![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!
কিশোর কবিতা
এই পথেতেই আসা তোমার
এই পথেতেই যাওয়া,
পথের মাঝে পথ হারালে
যাই কি তারে পাওয়া।
পথের পথিক হয়ে তুমি
পথ করনা হেলা,
অসময়ে পথ চলিলে
পথেই যাবে বেলা।
পথ যে তোমার পথের পথিক
পথ যে তোমার ভেলা,
বিপথে তে পথ চলিলে
দু:খ পাবে মেলা।
পথকে কর পথের সাথী
পথ কে নিও ভালে,
পথের মাঝে পথ খুঁজিও
পথ হারানোর কালে।
পথে তোমার জীবন শুরু
পথেই তোমার মরণ;
পথের মাঝে বিপদ হলে
পথকে কর স্মরণ।
পথ যে তোমার আপন মাঝি
পথ যে তোমার নাও;
পথকে তুমি জিজ্ঞাসিও
ঝড় আসিলে তাও।
মাঝ দরিয়াই ঢেউ আসিলে
পথ যদি না পাও;
পথের মাঝেই আঁকড়ে ধর
শক্ত হাতে নাও।
পথ মাঝিকে সঙ্গে রেখো
পথের বসন পরে;
পথের মাঝে সাহস রেখো
পৌঁছাবে ঠিক শরে।
আলমগীর কবির
05/08/2015 11:17:42 PM
২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
আলোর_পথিক বলেছেন: ধন্যবাদ ভাইজান।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হইসে।