![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের মস্তিষ্কে এখনো মধ্যযুগ ,
নর্দমার পাকে পাক খাচ্ছ তোমরা
কীটের মতো বেড়ে চলছ ,
ভাইরাস বহন করছ শরীরে -
বিষাক্ত-হিংস্র-জঘন্য ভাইরাস ।
অসভ্য উন্মাদনায় তোমরা উন্মত্ত ,
তোমাদের মস্তিষ্কে কেবলই অশ্লিল চিৎকার ,
হিংস্র জন্তুর মতো -
দাঁত বের কর ক্ষণে-ক্ষণে ;
রক্তাক্ত , ক্ষত-বিক্ষত কর 'মানুষ'-কে
ধ্বংস কর সভ্যতার প্রতিটি অগ্রগামী পদক্ষেপ -
কোন এক কল্পিত স্রষ্টার নির্দেশে ,
যা একদিন ঘৃণাভরে প্রত্যাখ্যাত হবে -
সমাজ , রাষ্ট্র আর মানুষের কাছে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ ভোর ৫:৩৪
আমাদের ইয়াহু বলেছেন: তোমাদের মস্তিষ্কে এখনো আদিযুগ ,
নাস্তিকতার পাকে পাক খাচ্ছ তোমরা
কীটের মতো বেড়ে চলছ ,
তোমাদের কারনেই আজ সাধারন ব্লগাররা আতঙ্কিত-
তোমরা ব্লগের আড়ালে অন্যের দেবতাকে গালি দাও,
যখনি তোমাদের ওরা আঘাত করে,
তখনি তোমরা ব্লগারের খোলস পরে ব্লগার হয়ে যাও।
তোমরা বড়ই শেয়ানা, শেয়ানা শয়তান।
তোমরাই এখন মানুষের কাছে ঘৃনা ভরে প্রত্যাক্ষাত।..........।