![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
অনেকের মুখেই আজকাল শুনতে পাই একথা বলতে যে, নাস্তিকতা আলাদা একটি ধর্ম । আস্তিকের যেমন আস্তিকতার অধিকার আছে , তেমনি নাস্তিকেরও আছে নাস্তিকতার অধিকার । আপনি কি মনে করেন?
একটি ছেলে অপরের গাছ থেকে অন্যায়ভাবে আম পেরে খাচ্ছে । আপনি বললেন কেন একাজ করলে? সে জানাল, তার মন চেয়েছেতাই করেছে । এখানে দেখেন ছেলেটি আম পেরে খেয়েছে কারন তার মন চেয়েছে । এখানে তার মন-ই হচ্ছে তার খোদা । সে তাকেই মেনে চলে । একথাই পবিত্র কুরআনে এসেছে এইভাবে-
‘ তুমি কি তাকে দেখেছ? যে তার মনকে ইলাহ/প্রভু বানিয়ে নিয়েছে ।'
নাস্তিকেরাও এরকমই । সে আল্লাহকে মানেনা সত্য কিন্তু মনকেই যে সে আল্লাহ বানিয়ে নিয়েছে তা বুঝতে পারেনা । তাই বলা হয়ে থাকে, আল্লাহ না থাকলে মানুষই আল্লাহকে বানিয়ে নিত তার প্রয়োজনে । আশেপাশে তাকান এর প্রমাণ পাবেন ।
আমাদের স্যার বলেন, নাস্তিকেরা আসলে এক ধরনের ঘোর মিথ্যাবাদী । সে জানে সে নিজে নিজে সৃষ্টি হয়নি তাকে কেউ সৃষ্টি করেছে । তারপরেও সে তাকে অস্বীকার করে । উচিত ছিল কে তাকে সৃষ্টি করেছে তার অনুসন্ধান করা, তার পরিচয় খুঁজে বের করা । তা না করে সে অবুঝ শিশুর মত তাকে অস্বীকার করে বসে, কেননা, তাকে খুঁজতে গেলে মাথার ঘাম ঝরাতে হবে কিন্তু অস্বীকার করলে বসে বসে ললিপপ চুষা যাবে ।
আমাদের দেশের দিকে তাকান, এখানে কারা নাস্তিক? আসলে এরা সুবিধাবাদী । সুবিধাবাদ জিন্দাবাদ এটাই তাদের একমাত্র বুলি । আস্তিক হতে গেলে তাকে অনেক অপকর্ম থেকে বিরত থাকতে হবে তাই আস্তিকতার কাছে না এসে নাস্তিকতাকে বেঁচে নেয়।
মুলত এরা দুনিয়ার জীবনকেই প্রথম ও শেষ মনে করে তাই একাজ করে । ভাবুনতো, ধনী গরিবের মাল মেরে খেল কিন্তু গরিব কিছুই করতে পারলনা এর প্রতিকার হওয়া উচিত কিনা? গরিব ন্যায্য অধিকার পাবে এটা দরকার কিনা? যদি এই দুনিয়াই সব হত তাইলে ভালো মন্দের মাঝে কোন তফাৎ থাকত না , ধনী গরিবের মাঝে বৈষম্য থাকত না । অবশ্য নাস্তিকেরা আর যাই করুক একদিন যে মরতে হবে এটা অস্বীকার করেনা !!! আচ্ছা বাদ দিন সব কথা । ধরুন,আমি পরকাল আছে মনে করে আস্তিকতা চর্চা করে মরে গেলাম,থাকলে আর আপনি নাস্তিকতা চর্চা করে মারা গেলেন ,গিয়ে দেখলেন পরকাল আছে তাইলে ঐ কালে আপনার কি দশা হবে ?
যতক্ষণ পর্যন্ত আপনার নাক দিয়ে বায়ু যাবে বের হবে ততোক্ষণ পর্যন্ত আপনার চিন্তার অবকাশ আছে । একবার বায়ু চলে গেলে আর ভেবে লাভ হবেনা। রোগী মরার পর ডাক্তার এসে ফায়দা কি ?
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
দায়ী বলেছেন: ১। শেখ সাদি রহঃ কথাটা এভাবে বলেছেন, হাজার হাজার বই পড়ার দরকার নেই গাছের প্রতিটি পাতাই সাক্ষ্য দেয় পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন।
আফসোস, নাস্তিকেরা প্রমানের অভাবে নাকি আস্তিক হয়না ।
২। ওষুধ বানায়, আসমানের রহস্য খুঁজে বের করে অথচ যে তাকে সৃষ্টি করেছে তাকে চিনতে পারেনা, আজীবন অন্ধই থেকে যায় । পেঁয়াজ, মরিচ, আদা, রসুন , গোশত দিলাম রান্নার জন্য আর আপনি রান্না না করে বসে রইলেন? কি হবে ঐ সব জোগাড় করার?
আইনস্টাইন বলেছেন- ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ ...। আপনার কি মনে হয় তিনি নাস্তিক ছিলেন?
৩। আমাদের দেশের পুরুষ কুত্তাও ভুলে অপর পুরুষ কুত্তার উপর উঠেনা আর আমেরিকা সেখানে এক পুরুষ আরেক পুরুষের উপর উঠে, মেয়েরা টাকার লোভে পেট ভাড়া দেয় তাদের কথা বলতে খুব গর্ব করে বুঝি? আমাদের আস্তিকেরা কি এই কাজ করে?
৪। ছেলে ভুল করলে মাফ আছে কিন্তু যদি বাবাকেই না মানে? আপনি শুধু এমন আস্তিকদের খুঁজে পেলেন যারা পাপ করে ভালো আস্তিকদের খুঁজে পাননি, অদ্ভুত তো?
৫। শিব কে মানুষই বানায় নাকি শিব মানুষ বানায় কোনটি? কালী পুজার সময় দেইখেন তো বিসর্জনের সময় শিব- কালী কে আদর করে ডুবায় না বুকে লাথি মেরে ডুবায়? যারে পদদলিত করে চুবায় শে আবার পরকালে থাকে কি করে ? হিন্দুরাও তো পরকালে বিশ্বাস করেনা, তারা বিশ্বাস করে একালে খারাপ কাজ করলে শে আবার শিয়াল-কুত্তা হয়ে জন্মাবে !! জটিল আইডিয়া তাইনা?
শুভ কামনা আপনার শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশায় ।
২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১১
শাহীন উল্লাহ বলেছেন: বেশীর ভাগ নাস্তিকরা মুলত ধর্মবিরোধী। তাদের কাজ ই হচ্ছে ধর্মের ভূল ধরা, বিশেষ করে ইসলাম ধর্ম !!!!!!!
আর ধর্ম ছাড়া মানুষ হয় না, এটা আমি বিশ্বাস করি।
আচ্ছা বলুন তো মানুষ কি আজ পর্যন্ত কোনো একটা জিনিষ সৃষ্টি করতে পেরেছে??????
মানুষ শুধু পারে রূপান্তর করতে, কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না।
মানুষ কে প্রকৃতির সাহায্য নিতে হয় রূপান্তরের জন্য, আর এই প্রকৃতির স্রষ্টা মানুষ নয়।
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
দায়ী বলেছেন: জি জনাব ।
মানুষ যা করেছে টা হল পারমানবিক বোমা যার জোরে তারা পরস্পরকে ভয় দেখায়, বিয়ে ছাড়া বাচ্চা বানানর রীতি, সমকামিতা, কম্যুনিজম, সোশ্যালিজম আরও নানা ইজম যা হজম হবার নয় ।
মানব রচিত বিধানই গলদযুক্ত তাই সব সময় চুলকায় । মানুষ নিজেকেই শাসন করতে পারেনা আবার বিশ্ব শাসনের সপ্ন দেখে !! আজিব চিজ!!
৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
পোসেইডন বলেছেন: ওদেরকে ওদের মত থাকতে দাও
ওরা নিজেদেরকে নিজের মত ঘুছিয়ে নিবে
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৯
দায়ী বলেছেন: এলাকায় দেখেছেন নিশ্চয়ই, যে গাছ আপনা আপনি দাড়াতে পারেনা তাকে অবলম্বন বা সাপোর্ট দিতে হয় । এই আর কি ।
আমাদের একটা দায়িত্ব আছেনা । তারা তো পর নয় আমাদেরই কারো ভাই, বাবা, চাচা ।
৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
মনিরুজ্জামান স্বপন বলেছেন: মি. দিশার, আপনাকে বলছি,
-সকল জ্ঞান-বিজ্ঞানের উৎসই হল মহাগ্রন্থ আল-কোরআন। আপনার মহান বিজ্ঞানিরা আজকে যে জিনিসগুলো আবিষ্কার করছেন, কোরআন সেগুলো বলে দিয়েছে পনের ষোল শত বছর আগে। যেমন- পৃথিবীর আকার কি রকম, পৃথিবী ঘোরে নাকি সুর্য্য ঘোরে ইত্যাদি। ভাল করে মনোযোগ দিয়ে অনুবাদসহ বোঝে কোরআন পড়ুন দেখবেন প্রমাণ পেয়ে যাবেন। আরেকটা কাজ করতে পারেন। সময় থাকলে পিস টিভিতে ড. জাকির নায়েকের অনুষ্ঠানগুলো কিছুদিন নিয়মিত দেখুন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন।
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩১
দায়ী বলেছেন: তাই যেন হয়/ আমীন ।
৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
দিশার বলেছেন: @সপন , হাহাহা ভাই জোকার নায়েক এর লেকচার আপনার "জ্ঞান" এর উত্স দেখে না হেসে পারলাম না , দুঃখিত . এক বিবর্তন নিয়ে জোকার নায়েক এর ৫ মিনিট লেকচার যে অসংখ মিথ্যা তথ্য আছে। দেখে নেন
http://www.youtube.com/watch?v=bk5q9TeGo14
আর প্লিজ , সব জ্ঞান বিজ্ঞান এর উত্স কোরান, এমন হালকা কথা বাত্রা বৈলেন না . তাইলে কোরান নাজিল হবার আগের আবিষ্কার? , জ্ঞান? অগুলা কি হাওয়ায় ভেসে ভেসে হইসে? বিজ্ঞানী রা কিসু আবিষ্কার করার পরে, মোল্লা রে কোরান ঘেটে বের করে ফেলে কোথায় ইঙ্গিত দেয়া ছিল ! কোরান ঘেটে বিজ্ঞানের কোন কোন আবিষ্কার হইসে দেখান . সহজ উদাহরণ দেই দেখেন মাইল নাকি .
হিন্দু মোল্লা রা বলে, ICBM বা বাল্লাস্তিক মিসাইল নাকি মহাভারত থেকে আবিষ্কার করসে বিজ্ঞানী রা !! কিভাবে ? কারণ মহাভারত য়ে আসে ভীষ্ম , অর্জুন, এরা :বান" মেরে লোকালয় ধংশ করে দিচ্ছে হাজার মাইল দূর থেকে .! লে হালুয়া। যুক্তির মায়ে রে বাপ। মহাভারত জিন্দাবাদ।
বিজ্ঞান এর ব ও নাই , যা আসে তত্কালীন বিশ্ব যত টুকু জানত ঠিক ততটুকু .
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪২
দায়ী বলেছেন: জন্মের পর মা-বাবাকে মেনে নিয়েছেন না প্রমাণ করেই না ডি এন এ টেস্ট করে?
কষ্ট পেলে বলেন দিলে চোট পেলাম, দিল দেখেছেন কি?
এত বিদ্দা-বুদ্ধি অর্জন করলেন ব্রেনের জোরে , দেখেছেন কখনো তাকে?
আপনি বেঁচে আছেন অক্সিজেন নিয়ে , নাক দিয়ে অক্সিজেন যাওয়ার সময় দেখেন কি?
মাথা ব্যথায় ঘুম আসেনা, দেখেচন ব্যথাকে কখনো?
ঠিকমত ঘুম না হলে কাজ করতে পারেন না, ঘুম দেখেছেন?
বোনকে খুব ভালবাসেন তার জন্য উপহার না কিনতে পারলে মন খারাপ হয়, এই ভালবাসাকে দেখেছেন কখনো?
জীবনের এত কিছুই আপনি না দেখে না প্রমানে বিশ্বাস করেন অথচ আপনার সকল যুক্তি কেবন আল্লাহকে না মানার ক্ষেত্রে???
অক্সিজেন ফুরানর আগেই বুঝতে হবে ভাই, নইলে উপায় নাই।
৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
শাহীন উল্লাহ বলেছেন: @ দিশার : এত প্যাচাল বাদ দেন, মানুষ কি তৈরী করেছে একটা প্রমান দেন?????
আল্লাহর সৃষ্টির সাহায্য ছাড়া ????????
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯
দিশার বলেছেন: আল্লাহ আসে এটার প্রমান কি ? বৈলেন না কোরান য়ে লেখা আসে।
লজিক না দিতে পারলে, পেচাল মনে হয় ...
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১০
দায়ী বলেছেন:
৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
দিশার বলেছেন: আপনার লেখা গুলা দেখে মনে হয় আপনার বয়স কম , অপরিণিত যুক্তি বোধ আর জ্ঞান .
আপনই ৫ নাম্বার কমেন্ট এর মূল সূর তাই ধরতে পারেন নাই, আবার পরেন , শিব কালী সবই ভুয়া বানোয়াট .
কিন্তু আপনার অপরিণিত বুদ্ধি তে সেই কথা তাই ধরতে পারেন না . আবার বলছি পাস্কেল ওয়েজার , গুগল ইট !
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২
দায়ী বলেছেন: আপনার মত পণ্ডিত হয়ে যদি আল্লাহকে চিনতে পারি
তবে অমন পণ্ডিতি আমার থেকে ১০০ হাত দূরে থাক ।
৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫
দিশার বলেছেন: ভাই ইমানে কোন তো কোন ক্লাস য়ে পরেন ? এই ১ ,২ লেভেল এর যুক্তি তর্ক করতে ইচ্ছা করতেসেনা ভাই দুঃক্ষিত .
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪
দায়ী বলেছেন: ফুরাইলে দম
সব খেল খতম ।
যে জ্ঞান মানুষকে তার সৃষ্টিকর্তাকে চিনতে বাঁধার দেয়াল তৈরি করে তাই পরিত্যাজ্য ।
১০| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৮
শাহীন উল্লাহ বলেছেন: @দিশারী : যাদের কাছে উত্তর নাই তারাই প্রশ্নের জবাবে প্রশ্ন করে ????
আমি আপনাকে একটা প্রশ্ন করেছি আপনি জবাব দিন -
"মানুষ কি তৈরী করেছে একটা প্রমান দেন?????
আল্লাহর সৃষ্টির সাহায্য ছাড়া ???????? "
১১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
দিশার বলেছেন: "আল্লাহর সৃষ্টির" সাপেক্ষে কোন প্রমান পাই নি যে স্বীকার করব এগুলা তার সৃষ্টি। নেচারাল কোন কিছু ছাড়া আর্টিফিশিয়াল সব কিছু মানুষের তৈরী .
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
দায়ী বলেছেন: এস এম হলের সামনে এমন অনেক লোক দেখি রাস্তায় উদোম গায়ে পরে থাকে আর ভাবে ওরা যা করে সেটাই ঠিক আর বাকিরা সব অসুস্থ
১২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
শাহীন উল্লাহ বলেছেন: দিশার :
হা হা হা হা, তাহলে স্বীকার করলেন যে মানুষ কিছুই সৃষ্টি করতে পারে না, পারে শুধু রুপান্তর করতে !!!!!
আর্টিফিসিয়াল কি সৃষ্টি ???? না সেটা রুপান্তর, যেমন আপনি যদি বলেন যে মানুষ ফার্নিচার সৃষ্টি, সেটা ভুল, মানুষ গাছ কে ফার্নিচারে রুপান্তর করেছেিআর গাছ টা আসলো কোথা থেকে ???? আর ভুগর্ভে যে এত এত সম্পদ কে ঢুকিয়ে রেখেছে???? মানুষ?????
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শাহীন উল্লাহ বলেছেন: পারমানবিক বোমা টা কি দিয়ে বানেয়েছে????
ভাবুন তো আল্লার সৃষ্টি জিনিষ ছাড়া বাচতে পারবেন???
খাবেন কি???
হাওয়া ?? সেটা ও তো তার সৃষ্টি
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
দিশার বলেছেন: ১) নাস্তিকতা কোন ধর্ম নয়। সহজ উদাহরণ স্ট্যাম্প "না" জমানো যেমন কোন হবি নয়, তেমন নাস্তিকতা কোন ধর্ম নয়। নাস্তিকতা হচ্ছে প্রমান ছাড়া কোন কিছু তে বিসসাস না করা বাস . কালকে প্রমান দেন কালকেই সেই প্রমান এর অনুসারী হয়ে যাবে নাস্তিক রা .
২) আপনাদের স্যার কে জিজ্ঞাসা করেন প্লিজ, যে স্যার নাস্তিক রা আত্ম অনুসন্ধান না করে , আল্লাহয় বানাইসে, আল্লায় রোগ দিসে, আল্লায় সারিব বলে বসে থাকলে, বা ৭ আসমান এর গল্পে বিসসাস করলে, আজকের বিজ্ঞান এর koita অধ্যায় দেখতে পেতেন, একটু অনুসন্ধান করে জানাবেন . ধার্মিক বিজ্ঞানী কতজন আর স্কেপটিক বিজ্ঞানী কতজন।
৩) আস্তিক হয়ে কি আপনারা অপকর্ম করা থেকে বিরত আসেন ? ৯০% মুসলমান এর দেশ বাংলাদেশ / পাকিস্তান বা ৯০ % ভাগ হিন্দুর দেশ ইন্ডিয়া , আর ৭০ % ক্রিষ্টান এর দেশ আমেরিকায় , খুন ধর্ষণ, ঘুষ রাহাজানি বেশি না, সুইডেন, কিউবা , নরওয়ে তে বেশি ? ধর্মের নাম একে অন্যের গলা কে আস্তিক রা কাটে? না নাস্তিক রা কাটে?
৪) হা নাস্তিক রা মনে করে একটাই জীবন, তাই এটা ভালো ভাবে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেচে থাকতে হবে। আর আস্তিক রা যেহেত মনে করে পাপ করলে সমস্যা নাই, আল্লাহর/ভগবান কাসে মাফ চেয়ে নিব . তাই তারা বেশি করে পাপ করে .
৫) আপনেকে মুসলিম মনে হচ্ছে , পরকাল এর যে হাস্যকর যুক্তি দিলেন তাই বলছি, মনে করেন দেখলেন পরকাল আসে কিন্তু শিব দাড়ায়ে আসে আপনার জন্য ,শিবের পাশে কালী দাড়ানো , তখন ? বা পসায়ডন ? বা অদিন ? বা হোরাস ? তাই ই লজিক টিকে না . পাসকেল ওয়েজার ? গুগল করেন মজা পাবেন .