![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় তাসলিমা নাসরিন।
আপনি কি নাস্তিক?
- অবশ্যই নাস্তিক। এমনকি আমার কলাম বাংলাদেশ প্রতিদিন ছাপায়।
- ফেবুতে দেখলাম আপনি নাকি ভারতের বিভিন্ন পূজো মণ্ডপে ঘুরঘুর কচ্চেন।
- ইয়ে মানে আমি বড্ড শৌখিন, বিভিন্ন মন্দির-মণ্ডপ দেখে বেড়াই। বাংলাদেশ প্রতিদিন আমার কলাম ছাপায়।
-তা কোনদিন শখের বসে গীর্জা/মসজিদ দর্শন কত্তে তো দেখিনি। যাকগে, তা শুনলেম আপনি কিনা 'অনন্যা' ম্যাগাজিনের শারদীয় সংখ্যায় তাদের মা দূর্গার গুণগান সমৃদ্ধ একখানা কবিতা রচনা করেছেন?
- হ্যাঁ... একটু... ইয়ে আরকি... আমার লেখা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।
-বিশ্বের কোথাও মন্দির ভাঙ্গলে আপনার আর্তশিৎকার দুঃখিত 'চিৎকার' শোনা যায় অথচ অন্য কোন ধর্মের উপর আঘাত আসলে আপনার মুখে ছ'ইঞ্চি ঢোকানো থাকে কেন?
- কেননা হিন্দুরা সংখ্যালঘু। আর আমি সংখ্যালঘুদের পক্ষের লেখক। বাংলাদেশ প্রতিদিন আমার কলাম ছাপায়। আপনি এখন কোন দেশে?
- ভারতে। বাংলাদেশ প্রতিদিন আমার কলাম ছাপায়।
-ভারতে সংখ্যালঘু সম্প্রদায় কারা?
- ইয়ে... মুসলমানরা। বাংলাদেশ প্রতিদিন আমার কলাম ছাপায়।
-কই তাদের পক্ষে তো কিছু লেখেন না। বাবরী মসজিদের রায়তে যখন দেড় হাজার মুসলিমকে হিন্দু সন্ত্রাসীরা হত্যা করল, ভারতে উত্তর প্রদেশে এক মুসলিম যুবককে গরু জবাই করার অপরাধে গণধোলাই হিন্দুরা দিয়েছিল। সংখ্যালঘুপন্থী লেখনীর মা'য় ঘুমায় কেন?
- মুসলিমরা বর্বর। তাদের ধর্ম নারীকে স্বাধীনতা দেয় না। বাংলাদেশ প্রতিদিন আমার কলাম ছাপায়।
-যুক্তির খাতিরে আপনার অভিযোগ মেনে নিলাম। তবে হিন্দুধর্মের নারীর স্বাধীনতার স্বরূপ হিসেবে বৈদিক অধিকারসমূহ যেমন, যৌতুকপ্রথা, সতীদাহপ্রথা, বিধবাপ্রথা, বর্ণপ্রথা প্রভৃতি কি বয়ান করব?
- ইয়ে মানে... তুমি বেশি কথা বল। বাংলাদেশ প্রতিদিন আমার কলাম ছাপায়। আজ্ঞে একটু-আধটু বলি আরকি।
-মূলত আপনি নাস্তিক নন নাস্তিকের জাতও নন। আপনি একজন সাচ্চা হিন্দু। নিজেকে নাস্তিক দাবী করে নাস্তিকদের অবমাননা করবেন না।
- বাংলাদেশ প্রতিদিন কিন্তু আমার সাক্ষাতকার ছাপায়!
-ডিসকভারীর ন্যায় বৃহৎ চ্যানেলেও বন্য শুকরদের জীবনচক্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন টেলিকাস্ট করতে পারলে দু'টাকার পত্রিকায় নঈম নিজাম তাসলিমাকে নিয়ে প্রতিবেদন ছাপাতে দোষ কি! ঃপি
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১
CrimSon Masud বলেছেন: নাস্তিক মানেই সে কোনো ঈশ্বরে বিশ্বাস করেনা । কিন্তু নাসরিন পূজায় গিয়ে কি প্রমাণ করলেন
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭
নাবিক সিনবাদ বলেছেন: সে নাস্তিক তয় হিন্দু ধর্মটারে খুব ভালা পায়
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯
ইমরান আশফাক বলেছেন: সে কোন বিতর্কে কেনো আসে না সেটা পরিস্কার হলো।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
CrimSon Masud বলেছেন: হুম , ডাঃ জাকির নায়েক অনেকবার তাকে বিতর্কে আসার জন্য বলেছেন । কিন্তু সে আসে নি !
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭
নাবিক সিনবাদ বলেছেন: সে নাস্তিক তয় হিন্দু ধর্মটারে খুব ভালা পায়