নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে অনেক কিছু শেখার আছে

নিজে শিখি ও অপরকে জানাই

দায়ী

এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।

দায়ী › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা কেমন হয়?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২



ছাত্রঃ স্যার, মেয়েরা এত সুন্দরী হয় কেন?

স্যারঃ যাতে তুমি তাকে পছন্দ কর

ছাত্রঃ তাইলে, তারা এত বোকা হয় কেন?

স্যারঃ যাতে তারা তোমাকে পছন্দ করে !!



বাস্তবিকই, মেয়েরা অনেকটা এরকমই হয়ে থাকে । এক মনিষী উক্তি করেছেন, মেয়েদের সব কিছুই আছে কিন্তু ব্যক্তিত্ব নেই । তাদেরকে পুরুষ যেমন দেখতে চায় তারা তেমন সেঝেই আনন্দ পায় । কোন মেয়ে যদি লাল রঙয়ের কাপড় পরে আর কেউ তাকে একবার যদি বলে লাল নয় বরং নীল কাপড়েই আপনাকে দেখতে পরীর মত লাগে । আর যায় কোথায়, তার পছন্দের লাল ফেলে সে নীল কাপড়েই নিজেকে সাজাবে । মানিয়ে চলার প্রবনতা এদের মজ্জাগত । যদিও ইদানিং এর ব্যতিক্রমটাই চোখে পরে । অনেকে বলে মেয়েরা নদীর মত । এদের গতিবিধি বোঝা মুশকিল । অনেকে বলে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু মেয়েকে নয় । কেউ বলে এরা কুমারের হাতে পড়া নরম কাদা মাতির মত যেমন রুপ দেবেন তেমন রুপ পাবে ।



বলা হয়, মেয়েরা পুরুষের বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্ট । তাই এদের বাঁকা রেখেই ব্যবহার করতে হবে , একদম সোজা করতে গেলে ভেঙ্গে যাবে । এই কথাটা আমার কাছে খারাপ মনে হয়নি ।



মেয়েদের আর মশার মাঝেও অনেকে মিল খুঁজে পেয়েছেন । তাহল এরা উভয়ই অকারণে প্যান প্যান করে !!



মেয়েরা বুনো হাতির সাথেও তুলনীয় কিছু দিক দিয়ে । যেমন- হাতি তার শক্তি সমন্ধে অজ্ঞ মেয়েরাও তাই। যেসকল হাতি তাদের শক্তি সমন্ধে জানে তাদেরকে আর বেধে রাখা যায়না, মেয়েরাও তাদের শক্তি সমন্ধে জানলে তাদেরকে আর ঘরে রাখা যায়না । মেয়েরা তাদের চোখের চাহনি দিয়েই অনেক পুরুষকে ঘায়েল করতে পারে আর পুরুষ বড়জোর একটা মেয়েকে নষ্ট করতে পারে । একারনে মহাপুরুষরা বলে থাকেন, একটা পুরুষকে শিক্ষিত করা মানে একটাই পুরুষকে শিক্ষিত করা কিন্তু একটা মেয়েকে শিক্ষিত করা মানে একটা জাতিকে শিক্ষিত করা । আপনারা নিশ্চয়ই সম্রাট নেপলিয়ানের উক্তিতা মনে রেখেছেন যে, আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব । যে হাত দোলনা দোলায় সেই হাত ই জাতি গড়ে ।



বুনো হাতিকে বন থেকে ধরে এনে শুনেছি একে লোহার শিকল দিয়ে বেধে রাখা হয় । বাচ্চা হাতি তার শক্তি খাটিয়ে শিকল ছিঁড়ে বেরিয়ে যেতে চায় কিন্তু পারেনা , উল্টো পায়ে ঘা লেগে ঘর্ষণের কারণে ক্ষত হয় । পরে একটু টান দিলেই তাতে ব্যথা লাগে । তাই , বাচ্চা হাতি আর শিকল টানাটানি করেনা পাছে আবার ক্ষত হয় এই ভয়ে । মাহুত যখন এটা বুঝতে পারে তখন তাকে শিকল আর না পরিয়ে দড়ি দিয়ে বেধে রাখে তার পরেও সে আর টানাটানি করেনা । মেয়েদেরকেও অনেকে এরকম নীতি দিয়ে বেধে রাখাকে অনেকেই বুদ্ধিমানের কাজ মনে করে এবং করেও থাকে । কারন, মেয়েদেরকে বেশি লাই দিলে নাকি মাথায় উঠে ।



যাহোক, আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন তা একান্তই আপনার বিষয় । তবে এমন নীতি প্রয়োগ করবেন যাতে সাপও মরে লাঠিও অক্ষত থাকে । এরকম অনেক ঝানু দাদা আপনার চারপাশেই বিদ্যমান । পরামর্শ নিন তাদের , সুখে সুখী হউন ।



বিশেষ দ্রষ্টব্যঃ পরামর্শ দিতে বা মন্তব্য করতে কৃপণতা অবশ্যই পরিত্যাজ্য ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: X( X( X( X(

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

দায়ী বলেছেন: ভয় পাইছি ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

ভুল উচ্ছাস বলেছেন: উত্তম ঝাঝা। জাতির এই ক্রান্তি লগ্নে আপনার এই পুষ্ট। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। =p~ =p~

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

দায়ী বলেছেন: মুখে ফুল-চন্দন পড়লে খামু ক্যামনে?
ধন্যবাদ ।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

ফালতু বালক বলেছেন: হাছা কথা।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

দায়ী বলেছেন: হাছানি????

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: আই তো শেষ!

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

দায়ী বলেছেন: কিল্লাই?
মুই আছিনা???

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

পাগলা সবুজ বলেছেন: অস্থির , ভালো লাগছে

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

দায়ী বলেছেন: হুম, মশা কামড়াচ্ছে তাই আমিও অস্থির !!! :-B
ধন্যবাদ।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৮

আশিক মাসুম বলেছেন: হাহা লকের মোখে বলতে শুনেছি ,

বউ আর হালের বলদ পিডানির উপ্রে রাখতে হয় , তানা হইলে সোজা হাটেনা ( এই কথা কইলাম আমি কইনাই, পাছে সত্যি বলতে গিয়া না আবার রেপুটেশন খারাপ হইয়া যায় ) :P =p~

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

দায়ী বলেছেন: ভাই, নারী নির্যাতনের মামলায় ফেসে যাবেন কিন্তু

৭| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মেয়েদেরকে বেশি লাই দিলে নাকি মাথায় উঠে;;,,,,,,,,,,,,,,'' আগে জাতির সামনে মাফ চান তারপর কথা,,,,,,,,যে কথাগুলো বলেছেন তা একেবারেই ঠিক নয়।
সোসালাইজেশনের মাধ্যমে নারীরা কোন কোন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরন করতেই পারে,,,,,,পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত এই সমাজে নারীরা এখনো মনের দিক থেকে স্বাধীন নয়।

প্রথমে বাবা, তারপর স্বামী/শ্বশুরবাড়ি, তারপর সন্তানদের কাছে থাকাতে হয় বলে প্রায় প্রতিটি ক্ষেত্রে তাদের মানিয়ে চলতে হয়।
আমি যখন আমার পাশের বাসার কারো সাথে কথা বলি তখন দেখা যায় শাড়ী বাড়ি স্বাজ স্বজ্জা নিয়ে অনেক নারী কথা বলতে বেশি পছন্দ করে,,,,,,,,বাট আমি করি না,,,,কিন্তু কেন করি না,,,কারণ আমার সোসালাইজেশন একটু ভিন্ন। আমার সাথে তারা যখন কথা বলে,,,একটু পরে বলে আসলে আপা আপনি ঠিক,,,,,,,,,কিন্তু আমি নারীবাদী নই,,,আমি মানবতার পক্ষে।
তাই এই শতকে দাড়িয়ে একজন শিক্ষিত হিসেবে এ ধরণের কথা বলবেন না,,,যা পরোক্ষভাবে ১০ বছর পিছনের মানসিকতা,,,,,,,,,,,

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

দায়ী বলেছেন: বেশিরভাগ নারী স্বামী, শাড়ি , বাড়ি, গহনা, সাজ সজ্জা নিয়ে কথা বলে কিন্তু আপনি করেন না কারন আপনার সোশালাইজেশন একটু ভিন্ন, আপনি বলেছেন ।

আচ্ছা, ব্যতিক্রম কি উদাহরণ হিসেবে আসতে পারে? আরেকটু ভেবে দেখুন ।

মেয়েরা না বুঝে অকারণে ঝাড়ি মারে, যা এখন আপনি করলেন !!!

৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব বেশি ঝাড়ি মারলমা নাকি!!! আমিতো আপনারই বোন তাইনা! এরকম আরো বললে বড় করে ঝাড়ি মারবো তা বলে রাখলাম
ভাল থাকবেন সবসময়

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

দায়ী বলেছেন: কেউ দেয় দু'হাতে বারী
কেউ দেয় ঝাড়ি
মাঝে আমি আনাড়ি
সাত-পাচ ভেবে মরি !!!

৯| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

মাক্স বলেছেন: পোস্টের লেখককে প্রথমেই ধন্যবাদ জানাই তার এই অসম্ভব সুন্দর বাল্পুস্টের জন্য। তার অনুপম কীবোর্ডর সুনিপুণ লেখনি আমাদের মনে করিয়ে দেয় দস্তয়েভস্কি, আনতেন চেখভের কথা। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি তার বলিষ্ঠ লেখনিকে। উপরন্তু লেখক যে শুধুমাত্র সমসাময়িক সমস্যাটি নিয়ে আলোচনাই করেছেন তা নয়, একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। আমি সমস্যার গভীরতা অনুভব করতে পেরে অবিলম্বে পোস্টটি ইস্টিকি করার জোর দাবী জানাই।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

দায়ী বলেছেন: হুম, পিঠ চাপড়ে দেয়ার জন্য ধন্যবাদ ।

১০| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

লুছিফার বলেছেন: হেঁহেঁহেঁ মজা ফাইলাম ।
অনেক ভালো লিখছেন ।
পিলাচ দিসি ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

দায়ী বলেছেন: আপনি মজা পেয়ে পিলাচ দিয়েছেন
আর খুশি হয়ে ধন্যবাদ দিলাম ।
কবুল করলেন তো?

১১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

শাহরিয়ার রোমান বলেছেন: মেয়েরা পুরুষের বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্ট । তাই এদের বাঁকা রেখেই ব্যবহার করতে হবে , একদম সোজা করতে গেলে ভেঙ্গে যাবে । এই কথাটা আমার কাছে খারাপ মনে হয়নি ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

দায়ী বলেছেন: B-) =p~ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.