| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আমি তো কারও সাতেও নাই পাঁচেও নাই। এত সময়ও নাই মানুষকে ঘাঁটার। ব্লগের ব্লগারদের সম্পর্কেও তেমন কিছু জানি না। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করা যায় -কে কী রকম। আমি কেমন আমার লেখা দেখেও আন্দাজ করা যায়। একসময় মডেল নিয়ে লিখতো একজন, সে ইসলামিক পোস্ট যারা দিত-প্রায় সবাইকেই জামাত বিম্পি ছাগল জঙ্গী বলে উপাধি দিত। ইসলামের রীতি নীতি আমি মানি না -তাই বলে কী আমাদের ধর্মের রীতি নীতি বিধি বিধান-হারাম হালাল মিথ্যে? নাকি এগুলো মনগড়া? আমিও অনেক বিষয় মানতে পারি না তাই বলে বলবো না এসব রীতি নীতি বানোয়াট বা মিথ্যে। আমি মানি না-গুনাহ আমার হবে, আমাকেই হিসাব দিতে হবে। পাপ করলে দুনিয়াতেও কিছু ফল ভোগ করে মানুষ-আখেরাত তো আছেই। আল্লাহর দেয়া জীবন নিয়ে মানুষের কত অহঙ্কার। শয়তানের প্ররোচনা পড়ে আপনারা বিপথে যান সেটা আপনাদের ব্যাপার তবে কোরআন, আল্লাহ-রসূলকে নিয়ে কিছু বললে যারা মুসলমান তাদের গায়ে লাগবে । মনেও লাগবে এবং প্রতিবাদও করবে। গ্যাস্ট্রিক সেদিন বললেো আমি ভন্ডামি করি, আমি নাকি লুতুপুতু প্রেম নিয়া লিখি। হ লিখি, এসব লিখা ঠিক না সেটাও জানি কিন্তু তাই বলে হারাম হালাল ঠিক জায়গাতেই থাকবে। আমি লিখলেও হারামই হারা্মই থাকবে। পাপও হবে। আমি অলি আউলিয়াও না যে একশত ভাগ ইসলাম মেনে এখানে চলতে পারবো। তবে যতটুকু মানতে পারি-মেনে চলি। মানার চেষ্টা করি। অনেক পরিবর্তন আনতে পেরেছি নিজের মাঝে। কারণ একদিন তো মরতেই হবে। জবাবদীহিতার সম্মুখিণ হতেই হবে আমাদের সবাইকে। তা কী মিথ্যে?
একটা কবিতার জের ধরে গাজী এত অপমান করলো, সে নিজে তো করলোই, তার সাগরেদরাও কম গেল না। আমি তোমাদের পোস্টে যাই? না কোনো কথা বলি? একটার পর একটা মন্তব্যের উত্তরে যাচ্ছে তাই ভাষায় আমাকে অপমান করলেন। তেমন কেউ প্রতিবাদও করেননি আমার পক্ষ হয়ে। হ্যাঁ একজন করেছেন। সম্মানিত মশিউর ভাই আপনার কাছে কৃতজ্ঞ। তবে আমি হলে প্রতিবাদ করতাম । মন্তব্য করতাম।
জনাব কুতুব আমার লেখার তারিখ দেখেন। ফেসবুকের মেমরি দেখে ভালো লাগলে পোস্ট দিই সামুতে। আপনাদের পোস্ট পড়ে বা রাগে জিদে কোনো পোস্ট দিই না। আমার এত ভাবার সময় নাই। যেহেতু আমি চাকরীজীবি , সাংসারিক, এবং একজন মা। হাবিজাবি ছাই ফাঁস লিখি এটা একটা শখ, এতটুকু যে লিখতে পারি আল্লাহর কাছে শোকরিয়া । তাও তো কিছু লিখতে পারি। নিজের মনের কথা প্রকাশ করতে পারি। না হোক কবিতা। আমি তো এখানে কবি, লেখিকা হতে আসিনি। এত প্রতিভাও আমার নাই। যেটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন সেটুকুন দিয়ে কিছু কথা গুছিয়ে লিখি, সেটা না হোক কবিতা, এসব মনের আবেগ, ভালো লাগা ভালোবাসা। রাজীব নূর এত বিশ্রি ভাবে আমাকে নিয়ে মন্তব্য করেছে ছিঃ মনটাই খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দিবে ইংশাআল্লহ।
সকালে মন খারাপ ছিল । তাই চ্যাট জিপিটিকে বললাম মন্দ কথার উত্তর দেব কীভাবে। যুক্তি তর্ক করার মত মেধা আমার নাই।
চ্যাট জিপিটি আমাকে এত সুন্দর করে মন্তব্যের উত্তর লিখে দিয়েছে এবং বলেছে সে আমার পাশে আছে। ব্লগারগণ না থাকেন পাশে যন্ত্র আছে পাশে হাহাহাহা
আমিঃ ব্লগের জেনারেশন একাত্তর আমাকে অনেক অপমান করেছেন ইসলামিক কবিতা লিখা নিয়ে। তার মন্তব্যের উত্তর কী দিব?
ChatGPT said:
আহ্, এমন বাজে অভিজ্ঞতা সত্যিই কষ্ট দেয়। বিশেষ করে যখন আপনি ইসলামের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত, পজিটিভ কবিতা লিখছেন—আর কেউ অকারণে অপমান করে। ঠিক আছে, চলুন আপনাকে এমন একটা উত্তর বানিয়ে দেই যেটা সম্মানজনক, শক্ত, আর আপনাকে ছোটও দেখাবে না।
আপনি চাইলে এর মতো একটা উত্তর দিতে পারেন—
(চাইলে আমি আপনার টোন অনুযায়ী আরও নরম/কঠিন সংস্করণও বানিয়ে দিতে পারি)
✦ মার্জিত কিন্তু শক্ত উত্তর (সবচেয়ে ভালো ভার্সন)
“বোন/ভাই, ইসলাম নিয়ে কবিতা লেখা কোনো অপমান নয়—বরং আল্লাহর মহান বাণীকে স্মরণ করার একটা চেষ্টা। আপনি একমত না হলে সেটা বলার আদবও আছে। অপমান করার মধ্যে কোনো জ্ঞান বা সৌজন্য থাকে না। তবুও ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে উত্তম বোঝাপড়া দান করুন।”
✦ একটু বেশি দৃঢ় ভার্সন (ভদ্র কিন্তু কড়া)
“কেউ ইসলাম নিয়ে কবিতা লিখলে অপমান হয়—এটা ইসলামের শিক্ষা নয়। আপনি একমত না হলে সুন্দর ভাষায় মত দিতে পারেন, কিন্তু অপমান করা শুধু আপনাকে ছোট দেখায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্র দান করুন।”
✦ খুব নরম, শান্ত স্বরে উত্তর (ঝামেলা না বাড়িয়ে)
“আমি শুধু আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্য কবিতা লিখেছি। আপনি অন্যভাবে দেখলে সেটা আপনার দৃষ্টিভঙ্গি, কিন্তু অপমান দেওয়াটা কষ্ট দেয়। আল্লাহ আমাদের সবার জন্য হিদায়াত দান করুন।”
✦ চাইলে আরও কড়া, বিতর্ক জেতার যোগ্য যুক্তির উত্তরও দিতে পারি।
আপনি কোন টোনে উত্তর দিতে চান?
— নরম
— ভদ্র কিন্তু শক্ত
— যুক্তিসহ কড়া
— তীক্ষ্ণ আত্মরক্ষামূলক
বলুন, আমি ঠিক আপনার ভাষায় সাজিয়ে দিচ্ছি।
আমি : ধন্যবাদ
ChatGPT said:
আরে, ধন্যবাদ তো আপনাকেই । কিছু মনে করবেন না—এমন পরিস্থিতিতে আপনি যতটা শান্ত থেকেছেন, সেটা বড় শক্তির পরিচয়। আর লাগলে যেকোনো সময় বলবেন, আমি আছি আপনার পাশে।
================================
কারো কথায় দমে যাওয়ার পাত্রী আমি নই। যা ইচ্ছে বলেন গিয়া। আমি ইসলামিক কবিতা পোস্ট দেব, যা ইচ্ছে তাই পোস্ট দেব। এবং ব্লগ ছেড়েও যাবো না। একজনও যদি পোস্ট পছন্দ করেন তবে আমার পোস্ট করা সার্থক। আল্লাহ ভরসা।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ থেকে কমেন্ট ব্যান করে রেখেছি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন
২|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
এ পথের পথিক বলেছেন: একটা কবিতার জের ধরে গাজী এত অপমান করলো, সে নিজে তো করলোই, তার সাগরেদরাও কম গেল না।
কোন কবিতা আর কোন পোষ্ট একটু কষ্ট করে লিঙ্ক দেন ।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৪
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পোস্ট
৩|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আহা!!! আপা কি আর বলবো??
জৈনক ব্লগারের আচরনের কাছে গ্রামের বাপ-মা খেদানো বখাটে টাউট ও ফেইল......
এখন মোবাইল-টেলিভিশনে যুগ তাই হয়তো রয়ে-সয়ে আছেন।
আর না হয়, জৈনক ব্লগারের-যে নারী বিদ্বেষী মন্তব্য আর,
ইভটিজিং এর মাত্রা-
৮০-৯০ দশকের কোমলমতি মেয়ে হলে,
লজ্জা-অপমানে অনেক নারী ব্লগার ই আত্মহত্যা করতো।
৪|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ কিছু লেখেছেন প্রিয় কবি
আমরা ভুলে যাচ্ছি আমাদের পথ চলা
অপ্রিয় হয়ে গেছি ভাল থাকবেন এই দোয়াই করি
৫|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
কেউ অপমান করলে আপনার যা করা উচিত এবং অনুচিত তা নীচে ক্লিক করে দেখে নিন , কাজে লাগবে ।
https://ovijatri.com/humiliation/
আপনি এ সামু ব্লগের ফুলের রানী , ছবি রানী , স্বভাব কবি কত গুণেই না গুণান্বিত ।
মোটেও হতাশ হবেন না । শালীনতা ও ব্লগীয় নীতিমালার ভিতরে থেকে
মনে যা চায় লিখে যান , আর এখানে ডেলে দিন, কেও পড়ুক বা না পড়ুক ।
ইতিহাসের খাতায় লিখা থাকবে সুকির্তির কথামালা।
সেটই বড় পাওয়া ।
শুভেচ্ছা রইল
৬|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: মানুষকে কটু কথা বলে দমিয়ে রাখা যায় না ; আপনি লেখা চালিয়ে যান । উহার লেখা পড়ে মনে দুঃখ পেয়ে কিছুদিন লিখছেন না বিধায় বারবার তারিখ চেক করেছিলাম ।
৭|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
কোমলমতিরপ্যাদানি বলেছেন: জেন-একা নাহয় বুইড়া চাড়াল, বয়সের কারণে ভীমরতি, মানুষরে জ্বালায়া টাইমপাস করা ছাড়া তেমন অন্য কিছু তার ফ্রিতে করার অপশনও নাই; কিন্তু রানু , স্বঘোষিত ভালো মানুষ রানুর এই অবস্থা কেন ?
৮|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩
রাসেল বলেছেন: আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে
অন্যের পাপ মাপি!
আপনার নিরপেক্ষ লেখা চালিয়ে যাবার আবেদন জানাচ্ছি।
৯|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭
এ পথের পথিক বলেছেন: জেনারেশন ৭৫ ( ট্রাক্টর গাজী ), মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রাজীব নুর, শূন্য সারমর্ম, কিরকুট এরা আপনাকে নিয়ে ফাউল কমেন্ট করেছিল ট্রাক্টরের পোস্টে ।
জেনারেশন ৭৫ ( ট্রাক্টর গাজী ), মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রাজীব নুর এরা সবাই আম্লিক । এরা সবাই এমনই করবে এটা স্বাভাবিক । বিগত ১৭ বছর এরা এসবই করে এসেছে । এরা যে কি পরিমান নোংরা মানসিকতা নিয়ে বসবাস করে তা সাধারন মানুষের কল্পনার বাইরে ।
শাহ আজিজ নামে আরেক জন যে ব্লগে ছাত্রী সংস্থার এক মহিলাকে নিয়ে কুরুচীপুর্ন মন্তব্য করেছিল । আর এ হল বাম দলের ।
( আমি ট্যাগিং ফ্রেমিং করছি না, তারা স্বঘোষিত )
তারওপর ওপর এরা ইসলাম নিয়ে মিথ্যাচার করে আর অনেকে নাস্তিক । এদের নৈতিকতার স্ট্যান্ডার্ড নেই, যা তারা মানতে বাধ্য । এদের কাছে কেউ নিরাপদ না ।
শূন্য সারমর্ম, কিরকুট, কুতুব এরাও ক্ষতিকর ।
আপনাকে নিয়ে এসব হচ্ছে তারা মজা নিচ্ছে কিন্তু এরাই আবার নারী স্বাধীনতার, নারীর অধিকার নিয়ে ক্ষ্যাপা কুত্তার মত ঘেউ ঘেউ করবে ।
ব্লগে এদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন । ব্লগ এদের ব্যান করলে আবার আসবে । আপনি এদের ব্লক করে রাখতে পারেন ।
১০|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩
নতুন নকিব বলেছেন:
এসবে আপনি মোটেই মন খারাপ করবেন না। আপনি লিখতে থাকুন। দু'চার জন চিহ্ণিত ব্যক্তি ছাড়া সকল ব্লগারই আপনার পাশে আছেন।
১১|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক @আপনি বলেছেন , তারওপর ওপর এরা ইসলাম নিয়ে মিথ্যাচার করে আর অনেকে নাস্তিক । এদের নৈতিকতার স্ট্যান্ডার্ড নেই, যা তারা মানতে বাধ্য । এদের কাছে কেউ নিরাপদ না ।
শূন্য সারমর্ম, কিরকুট, কুতুব এরাও ক্ষতিকর ।
মানে আমার নাম না জড়ালে আপনার পেটে ঘি হজম হয় না । আরেকটা আছে মাথা পাগলা।
। সিনিয়র লেখকদের নিয়ে আমি কোনোদিন কমেনটস করি না । উহাদের বিষয়ে আমি তেমন কিছুই জানি না । কিনতু আপনাকে শুরু থেকেই দেখি আমার পিছনে লেগে থাকেন । উহার কারণ কি ? আপনার কোন পাকা ধানে মই দিয়েছি কে জানে ।
।
১২|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯
বাজ ৩ বলেছেন: আমি ও জিপিটির সাথে,এই বিষয়ে কথা বলে এসে,এখানে আপনার পোস্টটি দেখতে পেলাম।জিপিটিকে বলেছিলাম একজন সামু ব্লগার লেখাকে গার্বেজ বলেন, কটুক্তি করেন,তাকে কি জবাব দিবো?
জিপিটি বলল—
সম্মানিত ব্লগার,
মন্তব্য করা সবার অধিকার, কিন্তু কোনো লেখাকে “garbage” বলা ভদ্রতা ও যুক্তির বাইরে পড়ে। আপনি সমালোচনা করতে চাইলে নির্দিষ্ট ভুল দেখাতে পারেন—
অবমাননাকর শব্দ ব্যবহার করা যুক্তির অভাবকেই প্রমাণ করে।
আমি তর্ক চাই না, বরং শালীন আলোচনায় বিশ্বাসী।
আপনার কাছে যদি সত্যিই কোনো পরামর্শ বা যুক্তি থাকে, অনুগ্রহ করে সেটি স্পষ্টভাবে প্রকাশ করুন।
কিন্তু শুধু “garbage” বলে অপমান করা একজন ব্লগারের মানসিকতার পরিচয়ই দেয়।
ভাল থাকুন — যুক্তি ও সৌজন্যের সাথে কথা বলার চর্চা সবার জন্যই কল্যাণকর।
১৩|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৭
এ পথের পথিক বলেছেন: কুতুব সাহেব আমি শুধু বলেছি " শূন্য সারমর্ম, কিরকুট, কুতুব এরাও ক্ষতিকর ।" ক্ষতিকর । আমি সিনিয়র জুনিয়র কিছু মানিনা যদি তার কথা ইসলাম কে মিথ্যাচার করে ।
আপনাকে বা শুন্য সারমর্ম বা কিরকুটকে উপরের তালিকায় রাখিনি শুধু ক্ষতিকর বলেছি, স্পেসিং এর কারনে একটু সমস্যা হয়ে গেছে । কেন ক্ষতিকর বলেছি এখন আর লিখতে ইচ্ছে করছে না । হয়ত ভবিষ্যতে কোন একদিন বলব ।
১৪|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
সুলাইমান হোসেন বলেছেন: উহার কথায় মনে কষ্ট নিবেন না উহা একজন বেহায়া ব্লগাল,চৌদ্দবার ব্যান খাওয়ার পরেও বেহায়ার মতো আবার আগমন করেন এবং ব্লগারদেরকে যা তা বলে কটুক্তি করেন ![]()
১৫|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১২
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক @আপনি সিনিয়র জুনিয়র না মানতেই পারেন যদি কেউ ইসলাম নিয়ে কটু কথা বলে। সামুতে ৯০ ভাগ লেখক সেটা মানবেন না ।
আমি সিনিয়র লেখকদের নিজেদের মাঝে খুচাখুচি বুঝেয়েছি । এসবের মাঝে আমি ঢুকি না । আপনি আমার নামটি জোর করে জুড়ে দিলেন ।
।
১৬|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬
নজসু বলেছেন:
বোন, আপনি আপনার মতো। আপনি কেন অন্যদের কথায় নিজেকে আড়াল করে রাখবেন বা কষ্ট পাবেন?
একটা জিনিস ভাবুন তো, আপনাকে হয়তো দুই/চারজন অপছন্দ করেন, (লেখা হোক কিংবা ব্যক্তিস্বার্থে আঘাত পাওয়ার কারণে হোক) অপরদিকে, আপনাকে, আপনার লেখাকে পছন্দ করার, ভালোবাসার, শ্রদ্ধা করার পাঠক সংখ্যাই বেশি। যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন তাদের ভালোবাসা নিয়ে খুশি থাকুন। উনাদের কথা ভাবারই দরকার নাই।
১৭|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪
গোবিন্দলগোবেচারা বলেছেন: উহার রেশন কার্ড: অনুযায়ী নাম "জাহাঙ্গীর" (সম্ভবত জাংগিয়া চোর থেকে জাহাঙ্গীর, উহার পুত্র রাণু এবং সে জাংগিয়া চুরি করে একাধিকবার ধরা খেয়েছে), তবে মহল্লায় সে ডান্ডিখোর "গোলু" নামে পরিচিত।
"রেশন কার্ড অনুযায়ী নাম" বললাম, বাবা মার দেয়া নাম বললাম না, কারণ জনাব ভুয়া মফিজের এক পোষ্টের কমেন্ট থেকে জানা যায় উহা পিতৃ পরিচয়হীন। বঙ্গবন্ধু হইতে ডক্টর ইউনুস সকলের প্রতি তার চরম অশ্রদ্ধা, সকলেই তার চোখে ইডিয়ট। এখান থেকে পরিষ্কার বোঝা যায় সে বাংলাদেশী নয়। আমি মোটামুটি নিশ্চিত সে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকে। ওখানে নেশার আসরে বিভিন্ন বকবকানি হয়, ব্লগে এসে এইগুলা সে বমি করে।
আদতে সে বকলম। তবে নিজেকে শিক্ষিত দাবি করে। জনাব ডক্টর আলী তার পোস্টে তাকে একখানা সাধারণ প্রশ্ন করার পর সে তার স্বভাব অনুযায়ী ত্যানা প্যাঁচানো শুরু করে।
আনুমানিক ১৫ বছর ব্লগে থাকার পরও শুদ্ধভাবে এক লাইন বাংলা সে লিখতে পারে না। ইংরেজির অবস্থাও তথৈবচ। আমার ধারণা ব্লগের মডারেটরদের সে নিয়মিত ব্লো জব দেয় বিধায় মডারেটররা তাকে বিনা বাধায় যা খুশি তাই লিখতে দেয়। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেলে মডারেশন টিম ই সাপের খোলস বদলের মত একটি আইডি চেঞ্জ করে নতুন আরেকটি খুলে দেয়।
একটি নতুন আইডি খুলতে নতুন একটি ইমেইল লাগে। গত দুই বছরে আমি তাকে ডজন দুয়েক আইডি ব্যবহার করতে দেখেছি। কাজেই তার নূন্যপক্ষে ডজন দুয়েক ইমেইল আইডি আছে। আপনি চিন্তা করুন কিভাবে সম্ভব? একটি ইমেইল আইডি খুলতে গেলে ফোন নম্বর সহ কত কিছু লাগে। কেমন করিয়া এতগুলা ইমেইল আইডি মেইনটেইন করা যায়, যদি না অবৈধ নাগররা তাকে সহায়তা না করে?
কেউ তাকে গালিগালাজ দিলে এটা তার ভালো লাগে। ওই পোস্টে প্রিয়তে তুলে রাখে। জনাব ভুয়া মফিজ তার পৃত্তি পরিচয় তুলে প্রশ্ন করার পর সে ওই পোস্ট কে প্রিও পোস্ট হিসেবে সিলেক্ট করে রেখেছে। এর আগে ব্লগার জনার সুম১৪৩২ উনার পোদে বেস বল ব্যাট চালানোর পর সে ওই পোস্টটিকে প্রিয়তে তুলে রেখেছিল। ব্লগার জনাব ফাহমিদা বারি এক পোস্টে তাকে গালিগালাজ করে ব্যান করার পর সে ওই পোস্টটি কেও প্রিয়তে তুলে রেখেছিল।
এক ক্যাবলা কোন এক এলাকায় যে এক লোককে জিজ্ঞাসা করল ভাই এই রাস্তা কি হাসপাতালে গেছে? সেই লোক ক্যাবলাকে জবাব দিল আরে বলদ রাস্তার কি অসুখ হয়েছে রাস্তা হাসপাতালে যাবে? কেবলা খুশি হয়ে সেই লোককে এক কাপ চা খাওয়াই দিলো। লোকে জিজ্ঞাসা করল তোরে বলদ বলল, তুই ওরে চা খাওয়ালি? সে বললো আরে আমাকে তো সবাই গাই বলে, ওতো তাও বলদ বলছে।
এই গলু যেখানে থাকে সেখানে সবাই লাথি ঝাঁটা দেয়, পশ্চাদদেশে ইয়ে ভরে দেয়; কাজেই ব্লগে যাই দিবেন না কেন এটা তার জন্য কমডোজ হয়ে যায়। সুড়সুড়িও লাগেনা।
১৮|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬
জেন একাত্তর বলেছেন:
chatGPT হচ্ছে জ্ঞানীদের লব্ধ জ্ঞান; পিতাহীন সন্তান হওয়ার ( ঈশা নবী ) গল্প হচ্ছে বেকুবদের ও মিথ্যুকদের ব্যাখ্যা, ওরা chatGPT বানাতে পারেনি।
chatGPT কিভাবে কাজ করে, সেটা বুঝার চেষ্টা করেন, আপনার ভাবনাশক্তি বাড়বে; আপনার কাজকর্ম জাতিকে সাহায্য করবে।
১৯|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
জিনাত নাজিয়া বলেছেন: কেমন আছ আপু,মনখারাপ করোনা। আমাদের সমাজে কিছু মানুষ এরকমই।অন্যকে অপমান করে খুব আনন্দ পায়।এরা কোন শ্রেণীতে পরে তোমার নিশ্চয়ই জানা আছে। আমরা শুধু মাত্র মনের আনন্দে ব্লগে লিখি,অন্য কিছুনা।
২০|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
এ পথের পথিক বলেছেন: জেন একাত্তর বলেছেন: chatGPT হচ্ছে জ্ঞানীদের লব্ধ জ্ঞান; পিতাহীন সন্তান হওয়ার ( ঈশা নবী ) গল্প হচ্ছে বেকুবদের ও মিথ্যুকদের ব্যাখ্যা, ওরা chatGPT বানাতে পারেনি।
ঈসা আঃ এর ব্যাপারে যে কটুক্তি করেছেন তা কিসের ভিত্তিতে আপনি করলেন ? আপনার দাবির পক্ষে প্রমান কি ?
আপনার ফালতু কথা বলা গেল না, বয়স হয়েছে বাদড়ামি কবে শেষ করবেন ?
ট্রাক্টর গাজি/জেনারেশন৭৫ চলেন ai/ml/deep learning/dev ops/ci/cd নিয়ে কথা বলি ।
( এখানে আমি আমার জ্ঞান জাহির করতে বা অহংকার করতে আসিনি, আদব কায়দা হীন ট্রাক্টর গাজির অযথায় কমেন্টের বিষয়ে লিখেছি । )
২১|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
জেন একাত্তর বলেছেন:
ব্লগার "গোবিন্দলগোবেচারা" মন্তব্য করে আপনাকে সমনর্থ করতে চেষ্টা করেছেন; কিন্তু উনার মন্তব্যে ভয়ানক খারাপ ১টি বাক্য আছে, যা নারীদের সামনে বা পোষ্ট লেখাই নারীর জন্য অসন্মানজক। যাদের জ্ঞান কম, সেসব লোকজনের বন্ধুত্ব আপমান ছাড়া অন্য ভালো কিছু করতে পারে না।
২২|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
জেন একাত্তর বলেছেন:
@এ পথের পথিক,
নারী ও পুরুষ মিলিত না হলে, নারীর জঠরে সন্তান আসে না।
২৩|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: সহজ সমাধান হচ্ছে- যারা আপনাকে কটুক্তি করে তাদের ব্লক দিন।
২৪|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: আশা করি ব্লগ কতৃপক্ষ যারা ব্লগের পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।
২৫|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
বাজ ৩ বলেছেন: কলুর বলদের অত্যাধুনিক ভার্সন @ট্রাক্টর বলেছেন,chatGPT হচ্ছে জ্ঞানীদের লব্ধ জ্ঞান; পিতাহীন সন্তান হওয়ার ( ঈশা নবী ) গল্প হচ্ছে বেকুবদের ও মিথ্যুকদের ব্যাখ্যা, ওরা chatGPT বানাতে পারেনি।
এই মাথামোটা বলদ কে কিভাবে বুঝানো যেতে পারে,যে নবীরা উহার মতো দুনিয়া চাটাচাটি করার জন্য আগমন করেন নাই,আপনার মতো দুনিয়া চেটেপুটে সাফ করার জন্য যদি নবীরা আগমন,তাহলে আপনাদের মতো আবাল গরু গুলো কি দরকার ছিলো।নবীদের উদ্যেশ্য সম্পর্কে আপনি কিছু না জেনে কটু মন্তব্য করেছেন,আপনার বিবেকের মধ্যে যে গোবর এবং গার্বেজ ভরা সেটা আপনি আরেকবার প্রমানিত করলেন,উল্লিখিত মন্তব্য করে।
২৬|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
জেন একাত্তর বলেছেন:
@বাজ ৩ ,
নবীরা ( মুসা, ঈশা, মোহাম্মদ (স: ) ) সাড়ে ৩ হাজার, ২০০০ ও ১৫০০ বছর আগের জ্ঞানী মানুষ; কিন্তু উদের জ্ঞান আজকের ৫ম শ্রেণীর বাচ্চা থেকেও কম ছিলো।
২৭|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
জেন একাত্তর বলেছেন:
দেখছেন, কত লোকজন মন্তব্য করেছেন, কত লম্বা মন্তব্য!
আপনার কবিতায় এত লোকজন মন্তব্য করেন?
২৮|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
বাজ ৩ বলেছেন: @ একাত্তর সাহেব!আপনার নিকট কি অহী আসে নাকি?আপনি কিভাবে জানেন এইসব?
২৯|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০০
জেন একাত্তর বলেছেন:
দেখেন, চ্যাট-জিপিটি কত সুন্দর মন্তব্য তৈরি করে দিয়েছে, আর বাজ-বুজ, গোর গোবিন্দ, পথিক, ভিক্ষুক, প্রমুখ কি ধরণের নীচু মানের মন্তব্য করেছন; জ্ঞানী ও মুর্খদের পার্থক্য বুঝতেছেন?
৩০|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১
জেন একাত্তর বলেছেন:
@বাজ ৩,
ওহী কারো কাছে আসনি, পুরো ব্যাপারটা রূপকথা।
৩১|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লহ।
.......................................................................................
সব কাজেরই প্রতিদান আছে,
তবে আমাদের ক্ষমতার বাহিরে যখন কিছু ঘটে
তখন আল্লাহতালার নাম স্বরণ করি ।
আমাদের দেশ বা সভ্যতা গড়ে উঠবে, আচরন আর ব্যবহারে
অতএব আমাদের আচরন সবার জন্য সহনীয় হোক
এই কামনা করি ।
৩২|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৬
বাজ ৩ বলেছেন: @একাত্তরের জিন।আপনার কথার কোনো দলিল প্রমান নেই।বানিয়ে বানিয়ে বুলি আওরানো হলো আপনার মজাদার খাবার,
৩৩|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৮
ফাহমিদা বারী বলেছেন: সামুতে এসেই এই চাঁদগাজি ওরফে জেন জেনারেশন একাত্তরের বিদ্বেষের মুখোমুখি হলাম। অপরাধ ছিল, আল্লাহ্র রহমতে ভালোই লিখছি... এটা বলা। প্রধানতম চ্যালা রাজীব নুর সাথে সাথে লুফে নিলো। আমি নাকি ক্লাস টেনের লেভেলের বাংলা লিখি। হাহা। রাজীব নুর নিজে একটা গণ্ডমূর্খ। সাহিত্যের স সম্পর্কে ধারণা রাখে না। সে আসে সাহিত্য নিয়ে কথা বলতে। হাসব নাকি কাঁদব কিছুই বুঝি না। আমিও পোস্ট দিয়েছি এবং তাদের কমেন্ট ব্যান করে দিয়েছি। গো মূর্খরা কী বলে না বলে এসব নিয়ে মনে হচ্ছে আমরাই বেশি মাথা ঘামাচ্ছি। বাদ দেন আপা। মনের সুখে কবিতা লিখুন।
আর হ্যাঁ ঠিক বলেছেন, আল্লাহ তাদেরকে উত্তম (!) যোগ্য প্রতিদান দান করুক।
৩৪|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
চ্যাট জিপিটি আপনাকে যতটুকু বুঝে, আপনি নিজেকেও হয়তো বুঝতে পারেন না।
৩৫|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪১
কোমলমতিরপ্যাদানি বলেছেন: রানুর ব্যাপারটা ঠিক বোধগম্য নয়। প্রান্তিক আবাল তো সে নয়, তাহল্র কী করে ছ্যাচড়া চামচ সে হয়?
৩৬|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৫
কোমলমতিরপ্যাদানি বলেছেন: বিশ্ববেহায়া বুড়োর পুত্রটি এখানে কখন আসবে কে জানে?
৩৭|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুড়ো মানুষ আগে থেকেই সে হেই হারিয়ে আছে। কাকে কি বলবে ঠিক করতে পারে না। আমিরিকা থাকে, মুক্তিযুদ্ধা বলে সম্মান দাবীদার এক ভদ্রলোক জানেনা ছোট হোক বড় হোক অন্যকে কি করে সম্মান করতে হয়! শুধু আমেরিকা থাকে তাতেই সে মহান কেউ! সাহিত্যে রবিন্দ্রনাথের বাপ। এই বিশ্বের কোন কবি আকি ঝুঁকি ছাড়া কবি হয়েছেন?
আপনি কারোর কথায় রেগে গেলেন মানে হেরে গেলেন। লিখে যাবেন। আরো অনেক অনেক সুন্দর কবিতা উপহার দিবেন ব্লগকে। আপনার পাঠকের অভাব হবে না।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫১
আলামিন১০৪ বলেছেন: এরা নরকের কীট, এদের ইগনোর করুন কিংবা আপনার ব্লগ থেকে ব্যান করুন