙের দিন ছিল। ছি বুড়ি, কড়ি খেলা, রুমাল চুরি আরও কত কি। আমাদের সন্তানরা তার কিছুই স্বাদ পেলো না। আফসোস। অনেক অনেক ভালোলাগা রইলো।
+
২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপু। সেই দিনগুলো অনেক সুন্দর আর মজার ছিল
অনেক ধন্যবাদ ভালো থাকুন
৪|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৭
এম এ কাশেম বলেছেন: আহা কৈ গেলো সেই সোনালী অতীত
২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হারিয়ে গেল
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৫|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেই বয়সে আমরা খেলতাম
পুতুল পুতুল বিয়ে,
সেই বয়সে এখন খেলে
কম্পু মোবাইল নিয়ে।
২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই
মোবাইল হাত থাইকা নেওন যায় না
ধন্যবাদ ভাইয়া জি
৬|
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪২
হুমায়রা হারুন বলেছেন: চমৎকার ছড়া
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর কবিতা। দারুন স্মৃতি রোমন্থন। কালির কলম আর দোয়াত, হারিকেনের আমাদের সেই দিনগুলো কতইনা চমৎকার ছিল!