![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
তোমার অশরীরী উপস্থিতি নিয়ে আমি অনেক অশ্লীলতা করেছি;
শালীন হবার অনেক অশালীন প্রচেষ্টা শালীনতার অনুপস্থিতি অব্যাহত রেখেছে মাত্র।
রাতের আলোয় তোমার শরীরের জ্যোতির্ময়তা অবলোকন করেছি নিরন্তর;
কিন্তু আমার দৃষ্টি কখনও তোমার শরীরের আলো দেখেনি।
শুধু দেখেছে মনের মধ্যে একটি পবিত্র শরীর,
যে শরীরকে আমি অনেকবার খুঁজে পেয়েছি অশালীন স্পর্শে।
কিন্তু তাকে ধরা হয়েছে অনেকবার তবে একবারও দেখা হয়ে উঠেনি।
সে এক শৈশবের দিন আমি তখন আঁধারের ধারে দাঁড়িয়ে একা একা ঘুরছিলাম;
তোমার সেই শরীরের খোঁজে, স্পর্শ করব বলে।
তখন গোধূলি আলোর মহা-প্রাচীর আমার পথ আটকে দিল।
তোমার শরীরকে স্পর্শ করা হল না।
সেদিনের সেই গোধূলির মহা-প্রাচীর সেদিনও ছিল, আজও আছে।
এখনও তোমার শরীরকে স্পর্শ করে ভালবেসে ভালবাসাকে শালীন করতে পারিনি।
আজও মধ্য ত্রিশে দাঁড়িয়ে তোমার অশরীরী উপস্থিতিতে অশ্লীলতা করি;
আজও আমি অপেক্ষায় থাকি তোমার স্পর্শকে শালীন করব বলে।
আলমগীর কবির
03 আগস্ট 2015
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২
আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:১১
সুমন কর বলেছেন: চমৎকার এবং ভালো লাগা।