![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
।
।
।
।
।
।
.পদচিহ্ন রেখে যাব তোমার দোয়ারে মোর অভিলাষ
নিশিথে নিশেথে কাটিবে আঁধার সূচিত হবে অধিবাস।
ধরণী আমারে দিয়েছে ধরণী এসেছি ধরণীরও তরে
এনেছি যা নিয়ে যাব রেখে ধরণীরে সকলের উপরে।
©somewhere in net ltd.