নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=হিংসা যে পুষো মনে=

২২ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮


হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।

কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে, শয়তানের সঙ্গি,
জিদে মরো, ঈর্ষাও, বুক ভরা কষ্টে,
জানাজায় এত মানুষ, জিদ যায় ষষ্ঠে।

হাদীরে লাদি বল, গালি দেও বারবার,
ভালোবাসে মানুষ তাই, মন পুড়ে ছারখার!
হাদিরে চেনে মানুষ, চিনে নি তোমারে?
ভুলে যা হাদিরে, হিংসুক ঘুমা রে!

বেডা যদি হোস তুই, হাদী হয়ে দেখা না,
হিংসুকের অভাব নাই, তুই ভাই একা না,
ঈর্ষায় মরে যা, কেউ তরে চিনে না,
তোর হিংসা কেউ- দাম দিয়ে কিনে না।

ইসলাম বলে যা, মেনে নিতে রাজি না!
তোর মত ঢং ধরে, সং-সে সাজে না,
সত্যের পথে হাদী, হররোজ হেঁটেছে
ন্যায়ের ঝান্ডা হাতে, বিক্ষোভে ফেটেছে।

ন্যায় কথা সয় না, হাদীরে গালি দাও!
হাদীরে বকলে, দুই হাতে তালি দাও,
হাদীর মত জনপ্রিয়, হতে চাও - হও না,
বিষ পুষো বুক মাঝে, সত্য কও না?

হাদীর মত বল দেখি, সত্য বলে কেউ?
হাদির প্রতি ভালোবাসায়, ভেঙ্গেছে জন ঢেউ,
তুমি কে? কে বা চিনে? মরলে কী চিনবে?
তুমি বাপু হিংসুক, কথা কে শুনবে!

সম্মান পেতে চাও, জনপ্রিয় হতে চাও?
হিংসা ভুলে আজ, মানবতার পথে যাও,
এমন জীবন গড়ো তুমি, লোকজন চিনবে
আ বললেও লোক- কথা তোমার কিনবে।
©কাজী ফাতেমা ছবি
#ওসমান_হাদী

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭

সাইফুলসাইফসাই বলেছেন: হাদি হাদি হাদি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.